বন্ধের তালিকায় এবার যুক্ত হচ্ছে দেশের আরেকটি সিনেমা হল। ভেঙে ফেলা হচ্ছে ময়মনসিংহের পূরবী সিনেমা হল। হলটি ভাঙার কাজ শুরু হয়ে গেছে। হলের জায়গায় মার্কেট বানানোর প্রস্তুতি নিচ্ছে বলে প্রথম আলোকে জানিয়েছে কর্তৃপক্ষ।
অজন্তা, ছায়াবাণী, অলকা, পূরবী ও সেনা অডিটরিয়াম—ময়মনসিংহ শহরে একসময় ছিল পাঁচ সিনেমা হল। গত কয়েক বছরে তা কমে সর্বশেষ টিকে ছিল ছায়াবাণী ও পূরবী। এবার শুধু টিকে রইল ছায়াবাণী!
স্বাধীনতার পরপর পূরবী হলটি প্রতিষ্ঠা করা হয়। প্রথমে এর মালিকানা ছিল জমির উদ্দিনের। কিন্তু ২০০২ সালে হলটিতে বোমা হামলার পর হলটি কিনে নেন আব্বাস উদ্দিন। তিনিই এত দিন চালিয়ে আসছিলেন।

পূরবী ভাঙার বিষয়ে হলটির ব্যবস্থাপক কাজী দেলোয়ার প্রথম আলোকে বলেন, ‘গত মাস থেকে আমরা হলটি ভাঙছি। এখানে মার্কেট হবে। মার্কেটের নিচতলায় সিনেপ্লেক্সের পরিকল্পনা আছে। তবে তা হতে হতেও চার–পাঁচ বছর।’
বাংলা সিনেমা এখন ঈদকেন্দ্রিক। কদিন পরই ঈদুল ফিতর। এই ঈদে মুক্তি পাবে বেশ কয়েকটি বড় সিনেমা। কিন্তু ঠিক এই সময়ে কেন হলটি ভাঙা হচ্ছে?

পূরবী সিনেমা হল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় সিদ্দিক মিয়া (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিদ্দিক মিয়া একই উপজেলার বাসিন্দা। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সম্পর্কে দাদা প্রতিবেশী সিদ্দিক মিয়া শিশুটিকে বলে, লাউ ক্ষেতে চল তোকে নতুন খেলা শেখাব। পরে সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

এ সময় ভুক্তভোগী ডাক-চিৎকার দিলে তার মা ও দাদি ছুটে এলে সিদ্দিক মিয়া পালিয়ে যান। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • রেললাইনে ক্লিপ চুরির সময় যুবক আটক
  • ময়মনসিংহে পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার
  • ময়মনসিংহে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ
  • ট্রেনে ঈদযাত্রা: ২৫ মার্চের টিকিট মিলবে আজ
  • গাজীপুরে ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  • ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ত্রিশালে একের পর এক শ্রমিক অসুস্থের ঘটনায় কারখানায় ছুটি ঘোষণা, তদন্ত কমিটি
  • হত্যার পর ধান ক্ষেতে ফেলে রাখা হয় মরদেহ
  • ময়মনসিংহে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার