ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একটি পুকুর খনন করতে গিয়ে বেশ কিছু রাইফেলের বুলেট পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় আজ দুপুরে ৬০টি বুলেট উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এখলাছ উদ্দিন ও তাঁর ভাইদের ৭৫ শতক জমিতে পুকুর খননের জন্য ড্রেজার দিয়ে মাটি তোলা হচ্ছে। বৃহস্পতিবার মাটি সরানোর সময় সাত-আট ফুট নিচে যেতেই বুলেট বের হতে থাকে। ওই দিন শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে গেলে শুক্রবার আর কাজ হয়নি। কিন্তু কিছু শিশু শুক্রবার সেখান থেকে মাটি খুঁড়ে বুলেট বের করে। বুলেটগুলো শিশুরা তাদের বাড়িতে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। শনিবার বেলা একটার দিকে বুলেটের খবর পেয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে আশপাশের বিভিন্ন বাড়ি থেকে ৬০টি বুলেট উদ্ধার করা হয়। তবে বুলেটগুলো কারা, কেন রেখেছিল, তা জানতে পারেনি পুলিশ।

গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার বলেন, ড্রেজার বসিয়ে পুকুর খনন করে মাটি সরাচ্ছিলেন শ্রমিকেরা। ওই অবস্থায় বুলেট পাওয়া যায়। কিন্তু বিষয়টি আজ সকালে জানতে পেরে পুলিশকে জানানো হয়। বুলেটগুলো বেশ পুরোনো। স্বাধীনতা যুদ্ধের সময়কার হতে পারে বলে অনেকে ধারণা করছেন। তবে পুলিশ তদন্ত করলেই প্রকৃত সত্য জানা যাবে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, পরিত্যক্ত অবস্থায় ৬০টি রাইফেলের বুলেট উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয়রা বলছেন, বুলেটগুলো মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বলা সম্ভব হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হত্যার পর ধান ক্ষেতে ফেলে রাখা হয় মরদেহ

ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় টুটুল আহমেদ (২৭) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালককে হত্যার পর ধান ক্ষেতে ফেলে দেওয়া হয় মরদেহ। এ ঘটনায় এলাকাবাসীর মধ‍্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর দাপুনিয়া এলাকার একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত টুটুল আহমেদ গাজীপুর জেলার ভবানীপুর মনিপুর গ্রামের আইনুল আলীর ছেলে। বতর্মানে তিনি ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় শ্বশুরবাড়ীতে বসবাস করছিলেন। দাম্পত্য জীবনে টুটুল দেড় বছর বয়সী একটি ছেলে সন্তানের জনক। 

নিহতের শশুরবাড়ির স্বজনরা জানান, গতরাতে ইফতারের পর বাজারে যাবার কথা বলে টুটুল বাড়ি থেকে তার অটোরিকশাটি নিয়ে বেরিয়ে যায়। এরপর সে আর রাতে বাড়ি ফিরে আসেনি। সকালে জানতে পারেন টুটুল খুন হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে চালককে খুন করে মিশুক অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। তবে ঘটনার তদন্তে প্রকৃত কারণ জানা যাবে।”

ঢাকা/মিলন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • ভেঙে ফেলা হচ্ছে ময়মনসিংহের ‘পূরবী’, রইল শুধু ‘ছায়াবাণী’
  • রেললাইনে ক্লিপ চুরির সময় যুবক আটক
  • ময়মনসিংহে পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার
  • ময়মনসিংহে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ
  • ট্রেনে ঈদযাত্রা: ২৫ মার্চের টিকিট মিলবে আজ
  • গাজীপুরে ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  • ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ত্রিশালে একের পর এক শ্রমিক অসুস্থের ঘটনায় কারখানায় ছুটি ঘোষণা, তদন্ত কমিটি
  • হত্যার পর ধান ক্ষেতে ফেলে রাখা হয় মরদেহ