শিশুকে শ্লীলতাহানি, আ.লীগ নেতা গ্রেপ্তার
Published: 15th, March 2025 GMT
ফেনীর সোনাগাজীতে ১১ বছর বয়সী এক কন্যাশিশুকে শ্লীলতাহানির ঘটনায় আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর শনিবার বিকেলে তাকে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাকে ফেনী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার কামাল উদ্দিন সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চর লামছি গ্রামের মৃত মো.
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে চর লামছি গ্রামের স্থানীয় মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী কমান্ডার বাজারে চিপস কিনতে যায়। এ সময় আশাপাশে কেউ না থাকায় মুদি দোকানি কামাল উদ্দিন তাকে ভেতরে যেতে বলেন। সে দোকানের ভেতরে গেলে কামাল উদ্দিন তার শ্লীলতাহানি করেন। বিষয়টি পথচারীরা দেখতে পেলে শিশুটিকে ছেড়ে দেন তিনি। শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি তার মা-বাবাকে জানায়। পরে তার মা বাদী হয়ে কামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন বলেন, কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
কক্সবাজারে সমন্বয়কের পিতাকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবি এনসিপির
কক্সবাজারের ঈদগাঁওয়ে জুলাই অভ্যুত্থানের এক সমন্বয়কের পিতাকে উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও বিচারের দাবি জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক সাইদুল হুদার পিতা হাবিবুল হুদাকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলায় সাইদুল হুদার পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন।
এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এর আগে বিভিন্ন মামলায় কারাবন্দী ছিল। এদিকে এই ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কেউই আইনের আওতায় আসেনি, যা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করছে। জাতীয় নাগরিক পার্টি এই হত্যা ও হামলার সঙ্গে জড়িত প্রত্যককে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানায়।
আরও পড়ুনকক্সবাজারে গুলি করে এক ব্যক্তিকে হত্যা১১ ঘণ্টা আগে