অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের বিষয়টি আরও স্পষ্ট করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘ইতিমধ্যে সরকারপ্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা জাতিকে বলেছেন। আশা করি, অবিলম্বে বিষয়টি তিনি আরও স্পষ্ট করবেন। তাহলে জাতি এ ব্যাপারে আরও আশাবাদী হবে। প্রতিটি দল নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ পাবে।’

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন শফিকুর রহমান। রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘গত সাড়ে ১৫ বছরে বিশেষ করে সংবিধান এবং সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে, তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। এ জন্য সবাই একমত। এখানে দলমত–নির্বিশেষে কারও দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নেই। আমরা সবাই বলছি সংস্কারের প্রয়োজন। কতটুকু প্রয়োজন হয়তো সেটা নিয়ে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু সংস্কার যে প্রয়োজন এ ব্যাপারে কোনো মতপার্থক্য নেই।’

সংস্কারের জন্য বর্তমান সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়। আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়োহুড়ি করা নয়। যৌক্তিক সময় হচ্ছে মৌলিক সংস্কারের জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেটুকু সময় দেওয়ার পক্ষে।’

২০২৪–এর গণবিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা হাতে ধরা দিয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘আমাদের মতের ভিন্নতা থাকবে, মতপার্থক্য থাকা—এটা কোনো অপরাধ নয়। বরং এটি একটি গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য।’

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন দলের নেতারা। চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, ১৫ মার্চ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক ত ক সময় সরক র

এছাড়াও পড়ুন:

সমাজ বদলে শিক্ষার্থীদের ঐক্য-বন্ধন

পবিত্র রমজান মাসে ঢাকার বিভিন্ন স্থানে বিনামূল্যে ইফতারসামগ্রী বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন। রাজধানীর মহাখালী, তেজগাঁও, শিশুমেলা, মিরপুর ও কড়াইল বস্তিতে ডিএনসিসি কর্তৃক ৫টি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিদিন ভিন্ন রকমের ইফতারি দেওয়া হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষদের। এছাড়া প্রচেষ্টার ভ্রাম্যমাণ ট্রাকে করেও বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ইফতারি বিতরণ করা হচ্ছে। এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এই কার্যক্রমের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে বিনামূল্যে রমজান মাসের জন্য মহাখালী কমিউনিটি সেন্টারটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে সকাল থেকে চলে ইফতারি প্রস্তুতের কাজ। এরপর দুপুর থেকে সেগুলো প্যাকেজিংয়ের কাজ শুরু করেন প্রচেষ্টার স্বেচ্ছাসেবকরা। বিকেল গড়াতেই ইফতারের প্যাকেটগুলো নিয়ে বিভিন্ন বুথে পৌঁছে দেন একদল স্বেচ্ছাসেবক। বুথগুলোতে থাকা স্বেচ্ছাসেবকরা সেগুলো গ্রহণ করে বিনামূল্যে পৌঁছে দিচ্ছেন সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে। রিকশাচালক, দিনমজুর, ভিক্ষুকসহ দরিদ্র মানুষেরা নিয়মিত ইফতারি পেয়ে খুশি। 
মাসব্যাপী ইফতারসামগ্রী বিতরণ কর্মসূচিতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী প্রচেষ্টা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। এরই মধ্যে প্রায় ১৫ হাজার মানুষকে ইফতার সহায়তা দিয়েছে সংগঠনটি। আলুর চপ, বেগুনি, ফল ও ছোলা, মুড়ি ছাড়াও মুরগির তেহারি, মুরগির খিচুড়ি আর ডিম কিংবা সাদাভাত আর মুরগির মাংস দেওয়া হয় বিভিন্ন দিনে। এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকরাম উদ্দিন আবির বলেন, ‘পুরো রমজানে প্রায় ৫০ হাজার মানুষের ইফতারি নিশ্চিত করতে আমরা কাজ করছি। সামনেও এ ধরনের কার্যক্রম আমরা চালিয়ে যেতে চাই। যেন ঢাকা শুধু নাগরিক ঢাকা নয়, পিছিয়ে পড়া মানুষদের জন্য মানবিক ঢাকাও তৈরি করতে পারি।’
এই আয়োজনে অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে প্রচেষ্টা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান আতিক বলেন, ‘আমরা উন্মুক্ত ডোনেশন সংগ্রহ করছি। একজন মানুষের ইফতারের জন্য মাত্র ৯০ টাকা খরচ হয় আমাদের। কেউ চাইলে আমাদের অর্থ সহায়তা দিয়ে অংশগ্রহণ করতে পারেন।’
এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে চাইলে  ০১৬৭৫৯১৯৯৫১ অথবা ০১৭৯৭৫৯৯৮৫৬ নম্বরগুলোতে যোগাযোগ করেন। u

সম্পর্কিত নিবন্ধ