রান পাচ্ছিলেন না মুমিনুল হক। কিন্তু আবাহনী লিমিটেডের কোচ হান্নান সরকারের আস্থা ছিল প্রবল। মুমিনুল ভালো করবেন-ই। সেই আস্থার প্রতিদান মুমিনুল দিলেন ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলে। কিন্তু, ৮ রানের আক্ষেপে পুড়েছেন। 

তিন অঙ্কের ছোঁয়ার দারুণ সুযোগ থাকলেও স্পিনার আইচ মোল্লার বলে বোল্ড হয়ে যান। ৭৪ বলে ৭ চার ও ৪ ছক্কায় সাজান তার দৃষ্টিনন্দন ইনিংস। মুমিনুলের রান পাওয়ার দিনে অবশ্য আবাহনী জিতেছে অনায়েসে। 

বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩১০ রান করেছে আবাহনী লিমিটেড। জবাব দিতে নেমে ব্রাদার্স ৭ উইকেটে ২৩০ রানের বেশি করতে পারেনি। 

আরো পড়ুন:

ব্যাটিংয়ে নাঈম-জাকির-শামীমদের করুণ দশা!

‘একটা ট্রফি জিততে পারলে আমাদের প্রজন্মের জন্য ভালো হবে’

মুমিনুল বাদে এই ম্যাচে রান পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। ৮৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৭১ রান করেন। রান পাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১২ রানে থেমে যায় তার ইনিংস। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ২৩ ও মাহফুজুর রাব্বী ২৮ রান করেন। 

ব্রাদার্সের সেরা বোলার ছিলেন পেসার আল-আমিন হোসেন। ৪১ রানে ২ উইকেট নেন তিনি। 

ব্রাদার্স জবাব দেয় অধিনায়ক মাইশুকুর রহমান রিয়েলের ব্যাটে। ৭৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করেন তিনি। এছাড়া দলের হয়ে ফিফটি পাননি কেউ।

মিজানুর রহমান ৪৫ ও অলোক কাপালি ৩৩ রান করেন। আবাহনীর হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহরব হোসেন। 

পাঁচ ম্যাচে চার জয়ে আবাহনী এখন টেবিল টপার। রান রেটে তারা এখন সবাইকে ছাড়িয়ে। ব্রাদার্সের এটি পঞ্চম ম্যাচে চতুর্থ হার। 

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন উইক ট

এছাড়াও পড়ুন:

ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও

অবশেষে তাহলে রহস্য কাটল!

অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!

আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।  

২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।

মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন

সম্পর্কিত নিবন্ধ