ভারতীয় পাঞ্জাবি বলে বাড়তি দামে দেশি পাঞ্জাবি বিক্রি, ৩ লাখ টাকা জরিমানা
Published: 15th, March 2025 GMT
দেশে তৈরি পাঞ্জাবি বিক্রি করা হচ্ছিল ভারতের তৈরি বলে। নেওয়া হচ্ছিল বাড়তি দাম। এসব পোশাক কেনার কোনো রসিদও দেখাতে পারেননি দোকানমালিকেরা।
এভাবে ট্যাগ পাল্টে ঈদের বাজারে পাঞ্জাবি বিক্রি করছিল চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজারের সেলিম পাঞ্জাবি মিউজিয়াম ও পরিস্থান নামের দুটি প্রতিষ্ঠান। প্রতারণার দায়ে প্রতিষ্ঠান দুটিকে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। পরে অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেলিম পাঞ্জাবি মিউজিয়ামে বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবি ভারতের তৈরি বলে ট্যাগ দেওয়া হয়। এসব পাঞ্জাবি বিক্রি করা হচ্ছে বাড়তি দামে। এসব পাঞ্জাবির দেশি-বিদেশি কোনো রকম ক্রয় রসিদ দেখাতে পারেননি প্রতিষ্ঠানের লোকজন। অভিযানে কারচুপির কথা স্বীকার করেন তাঁরা। এ জন্য ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই এলাকার পরিস্থান নামের একটি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানও বাংলাদেশে তৈরি পাঞ্জাবি ভারতের বলে বিক্রি করছিল। কিছু পাঞ্জাবির ক্রয় রসিদ দেখালেও তা বিক্রি করা হচ্ছে অনেক বেশি দামে। আবার দামি ও বিদেশি বলে যেসব পণ্য বিক্রি করা হয়, তা কেনার রসিদ দেখাতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। কারচুপির দায় স্বীকার করায় এবং প্রতারণামূলক মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পাঞ্জাবি বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া অভিযানে পূরবী ফুডস অ্যান্ড বিরিয়ানি নামের একটি রেস্তোরাঁকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত এবং মেয়াদবিহীন দধির মধ্যে ক্ষতিকর ময়লা-আবর্জনা থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ইনসাফ যেন শুরু হয় জাতিসংঘের নিজের অফিস থেকে’
জাতিসংঘের তিনটি প্রতিষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনজন আত্মীয় কাজ করছেন বলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, ‘আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু ইনসাফ চায়, ইনসাফটা যেন শুরু হয় জাতিসংঘের নিজের অফিস থেকে।’
শনিবার দুপুরে বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের কাছে এ কথাগুলো বলেন আসাদুজ্জামান ফুয়াদ। রাজধানীর শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ বৈঠক হয়।
আসাদুজ্জামান বলেন, ‘আমরা বলেছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে কাজ করছেন, ইউএনডিপিতে (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) শেখ রেহানার ছেলে ববি কাজ করছেন এবং ববির স্ত্রী কাজ করছেন মাইগ্রেশন অর্গানাইজেশনে। আমরা বলেছি এই নিয়োগগুলোকে পুনর্বিবেচনা করার জন্য।’ এ ছাড়া বাংলাদেশে মানবাধিকার কমিশনের অস্থায়ী কার্যালয় খোলা যায় কি না, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য জাতিসংঘ যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা যেন আরও বেগবান করা হয়—এসব বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে বলেছেন বলে জানান তিনি।
আজকের গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতিসংঘের ঢাকা অফিস। এতে সরকারের প্রতিনিধি, সংস্কার কমিশনের প্রধানেরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈঠকে এবি পার্টি ছাড়াও বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নাগরিক ঐক্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও গণসংহতি আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
১৩ মার্চ বিকেলে চার দিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দ্বিতীয় দিনে শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়ায় শরণার্থীশিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন।