খুলনায় চরমপন্থি নেতা শাহীনকে গুলি করে হত্যা
Published: 15th, March 2025 GMT
খুলনায় চরমপন্থি নেতা শেখ শাহীনুল হক শাহীনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা থানার বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন নগরীর দৌলতপুর থানার কার্তিককুল এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে। সে খুলনা নগরীর দৌলতপুরের আলোচিত শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলাসহ ৩টি মামলার আসামি।
খুলনা থানার ওসি সানোয়ার হোসেন মাসুম বলেন, ‘রাতে সন্ত্রাসীরা গুলি করে শাহীনকে হত্যা করেছে। তার মাথায় গুলির দুটি চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।’
তিনি আরও জানান, দৌলতপুর থেকে শাহীনকে ডেকে বাগমারা এলাকায় নিয়ে তার পরিচিত কেউ তাকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এর আগে রাত ১০টার দিকে নগরীর শের-এ-বাংলা রোডের হাজীবাড়ি এলাকায় রনি নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে আহত করা হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মোবাইল ব্যালেন্সের মাধ্যমে হজ রোমিং প্যাক কেনার সুবিধা চালু করল গ্রামীণফোন
হজযাত্রীদের জন্য মোবাইল ব্যালেন্সের মাধ্যমে হজ রোমিং প্যাক কেনার সুবিধা চালু করেছে গ্রামীণফোন। ফলে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিরা সহজেই দেশে থাকা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে প্রথমবারের মতো হজযাত্রীদের জন্য বিদেশি মুদ্রার পরিবর্তে মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং সেবা ব্যবহারের সুবিধা চালু করেছে গ্রামীণফোন। নতুন এ সুবিধা চালুর ফলে হজযাত্রীরা নিজের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে গ্রামীণফোনের বিভিন্ন হজ রোমিং প্যাক চালু করতে পারবেন। যেকোনো সময় মোবাইল ব্যালেন্স বা রিচার্জের মাধ্যমে প্যাকগুলো কেনা যাবে।
নতুন এ সুবিধা চালুর বিষয়ে গ্রামীণফোনের প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) সোলায়মান আলম জানিয়েছেন, হজযাত্রীদের জন্য রূপান্তরমূলক এ পদক্ষেপ গ্রহণে নেতৃত্ব দিতে পেরে গর্বিত গ্রামীণফোন। যুগান্তরকারী এ উদ্যোগ বাংলাদেশের হজযাত্রীদের সামগ্রিক হজ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এ উদ্যোগের ফলে গ্রাহকেরা হজ পালনের সময় সহজেই প্রিয়জনদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।