বিজলি কিরণমালা তাজিদের নিয়ে মেলায় হাঁকডাক
Published: 15th, March 2025 GMT
বিজলি, কিরণমালা, রানী, সুইটি, ভারতীয় তাজিসহ বাহারি সব নাম ঘোড়ার। এদের দেখতে ভিড় করছে নানা বয়সী মানুষ। ক্ষিপ্রতা আর বুদ্ধিমত্তায় মেলে তাদের নামের সার্থকতা। চলনে বিদ্যুৎগতি, চোখের পলকে যেন মাইল পার– এমন নানামুখী গুণ থাকলে কদরও বেশি। পছন্দের ঘোড়া কিনতে ক্রেতার মধ্যেও চলছে প্রতিযোগিতা। জয়পুরহাটের আক্কেলপুরে চলছে ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোলপূর্ণিমার মেলা। সেখানে জমে উঠেছে এ ঘোড়ার হাট।
আয়োজকরা জানান, উত্তরাঞ্চলে একমাত্র ঘোড়া বেচাকেনা হয় গোপীনাথপুর দোলের মেলায়। সারাদেশ থেকে ক্রেতা-বিক্রেতারা আসেন এখানে। প্রতিবছর দোলপূর্ণিমা উপলক্ষে মাসব্যাপী মেলা চললেও পশুর মেলা হয় প্রথম ১০ দিন। গত শুক্রবার মেলায় এসেছেন ব্যবসায়ীরা। ঘোড়া ছাড়াও মহিষ, গরু, ভেড়া ও ছাগল কেনাবেচা হচ্ছে।
দরদাম ঠিক করার পর একটি খেলার মাঠে ঘোড়া নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রেতাকে দেখানো হয় ঘোড়দৌড়। এবার ভারতীয় তাজি ঘোড়ার দাম হাঁকা হয়েছে সাড়ে ৩ লাখ টাকা। আড়াই লাখ টাকা দাম হাঁকা একটি ঘোড়ার মালিক জেলার শিবগঞ্জ উপজেলার সোনাইমুখী গ্রামের ইউনুস আলী। তিনি বলেন, এটির বয়স পাঁচ বছর। ভুটানের ভুটিয়া ঘোড়াটি দ্রুত দৌড়াতে পারে। এর যত্ন নিয়েছেন তিনি নিজেই।
আয়োজকরা বলছেন, ৫১৭ বছরের পুরোনো এ মেলা ঘোড়া বেচাকেনার জন্য প্রসিদ্ধ। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া বিক্রি করতে আসেন মালিক।
ঘোড়া কিনতে আসা গাইবান্ধার মাঠেরপাড়া গ্রামের আবুল ব্যাপারী একটি ঘোড়ার দাম বলেন ২ লাখ ৩৫ হাজার টাকা। আরও দু-একটি দেখার পর সিদ্ধান্ত নেবেন। জামালপুরের রফিকুল ইসলাম বলেন, ৪৫ বছর ধরে ঘোড়া নিয়ে তিনি মেলায় আসেন।
মেলা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ঘোড়ার মেলা হলেও গ্রামীণ সব আয়োজনই করা হয়েছে। আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা বলেন, মেলার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার মোতায়েন রয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বুয়েট ছাত্র এখন এনার্জি-এআই বিশেষজ্ঞ, স্থান পেলেন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ন্যাশনাল একাডেমিসের কমিটিতে
যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ন্যাশনাল একাডেমিস অব সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিনের (ন্যাশনাল একাডেমিস—এনএএসইএম) একটি কমিটির সদস্য নির্বাচিত ও নিযুক্ত হয়েছেন বাংলাদেশের সৈয়দ বাহাউদ্দিন আলম।
বাহাউদ্দিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইনের (ইউআইইউসি) দ্য গ্রেঞ্জার কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের নিউক্লিয়ার, প্লাজমা অ্যান্ড রেডিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। ইউআইইউসির ওয়েবসাইটের তথ্য অনুসারে, তিনি বিভাগটির দ্বিতীয় শিক্ষক, যিনি এই কমিটিতে নির্বাচিত ও নিযুক্ত হয়েছেন।
বাহাউদ্দিনের ঝুলিতে এ বছর আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন যোগ হয়েছে। তিনি ইউআইইউসির দ্য গ্রেঞ্জার কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের ২০২৫ সালের ‘ডিনস অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন রিসার্চ’ লাভ করেছেন।ন্যাশনাল একাডেমিস