আরো অন্তত পাঁচ-দশ বছর তোমরা আমাদের নেতা থাক: আসিফ নজরুল
Published: 15th, March 2025 GMT
জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের ‘বাবা’ সম্বোধন করে তাদের সতর্ক করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তাদের উদ্দেশে তিনি বলেছেন, “তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছ, কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে। একাত্তরে আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হতে দিও না। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলে, আরো অন্তত পাঁচ-দশ বছর আমাদের নেতা থেকে রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও। এটাই আমার প্রত্যাশা।”
শনিবার (১৫ মার্চ) বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার গণ-অভ্যুত্থানবিষয়ক ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্দেশে অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন, “আমি তোমাদের ওয়ার্ন (সতর্ক) করে দিই, বাবা, অনেক কষ্ট ও অপেক্ষার পর আমরা তোমাদের পেয়েছি। তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন ও সুযোগ আমাদের সামনে হাজির করেছ। বস্তুতপক্ষে, নব্বই সালেও এমন অবস্থা সৃষ্টি হয়নি। একাত্তরের পর প্রথমবার এল। এরকম সুযোগ আবার হয়তো ৫০ বছর পর আসবে। তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছ, কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে। একাত্তরে আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হতে দিও না।”
আরো পড়ুন:
রাজ মাসুদ ফরহাদের দুটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
বুক রিভিউ লিখে জিতুন ১০ হাজার টাকা
জুলাই শুধু ট্র্যাজেডির (বিয়োগান্তক) গল্প নয়, জুলাই বিজয় আর সাহসেরও গল্প বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি বলেন, “প্রত্যেকেরই একটা গল্প আছে। তাদের কেউ মরে গেছে, কেউ আহত, কেউ কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে। সবার অভূতপূর্ব আত্মদানের মধ্য দিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটাকে এগিয়ে নিতে হবে। তাহলেই জুলাইয়ের আত্মদান ও সব স্তরের মানুষের সামষ্টিক প্রত্যাশা সার্থক হবে। রাষ্ট্রবস্থাকে সংস্কার করতে হবে।”
আসিফ নজরুল গণ-অভ্যুত্থানবিষয়ক ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন
উপদেষ্টা আসিফ মাহমুদের বই সম্পর্কে আসিফ নজরুল বলেন, এই বইয়ের বিশেষত্ব হচ্ছে, এর ভাষা অত্যন্ত স্বচ্ছন্দ ও প্রাঞ্জল। বইটার মধ্যে গল্প আছে, সাহসের বর্ণনা আছে, কষ্টেরও বর্ণনা আছে। আন্দোলনের সময়কার অনেক উদ্ভাবনী আইডিয়ার অনেক কথাও এতে আছে। সম্মিলিত অভিজ্ঞতার একটা অভূতপূর্ব বর্ণনাও পাওয়া যাবে এই বইয়ে। বইটিতে আসিফ মাহমুদ অনেক কিছুই অকপটে বলেছেন। তবে বইটার একটা সীমাবদ্ধতা হচ্ছে এটি অনেক সংক্ষেপে লেখা হয়েছে। কিছু ঘটনার কথা উল্লেখ থাকলেও চরিত্রের উল্লেখ নেই।”
আইন উপদেষ্টা বলেন, “আমার জানামতে, এই বইয়ের (আসিফ মাহমুদের বই) একটা তথ্যও মিথ্যা নয়। কিন্তু আমাদের এখানে অবিশ্বাস্য মিথ্যার চর্চা শুরু হয়েছে।.
ঢাকা/এএএম/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বই উপদ ষ ট উপদ ষ ট অন ষ ঠ আম দ র বইয় র
এছাড়াও পড়ুন:
সমাজ বদলে শিক্ষার্থীদের ঐক্য-বন্ধন
পবিত্র রমজান মাসে ঢাকার বিভিন্ন স্থানে বিনামূল্যে ইফতারসামগ্রী বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন। রাজধানীর মহাখালী, তেজগাঁও, শিশুমেলা, মিরপুর ও কড়াইল বস্তিতে ডিএনসিসি কর্তৃক ৫টি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিদিন ভিন্ন রকমের ইফতারি দেওয়া হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষদের। এছাড়া প্রচেষ্টার ভ্রাম্যমাণ ট্রাকে করেও বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ইফতারি বিতরণ করা হচ্ছে। এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এই কার্যক্রমের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে বিনামূল্যে রমজান মাসের জন্য মহাখালী কমিউনিটি সেন্টারটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে সকাল থেকে চলে ইফতারি প্রস্তুতের কাজ। এরপর দুপুর থেকে সেগুলো প্যাকেজিংয়ের কাজ শুরু করেন প্রচেষ্টার স্বেচ্ছাসেবকরা। বিকেল গড়াতেই ইফতারের প্যাকেটগুলো নিয়ে বিভিন্ন বুথে পৌঁছে দেন একদল স্বেচ্ছাসেবক। বুথগুলোতে থাকা স্বেচ্ছাসেবকরা সেগুলো গ্রহণ করে বিনামূল্যে পৌঁছে দিচ্ছেন সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে। রিকশাচালক, দিনমজুর, ভিক্ষুকসহ দরিদ্র মানুষেরা নিয়মিত ইফতারি পেয়ে খুশি।
মাসব্যাপী ইফতারসামগ্রী বিতরণ কর্মসূচিতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী প্রচেষ্টা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। এরই মধ্যে প্রায় ১৫ হাজার মানুষকে ইফতার সহায়তা দিয়েছে সংগঠনটি। আলুর চপ, বেগুনি, ফল ও ছোলা, মুড়ি ছাড়াও মুরগির তেহারি, মুরগির খিচুড়ি আর ডিম কিংবা সাদাভাত আর মুরগির মাংস দেওয়া হয় বিভিন্ন দিনে। এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকরাম উদ্দিন আবির বলেন, ‘পুরো রমজানে প্রায় ৫০ হাজার মানুষের ইফতারি নিশ্চিত করতে আমরা কাজ করছি। সামনেও এ ধরনের কার্যক্রম আমরা চালিয়ে যেতে চাই। যেন ঢাকা শুধু নাগরিক ঢাকা নয়, পিছিয়ে পড়া মানুষদের জন্য মানবিক ঢাকাও তৈরি করতে পারি।’
এই আয়োজনে অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে প্রচেষ্টা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান আতিক বলেন, ‘আমরা উন্মুক্ত ডোনেশন সংগ্রহ করছি। একজন মানুষের ইফতারের জন্য মাত্র ৯০ টাকা খরচ হয় আমাদের। কেউ চাইলে আমাদের অর্থ সহায়তা দিয়ে অংশগ্রহণ করতে পারেন।’
এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে চাইলে ০১৬৭৫৯১৯৯৫১ অথবা ০১৭৯৭৫৯৯৮৫৬ নম্বরগুলোতে যোগাযোগ করেন। u