ময়মনসিংহে ড্রেজার দিয়ে মাটি খুঁড়তে বেরিয়ে এল রাইফেলের বুলেট
Published: 15th, March 2025 GMT
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একটি পুকুর খনন করতে গিয়ে বেশ কিছু রাইফেলের বুলেট পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় আজ দুপুরে ৬০টি বুলেট উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এখলাছ উদ্দিন ও তাঁর ভাইদের ৭৫ শতক জমিতে পুকুর খননের জন্য ড্রেজার দিয়ে মাটি তোলা হচ্ছে। বৃহস্পতিবার মাটি সরানোর সময় সাত-আট ফুট নিচে যেতেই বুলেট বের হতে থাকে। ওই দিন শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে গেলে শুক্রবার আর কাজ হয়নি। কিন্তু কিছু শিশু শুক্রবার সেখান থেকে মাটি খুঁড়ে বুলেট বের করে। বুলেটগুলো শিশুরা তাদের বাড়িতে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। শনিবার বেলা একটার দিকে বুলেটের খবর পেয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে আশপাশের বিভিন্ন বাড়ি থেকে ৬০টি বুলেট উদ্ধার করা হয়। তবে বুলেটগুলো কারা, কেন রেখেছিল, তা জানতে পারেনি পুলিশ।
গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার বলেন, ড্রেজার বসিয়ে পুকুর খনন করে মাটি সরাচ্ছিলেন শ্রমিকেরা। ওই অবস্থায় বুলেট পাওয়া যায়। কিন্তু বিষয়টি আজ সকালে জানতে পেরে পুলিশকে জানানো হয়। বুলেটগুলো বেশ পুরোনো। স্বাধীনতা যুদ্ধের সময়কার হতে পারে বলে অনেকে ধারণা করছেন। তবে পুলিশ তদন্ত করলেই প্রকৃত সত্য জানা যাবে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, পরিত্যক্ত অবস্থায় ৬০টি রাইফেলের বুলেট উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয়রা বলছেন, বুলেটগুলো মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বলা সম্ভব হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী
দেশে গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু হয়েছে। এর আগে ৫ এপ্রিল একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরে রোগটিতে ১৬ জনের মৃত্যু হলো। শনিবার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। তাদের মধ্যে ১০ জনই বরিশাল বিভাগের। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন এলাকার ছয়, ঢাকা বিভাগে চার ও চট্টগ্রাম বিভাগে দু’জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ৪৬৬ জন বরিশালের, এর পর চট্টগ্রামে ৩৯৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৬২, উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৫৫, ঢাকা বিভাগে ৩৫৩, খুলনায় ১১৬, রাজশাহীতে ৬২, ময়মনসিংহে ৫১, রংপুর ও সিলেট বিভাগে ছয়জন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এর পর বরিশাল ও খুলনা বিভাগে দু’জন করে চারজন। চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৯ জন, আর ৭৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ভর্তি রোগীদের মধ্যে ১ হাজার ৩৬১ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৩ জন।
২০২৩ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।