চাঁদা না দেওয়ায় গাবতলীতে বাস আটকে রাখার অভিযোগ
Published: 15th, March 2025 GMT
চাঁদা না দেওয়ায় রাজধানীর গাবতলী টার্মিনালে এক পরিবহন ব্যবসায়ীর বাস আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে বাসটি ছাড়িয়ে দেয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
পরিবহন ব্যবসায়ী আসাদুজ্জামান এরশাদের অভিযোগ, গাবতলী টার্মিনালে তার একটি বাস মেরামতের কাজ চলছিল। এর মধ্যে বিকেল ৪টার দিকে ঢাকা মহানগর উত্তরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল কবিরের নেতৃত্বে কয়েকজন সেখানে যান। তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা বাসটি আটকে রাখেন। পরে তিনি বিষয়টি দারুসসালাম থানার ওসিকে জানান। এর আগেও তার কাছে চাঁদা চেয়েছিলেন একই ব্যক্তিরা। ওই ঘটনায় তিনি গত বছরের ১৬ সেপ্টেম্বর দারুসসালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিএনপি নেতা খাইরুল কবির সমকালকে বলেন, ওই পরিবহন ব্যবসায়ীর কাছে তার বাসের সুপারভাইজার কিছু টাকা পান। সেই ব্যাপারটি মিটিয়ে ফেলার জন্য গত বছরের সেপ্টেম্বরে তাকে বলা হয়। এতদিনেও তিনি টাকা না দেওয়ায় আজ আবারও তারা গিয়েছিলেন। এ সময় তিনি বাজে কথা বলায় আমি রেগে যাই। তখন তাকে বলেছি, টার্মিনালে যেন আর না দেখি। তাহলে মেরে বের করে দেব। তবে চাঁদা চাওয়া হয়নি।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হাসান সমকালকে বলেন, চাঁদাবাজি নয়, দুই পক্ষের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ব্যবসায়ীর অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে বাস ছাড়ানোর ব্যবস্থা করেছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৯৭১ কোটি টাকার সম্পত্তি কে পাবেন
গত ২৬ ফেব্রুয়ারি নিউ মেক্সিকোর নিজ বাড়ি থেকে অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছিল। গত সপ্তাহেই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তাঁদের। জিন হ্যাকম্যান ৮ কোটি মার্কিন ডলার বা ৯৭১ কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কে হবেন এই সম্পত্তির উত্তরাধিকার?
বিনোদনবিষয়ক মার্কিন গণমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, হ্যাকম্যান তাঁর ইচ্ছাপত্রে লিখে গেছেন, তাঁর এই সম্পত্তির উত্তরাধিকারী হবেন দ্বিতীয় স্ত্রী আরাকাওয়াই। ২০০৫ সালের পর এই ইচ্ছাপত্রে আর কোনো বদল করা হয়নি বলেই জানা যাচ্ছে।
জিন হ্যাকম্যান। এএফপি ফাইল ছবি