ভিডিও দেখে পাবনার দুই অসহায় শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান
Published: 15th, March 2025 GMT
বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মা আবার বিয়ে করে নতুন সংসারে চলে গেছেন। এতে অসহায় হয়ে পড়ে ছোট দুই শিশু। বছর তিনেক হলো দাদার বাড়িতে বেড়ে উঠছে দুজন। একটি ছোট মুদিদোকান চালিয়ে দাদা যা আয় করেন, তা দিয়ে খেয়ে না–খেয়ে জীবন চলছে তাদের। ফেসবুকে এই অসহায় দুই শিশুর ভিডিও দেখে তাদের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের রাজু প্রামাণিক এই দুই শিশুর দাদা। সম্প্রতি এই দুই শিশুকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিও নজরে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাঁর নির্দেশে আজ শনিবার সকালে ‘আমরা বিএনপির পরিবার’–এর পক্ষ থেকে দুই শিশুর জন্য নগদ আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুই শিশুর জন্য মাসিক আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাজু প্রামাণিকের ছেলে আলতাফ প্রামাণিক (৩৫) দেড় বছরের এক ছেলেশিশু ও গর্ভবতী স্ত্রী রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। কয়েক মাস পর স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দেন। তবে তিনি বেশি দিন সন্তানদের কাছে থাকেননি। কয়েক মাসের মধ্যেই বিয়ে করে নতুন সংসারে চলে যান।
‘আমরা বিএনপির পরিবার’–এর পক্ষ থেকে জানানো হয়, দুই শিশু ও তাদের দাদার সঙ্গে দেখা করে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও তাদের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন ‘আমরা বিএনপির পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য জাহিদুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’–এর সদস্য মাসুদ রানা, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গুম, খুন ও পঙ্গুত্বের শিকার দলের নেতা–কর্মীদের পাশে থাকার প্রত্যয়ে ‘আমরা বিএনপি পরিবার’ নামে সেল গঠন করে বিএনপি। এই সেলের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ত র ক রহম ন ব এনপ র পর ব র
এছাড়াও পড়ুন:
পানির নিচে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায় এই ৫জি স্মার্টফোনে
দেশের বাজারে ৫জি প্রযুক্তির নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো রেনো১৩ ৫জি’ মডেলের পানিরোধী ফোনটিতে আন্ডারওয়াটার ফটোগ্রাফি প্রযুক্তি থাকায় পানির নিচে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির এডিটিং টুলস থাকায় ছবি তোলার পর স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা করা যায়। শুধু তা–ই নয়, এআই ইরেজার টুল ব্যবহার করে চাইলেই ছবিতে থাকা অবাঞ্ছিত কোনো ব্যক্তি বা স্থাপনা মুছে ফেলা সম্ভব। ফলে ব্যবহারকারীরা তাঁদের পছন্দের মুহূর্তকে নিখুঁতভাবে ক্যামেরাবন্দী করতে পারেন।
আরও পড়ুনপড়ে গেলে ভাঙে না, পর্দায় দাগও পড়ে না এই স্মার্টফোনে১৮ মার্চ ২০২৫৬ দশমিক ৫৯ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে সহজেই উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। ১২ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে ৫ হাজার ৬০০ এমএএইচ ব্যাটারি থাকায় চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। সাদা ও নীল রঙে বাজারে আসা ফোনটির দাম ধরা হয়েছে ৬৯ হাজার ৯৯০ টাকা।
আরও পড়ুন১০ মিনিট চার্জ করে ৬ ঘণ্টা কথা বলা যায় এই ফোনে০৯ মার্চ ২০২৫