মাদক মামলায় চার বছরের সাজা নিয়ে পলাতক ছিলেন এক যুবক। এই অবস্থায় আবারও মাদকসহ আটক হয়েছেন তিনি। এবার তাঁর কাছ থেকে ১ হাজার ৩৫টি ইয়াবা ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. নাজমুল ইসলাম ওরফে বাবু (৩৫)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার পাশুন্ডিয়া গ্রামের আনসার আলীর ছেলে। আজ শনিবার ভোরে পবা উপজেলার কাটাখালী পৌরসভা বাজার থেকে তাঁকে আটক করে র‍্যাব। দুপুরে র‍্যাব–৫–এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীটির একটি দল জানতে পারে রাজশাহীর কাটাখালী বাজারে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে র‍্যাবের গোয়েন্দা দল ওই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণে অভিযান পরিচালনায় নাজমুলকে আটক করে। পরে তাঁর শরীর তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানিয়েছে, নাজমুল রাজশাহীর চারঘাটের মাদক সম্রাট নামেও পরিচিত। এর আগে তিনি একবার র‍্যাবের কাছে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন। সেই মামলায় জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। ওই মামলাসহ তাঁর নামে আরও ১৩টি বিভিন্ন ধরনের মাদকের মামলা আছে। একাধিক ওয়ারেন্টে তাঁর চার বছরের সাজার রায় হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক টেকনাফ ও অন্যান্য স্থান থেকে সংগ্রহের পর রাজশাহী নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছেন।

ইয়াবা উদ্ধারের ঘটনায় কাটাখালী থানায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এ মামলায় নাজমুল ইসলামকে কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আলোচনা-ঐক্যের মাধ্যমে নির্বাচনী রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে: মির্জা ফখরুল

আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনী রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে। 

আজ সন্ধ্যা ৬টার দিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন বিএনপি এ নেতা। এ সময় বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বুধবার বেলা ১২টায় বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বলে জানা গেছে। আগে এই সময়সূচি নির্ধারণ ছিল। সেখানে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবির বিষয়টি বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা কাছে আবারও উস্থাপন করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে।

এর আগে, গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তারা সিঙ্গাপুরে গিয়েছিলেন চিকিৎসার জন্য। 

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি।

সম্পর্কিত নিবন্ধ