ডোনাল্ড ট্রাম্প চীনের জন্য সবচেয়ে বড় সমস্যা, নাকি আশীর্বাদ? তিনি দুটোই, তবে সমানভাবে নয়।

স্বল্প মেয়াদে ট্রাম্পের শুল্কনীতি চীনের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করবে বটে; কিন্তু মাত্র কয়েক সপ্তাহেই তিনি যুক্তরাষ্ট্রের যা ক্ষতি করেছেন, তা শীতল যুদ্ধের সময় পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর ঐক্য দুর্বল করার সব প্রচেষ্টার চেয়ে বেশি। চীনের নেতারা এমন কিছু আশা করেননি।

ট্রাম্প ইতিমধ্যে বেশ কিছু কঠোর শুল্ক আরোপ করেছেন। এটি চীনের জন্য নতুন সংকেত দিচ্ছে। এবার তাঁর হুমকিগুলো শুধু কথার কথা নয়, বরং তিনি তা বাস্তবায়ন করতেও প্রস্তুত। চীনের অর্থনীতি এমনিতেই চাপে আছে, তাই আরও বড় বাণিজ্যযুদ্ধ বেইজিংয়ের জন্য বড় ধাক্কা হতে পারে, যদিও চীনের কূটনীতিকেরা আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করছেন।

তবে এই শুল্ক কিংবা সম্ভাব্য বাণিজ্যযুদ্ধ চীনের জন্য কেবল স্বল্প বা মাঝারি সময়ের সমস্যা। প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর দেশকে ধৈর্য ধরতে বলবেন এবং চীন তা করবে। এতে চীনকে বড় মূল্য দিতে হতে পারে; কিন্তু দীর্ঘ মেয়াদে ট্রাম্প যা করছেন, তা সির জন্য বড় সুযোগ তৈরি করছে। বিশেষ করে ট্রাম্পের কিছু ভুল সিদ্ধান্ত চীনের জন্য সুবিধাজনক হয়েছে, যা সি চিন পিং নিজেও আশা করেননি।

ট্রাম্প ইউক্রেন যুদ্ধের যে শান্তি পরিকল্পনা দিয়েছেন, তা মূলত রাশিয়ার শর্তেই তৈরি। পাশাপাশি তিনি কানাডা ও গ্রিনল্যান্ড নিয়ে উচ্চাশা প্রকাশ করেছেন। এসব চীনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ট্রাম্প তাঁর নীতির মাধ্যমে উত্তর যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট করছেন। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউএসএআইডি, জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক প্রকল্পগুলো থেকে সরে আসবে।

চীন কেন এই পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখছে? কারণ, চীন তার বৈশ্বিক কৌশল প্রেসিডেন্ট সির নীতির ওপর ভিত্তি করে গড়ে তুলেছে। এর মূল লক্ষ্য ২০৪৯ সালের মধ্যে, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী চীনের শতবর্ষপূর্তিতে, ‘চায়না ড্রিম’ বাস্তবায়ন করা। ট্রাম্পের সিদ্ধান্ত সির এই স্বপ্নকে আরও সহজ করে দিয়েছে।

সি তিনটি বিষয়ে বৈশ্বিক উদ্যোগ নিয়েছেন—উন্নয়ন, নিরাপত্তা ও সভ্যতা। তাঁর আশা, এগুলো চীনকে বিশ্বনেতৃত্বের কেন্দ্রে নিয়ে আসবে। চীন কোনো নতুন বিশ্বব্যবস্থা গড়তে চায় না; বরং বর্তমান ব্যবস্থাকে পরিবর্তন করে এমন একটি কাঠামো তৈরি করতে চায়, যেখানে চীন কেন্দ্রবিন্দুতে থাকবে এবং গ্লোবাল সাউথ (বৈশ্বিক দক্ষিণের উন্নয়নশীল দেশগুলো) তার পাশে থাকবে। এর মানে চীন জাতিসংঘের নীতিগুলো
এমনভাবে বদলাতে চায়, যাতে পশ্চিমা দেশগুলোর বদলে গ্লোবাল সাউথের স্বার্থ অগ্রাধিকার পায় এবং চীন এর নেতা হয়ে ওঠে।

চীনের ভাষায়, এটিই ‘গণতন্ত্রীকরণ’, কারণ জাতিসংঘের বেশির ভাগ সদস্যরাষ্ট্র গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত এবং পৃথিবীর অধিকাংশ মানুষ এখানেই বসবাস করে। যদিও এই ধারণা স্বৈরতান্ত্রিক শাসকদের কাছে জনপ্রিয়। তবে ধনী গণতান্ত্রিক দেশগুলোর কাছে তা গ্রহণযোগ্য নয়।

