৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Published: 15th, March 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক দল সিদ্ধিরগঞ্জ থানা আওতাধীন নাসিক ৮নং ওয়ার্ড আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) নাসিক ৮নং ওয়ার্ড চৌধুরীবাড়ী রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে সংক্ষিপ্ত আলোচনায় ও দোয়া মাহফিলের মাধ্যমে এই আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দল মোঃ রিপন সরকারে'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমিনুর রহমান বাবু সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন মির্জা জনি সিনিয়র যুগ্ম আহবায়ক নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দল, ডালিম প্রধান যুগ্ম আহবায়ক মহানগর সেচ্ছাসেবক দল, মোঃ রেজাউল করিম ও আক্তার হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন রেদোয়ান হোসেন পাপ্পু সদস্য সচিব সেচ্ছাসেবক দল সিদ্ধিরগঞ্জ থানা, শাহআলম মাষ্টার সিনিয়র যুগ্ম আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা, আহম্মেদ কবির যুগ্ম আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা , মোঃ নুরুল ইসলাম যুগ্ম আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা, মোঃ সেলিম প্রধান যুগ্ম আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা , মোঃ সুহিন যুগ্ম আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা, আশরাফুল যুগ্ম আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা , রাসেল যুগ্ম আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দল।
নাসিক ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল পদপ্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ ফারুক, আনোয়ার হোসেন আনু, মোঃ আল-আমীন বেপারি, রিপন প্রধান, মোঃ আব্দুল কাদির, মোঃ আলমগীর হোসেন, আব্দুল আল মামুন ও শওকত হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সেলিম প্রধান যুগ্ম আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দল
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইফত র অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
আছিয়ার হত্যাকারীদের শাস্তির দাবিতে না.গঞ্জে কাফন মিছিল
মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ছাত্র ফেডারেশনের উদ্যোগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “আজ দুপুরে আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত্যুর পর আমরা দেখলাম, ৭ দিনের মধ্যে বিচার শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তবে আমরা এটাকে উপহাস হিসেবেই দেখছি, কারণ বহু ধর্ষণ মামলার বিচার আজও ঝুলে আছে।”
তিনি আরও বলেন, “ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই ধর্ষকদের ছাড় দেওয়া চলবে না।”
মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বিবি রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সুমনা আক্তার, আবৃতি শিল্পী সৌরি ছোঁয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহসাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী অপূর্ব রায়, আবিদ রহমান, শেখ সাদী, রাইসা ইসলাম প্রমুখ।
ঢাকা/অনিক/এস