কাভার্ডভ্যানে ফাঁকা গুলি, অগ্নিসংযোগ
Published: 15th, March 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে কারখানা থেকে বের হওয়া সুতাবোঝাই কাভার্ডভ্যানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ওই কাভার্ডভ্যানের সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধনুয়া বড়চালা এলাকার পাশে নয়নপুরে রিদিশা গ্রুপের মালিকানাধীন ফর্মুলা-১ স্পিনিং লিমিটেড কারখানার অবস্থান। কয়েকদিন ধরে ওই কোম্পানির কারখানার ঝুট ব্যবসা নিয়ে বিএনপির স্থানীয় দুটি পক্ষের বিরোধ চলছে। কাভার্ডভ্যানে করে ঝুট নেওয়া হচ্ছে– এমন ধারণা থেকে হামলা হতে পারে। এদিন সকালেই কারখানা থেকে ঝুটবোঝাই দুটি গাড়ি বের হয়েছিল।
কাভার্ডভ্যানের চালকের আসনে ছিলেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, ফর্মুলা-১ স্পিনিং লিমিটেড কারখানার নিজস্ব কাভার্ডভ্যান ভর্তি করে সুতা নিয়ে যাচ্ছিলেন। ধনুয়া বড়চালা দাখিল মাদ্রাসার মোড় ছাড়িয়ে একটু সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে কয়েকটি মোটরসাইকেল নিয়ে কাভার্ডভ্যানের গতিরোধ করা হয়। এ সময় হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। সঙ্গে সঙ্গে কাভার্ডভ্যানের সামনের অংশে অগ্নিসংযোগ করে। পরে মোটরসাইকেল নিয়ে হামলাকারীরা চলে যায়। এ সময় তিনিসহ আশপাশের লোকজন আতঙ্কে দৌড়ে পালিয়ে যান।
ফর্মুলা-১ স্পিনিং লিমিটেড কারখানার মানবসম্পদ কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ‘কারখানা থেকে আমাদের নিজস্ব কাভার্ডভ্যানে করে সুতা নেওয়া হচ্ছিল। দুর্বৃত্তরা এ কাভার্ডভ্যানে আক্রমণ চালিয়েছে। খবর পেয়ে সেখানে গিয়ে কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রণ করি। চারটি ককটেলের খোসা উদ্ধার করে বালতিতে রাখি। পাশাপাশি পুলিশে খবর দেই।’
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরেই ঝামেলা চলছে। কারখানা থেকে ঝুট বের করা হচ্ছে এমন খবরে কোনো এক পক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। কারা ঘটিয়েছে জানা যায়নি, জানতে তদন্ত হচ্ছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কক্সবাজারে সমন্বয়কের পিতাকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবি এনসিপির
কক্সবাজারের ঈদগাঁওয়ে জুলাই অভ্যুত্থানের এক সমন্বয়কের পিতাকে উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও বিচারের দাবি জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক সাইদুল হুদার পিতা হাবিবুল হুদাকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলায় সাইদুল হুদার পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন।
এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এর আগে বিভিন্ন মামলায় কারাবন্দী ছিল। এদিকে এই ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কেউই আইনের আওতায় আসেনি, যা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করছে। জাতীয় নাগরিক পার্টি এই হত্যা ও হামলার সঙ্গে জড়িত প্রত্যককে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানায়।
আরও পড়ুনকক্সবাজারে গুলি করে এক ব্যক্তিকে হত্যা১১ ঘণ্টা আগে