গত ৮০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কখনো কখনো মতবিরোধ হলেও (যেমন ১৯৫৬ সালের সুয়েজ সংকট বা ২০০৩ সালের ইরাক যুদ্ধ), পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো মূলত যুক্তরাষ্ট্রের পাশেই থেকেছে। এই ঐক্য শীতল যুদ্ধ জিততে সাহায্য করেছিল এবং পরবর্তী বিশ্বব্যবস্থা গঠনে ভূমিকা রেখেছিল। ট্রাম্প যখন ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার শর্ত অনুযায়ী শান্তি পরিকল্পনা দেন, তখন চীন ইউরোপকে যুক্তরাষ্ট্র থেকে দূরে সরাতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি।

চীনের জন্য জাতিসংঘের কাঠামো বদলাতে হলে প্রমাণ করতে হবে, বর্তমান বিশ্বব্যবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে এটিকে নতুনভাবে সাজানো প্রয়োজন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের মতো বিশাল বিনিয়োগ করেও চীন খুব বেশি সাফল্য পায়নি। তবে ট্রাম্পের কার্যকলাপের কারণে এই পরিকল্পনা অনেক এগিয়ে গেছে।

ট্রাম্প ইউক্রেনকে জোর করে শান্তি আলোচনায় বসতে বাধ্য করেছেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং রাশিয়ার শর্ত মেনে যুদ্ধ বন্ধের পরিকল্পনা করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্পর্ক দুর্বল হয়ে গেছে, যা চীন এত দিন কূটনৈতিকভাবে চেষ্টা করে অর্জন করতে পারেনি। অথচ ট্রাম্প নিজেই তা করে দিয়েছেন।

ট্রাম্প তাঁর নীতির মাধ্যমে ন্যাটোভুক্ত দেশগুলোকে বুঝিয়ে দিয়েছেন যে তারা আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র কানাডার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছেন এবং ন্যাটোর সদস্য ডেনমার্কের সার্বভৌম অধিকারকে চ্যালেঞ্জ করেছেন। একসময় বিশ্বের জন্য আশা ও উদাহরণের প্রতীক হিসেবে দেখা যুক্তরাষ্ট্র এখন সংকীর্ণ স্বার্থের কারণে বৈশ্বিকভাবে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্রাম্প চীনের হাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ আনার সুযোগ দিয়েছেন। এখন বেইজিং দাবি করতে পারছে, যুক্তরাষ্ট্র শুধু নিজের স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক নিয়ম ব্যবহার করছে এবং বর্তমান বিশ্বব্যবস্থা একুশ শতকের জন্য উপযুক্ত নয়, তাই এটির আমূল পরিবর্তন করা দরকার। এটি পুরোপুরি সি চিন পিংয়ের বৈশ্বিক কৌশলের সঙ্গে মিলে যায়।

চীন অনেক দিন ধরেই বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছিল যে জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন দরকার। তবে এই প্রচেষ্টা ধীরগতিতে চলছিল। ট্রাম্পের কারণে এই প্রক্রিয়া এখন অনেক দ্রুতগতিতে এগোচ্ছে। গ্লোবাল সাউথের দরিদ্র দেশগুলো যখন যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা বন্ধের কারণে সংকটে পড়ছে, তখন চীনের ‘আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রীকরণ’ ধারণা প্রতিদিন আরও সমর্থন পাচ্ছে। চীনের পক্ষে যুক্তি তুলে ধরতে ট্রাম্পের চেয়ে ভালো আর কেউ পারেনি।

ট্রাম্প ‘যুক্তরাষ্ট্র ফার্স্ট’ নীতির মাধ্যমে এমন কিছু করে ফেলেছেন, যা সি চিন পিং নিজেও এত সহজে করতে পারতেন না। সির ‘চায়না ড্রিম’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি, কিন্তু ট্রাম্পের কারণে এটি অনেক এগিয়ে গেছে।


স্টিভ স্যাং লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির চায়না ইনস্টিটিউটের পরিচালক ও দ্য পলিটিক্যাল থট অব সি চিন পিং বইয়ের সহলেখক

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ন র জন য ব যবস থ কর ছ ন

এছাড়াও পড়ুন:

৯৭১ কোটি টাকার সম্পত্তি কে পাবেন

গত ২৬ ফেব্রুয়ারি নিউ মেক্সিকোর নিজ বাড়ি থেকে অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছিল। গত সপ্তাহেই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তাঁদের। জিন হ্যাকম্যান ৮ কোটি মার্কিন ডলার বা ৯৭১ কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কে হবেন এই সম্পত্তির উত্তরাধিকার?

বিনোদনবিষয়ক মার্কিন গণমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, হ্যাকম্যান তাঁর ইচ্ছাপত্রে লিখে গেছেন, তাঁর এই সম্পত্তির উত্তরাধিকারী হবেন দ্বিতীয় স্ত্রী আরাকাওয়াই। ২০০৫ সালের পর এই ইচ্ছাপত্রে আর কোনো বদল করা হয়নি বলেই জানা যাচ্ছে।

জিন হ্যাকম্যান। এএফপি ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