বাংলাদেশে ডিভাইস খাতে ‘এক্স নাইন সি’ মডেলের নতুন স্মার্টফোন নিয়ে আসছে প্রযুক্তি ব্র্যান্ড অনার। আনব্রেকেবল এআই স্মার্টফোন– বার্তায় বিশেষ ব্যাটারি সক্ষমতায় ইতোমধ্যে মডেলের প্রি-বুকিং ঘোষণা করেছে বৈশ্বিক নির্মাতা ব্র্যান্ড।
৬ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার আলট্রা-লার্জ সিলিকন-কার্বন প্রযুক্তির ব্যাটারি। পূর্ণ চার্জে ৪৮ ঘণ্টা মিউজিক স্ট্রিমিং ও ২৫ ঘণ্টার বেশি অনলাইন ভিডিও দেখা যাবে। চার্জ হবে ৬৬ ওয়াট গতিতে। মাত্র ৪২ মিনিটে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হবে। মাত্র ৫ মিনিট চার্জেই পাওয়া যাবে বাড়তি সাত ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ।
নির্মাতারা জানান, নতুন প্রজন্মের অ্যান্টি-ড্রপ ডিসপ্লে। ফলে দুই মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনের ক্ষতি হবে না। আলট্রা-টেম্পারড গ্লাস ও রেজিস্ট্যান্স শিল্ড ফোনের ডিসপ্লেকে সুরক্ষিত রাখবে। চার কোনাকে সুরক্ষিত করবে বেজিয়ার কার্ভ ডিজাইন। রয়েছে ৬.
১০৮ মেগাপিক্সেলের আলট্রা-সেন্সিং ক্যামেরা, যা নিশ্চিত করবে ১/১.৬৭ ইঞ্চি লার্জ সেন্সর। ক্যামেরাটি ওআইএস (অপ্টিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) ফিচার চলমান অবস্থায় ঝাঁকুনি ও অস্পষ্টতা কমিয়ে সুস্পষ্ট ও নিখুঁত ছবি ধারণে সহায়ক হবে। অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণের ওপর ভিত্তি করে ব্র্যান্ডের নিজস্ব ম্যাজিক (ওএস) ৮.০ সংস্করণের অপারেটিং সিস্টেম সমর্থিন করবে। রঙের বৈচিত্র্য দেবে টাইটেনিয়াম ব্ল্যাক, টাইটেনিয়াম পার্পল ও জেইড সায়ান। আগ্রহীরা প্রি-বুকিং করলে পাবেন বিশেষ সুবিধা। বিক্রয়োত্তর পরিষেবা দুই বছর।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কক্সবাজারে সমন্বয়কের পিতাকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবি এনসিপির
কক্সবাজারের ঈদগাঁওয়ে জুলাই অভ্যুত্থানের এক সমন্বয়কের পিতাকে উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও বিচারের দাবি জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক সাইদুল হুদার পিতা হাবিবুল হুদাকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলায় সাইদুল হুদার পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন।
এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এর আগে বিভিন্ন মামলায় কারাবন্দী ছিল। এদিকে এই ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কেউই আইনের আওতায় আসেনি, যা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করছে। জাতীয় নাগরিক পার্টি এই হত্যা ও হামলার সঙ্গে জড়িত প্রত্যককে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানায়।
আরও পড়ুনকক্সবাজারে গুলি করে এক ব্যক্তিকে হত্যা১১ ঘণ্টা আগে