সুন্দর বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে একত্রে কাজ করতে হবে
Published: 15th, March 2025 GMT
সুন্দর বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক সংকট নিরসনে গণপরিষদ নির্বাচনের জন্য ঐকমত্য গঠন করে সেকেন্ড রিপাবলিক হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
শনিবার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৃহত্তর মোহাম্মদপুর জোনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেছেন। ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, শহীদ ও আহত পরিবারের সদস্য, ছাত্র-শ্রমিক, পেশাজীবী, অ্যাকটিভিস্ট, ওলামায়ে কেরাম এবং বিশিষ্ট নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়।
ইফতার মাহফিল সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব ও সদস্য মীর হাবীব আল মানজুর।
বক্তব্য কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘একটা সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের রাজনৈতিক দলগুলোকে একত্রে কাজ করতে হবে। মোহাম্মদপুরের মতো সাংস্কৃতিক বৈচিত্র্যময় এলাকাকে চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত মহল্লা হিসাবে গড়ে তুলতে আমাদের সবার একত্রে কাজ করার কোনো বিকল্প নেই।’
যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘স্বৈরাচার পতন পরবর্তী রাজনৈতিক সংকট নিরসনে গণপরিষদ নির্বাচনের জন্য আমাদের মধ্যে ঐকমত্য গঠন করে সেকেন্ড রিপাবলিক হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’
যুগ্ম সদস্যসচিব আকরাম হুসেইন বলেন, ‘সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মোহাম্মদপুর গড়ে তোলাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এ জন্য আমরা সব রাজনৈতিক দলকে নিয়ে একত্রে কাজ করতে বদ্ধপরিকর।’
আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ, মোহাম্মদপুরের শহীদ রাকিবের বাবা, শহীদ সৈকতের বোন এবং আহত যোদ্ধা শাহীন।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, সাকিব মাহাদী, সংগঠক মোস্তাক আহমেদ শিশির, মনসূর আবদুল্লাহ, মুনতাসির মাহমুদ প্রমুখ।
ইফতার মাহফিলে বৃহত্তর মোহাম্মদপুর জোনের এনসিপির বিভিন্ন ওয়ার্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়েতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলামের মোহাম্মদপুর জোনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ম হ ম মদপ র ক জ করত ন র জন আম দ র ক জ কর ইসল ম একত র স গঠক
এছাড়াও পড়ুন:
দুর্নীতিবাজ কর্মকর্তাদের গণধোলাই দিয়ে প্রশাসন থেকে তাড়াতে হবে: কর্নেল অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস আওয়ামী ফ্যাসিবাদী প্রশাসনের লোকজনকে এখনও সরাতে পারেনি। দুর্নীতিবাজ-লুটেরা কর্মকর্তাদের গণধোলাই দিয়ে প্রশাসন থেকে তাড়াতে হবে। আওয়ামী লীগের দোসররা ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনার আত্মীয়-স্বজনসহ আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে সেখানে নাগরিকত্ব গ্রহণ করেছে। তারা মুসলমান নন এবং এ দেশের নাগরিকও নন, ভবিষ্যতে তাদের এদেশে আর আসতে দেওয়া হবে না।
শনিবার চট্টগ্রামের পটিয়ায় রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে কর্নেল অলি বলেন, ক্ষমতার লোভ না করে দেশের উন্নয়নের জন্য কাজ করলে একদিন ক্ষমতা নিজে এসে হাতে ধরা দেবে। আওয়ামী লীগের লোকজন যাতে দলে ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
পটিয়া উপজেলা এলডিপি’র সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি এয়াকুব আলী। এলডিপি নেতা আবদুল কুদ্দুস ও আইয়ুব আলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী, এলডিপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ জাফর, বাশঁখালী পৌরসভা এলডিপির সভাপতি আনিসুল ইসলাম, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক চৌধুরী, পটিয়া পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী, পটিয়া পৌরসভা এলডিপির সহ-সভাপতি সামশুল আলম সিকদার, পটিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাদেক হোসেন, সেক্রেটারি আনোয়ার হোসেন, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার হোসেন, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহ্বায়ক ডা. রিজুয়ান আজাদ, গাজী আমির হোসেন, সদস্যসচিব মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, আমিনুল হক তানিম, নাদেরুজ্জামান, সেলিম উদ্দিন প্রমুখ।