কাপেলোর সমালোচনার জবাবে ‘আলিঙ্গনের’ কথা বললেন গার্দিওলা
Published: 15th, March 2025 GMT
কদিন আগে পেপ গার্দিওলার একটু সমালোচনা করেছিলেন সাবেক ইংল্যান্ড কোচ ফাবিও কাপেলো। গার্দিওলার ঔদ্ধত্য উল্লেখ করে ইতালিয়ান কোচ বলেছিলেন, গার্দিওলা ফুটবলের অনেক ক্ষতি করেছেন।
মূলত গার্দিওলার কৌশল অনুসরণ করতে গিয়ে ইতালিয়ান ফুটবল কীভাবে তার স্বকীয়তা হারিয়েছে, সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে কথাটি বলেছিলেন কাপেলো। কাপেলোর সেই সমালোচনার জবাবে এবার মুখ খুলেছেন গার্দিওলা। তবে পাল্টা জবাব দিতে গিয়ে সাবেক গুরু কাপেলোকে তোপ দাগেননি গার্দিওলা। বরং আলিঙ্গনে জড়ানোর কথাই বলেছেন তিনি।
ব্রাইটন ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে কাপেলোর মন্তব্য নিয়ে জানতে চাইলে গার্দিওলা বলেন, ‘মানুষ আমার সম্পর্কে যা বলে, আমি সব শুনি। তাই খুব সাবধান। এমন না যে জনাব ফাবিও এবারই প্রথম এমন কথা বলেছেন। ইতালিয়ান ফুটবল নষ্ট করার জন্য আমি যথেষ্ট ভালো নই, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ফাবিওর জন্য একবুক ভালোবাসা।’
আরও পড়ুন‘গার্দিওলা ফুটবলের অনেক ক্ষতি করেছেন’১০ মার্চ ২০২৫গার্দিওলার সিটি নিজেদের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে। প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনাও শেষ হয়ে গেছে। বিদায় হয়ে গেছে লিগ কাপ থেকেও। চ্যাম্পিয়নস লিগেও বিদায় নিতে হয়েছে শেষ ষোলোর আগে।
সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগের লড়াই দর্শক হিসেবে দেখতে কষ্ট লেগেছে কি না, জানতে চাইলে গার্দিওলা বলেন, ‘না, কষ্ট লাগেনি। আমার কোনো হতাশা নেই। সেখানে থাকা আমাদের প্রাপ্য ছিল না। আমি একজন দর্শক হিসেবে শিখেছি এবং উপভোগ করেছি। লিভারপুল ও আতলেতিকোর মতো অবিশ্বাস্য দলও বিদায় নিয়েছে।’
ইতালির সাবেক কোচ ফাবিও ক্যাপেলো।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা-কাটাকাটি, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা–কাটাকাটির জেরে যশোরের চৌগাছা উপজেলায় বিএনপি কর্মী আজগর আলীকে (২৬) গুলি করা হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন আজগর আলীর বাবা আব্বাস আলী। স্থানীয় আওয়ামী লীগের কর্মী ইমরান (২৫) অতর্কিত আজগরকে গুলি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
গুলিবিদ্ধ আজগর আলী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আজগর চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। আর অভিযুক্ত ইমরান একই গ্রামের বাসিন্দা। আজগর বিএনপি, আর ইমরান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শুক্রবার রাতেই পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, পিস্তলের দুটি গুলি ও গুলির একটি খোসা উদ্ধার করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন আজগর আলী বলেন, ‘আমি বাড়ি থেকে বের হয়ে পণ্ডিত মোড়ে গেলে কিছু বুঝে ওঠার আগেই ইমরানের ছোড়া গুলি এসে আমার পায়ে বিদ্ধ হয়। হাসপাতালের ডাক্তার পরীক্ষা করে বলেছেন, পায়ে গুলিবিদ্ধ হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুর গ্রামে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা–কাটাকাটি হয় ইমরানের চাচা আলতাফ হোসেন ও আজগরের বাবা আব্বাস আলীর মধ্যে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পক্ষ অপর পক্ষকে হুমকি দেয়। রাত আটটার দিকে আজগরসহ কয়েকজন গ্রামের পণ্ডিত মোড়ে অবস্থান করছিলেন। এ সময় ইমরান সেখানে গিয়ে গুলি ছোড়েন। একটি গুলি আজগরের পায়ে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন ইমরানকে ধরে পিটুনি দেন। পরে চিকিৎসা দেওয়ার কথা বলে তাঁকে সরিয়ে নেওয়া হয়। এর পর থেকেই ইমরান পলাতক। আর গুলিবিদ্ধ আজগরকে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এক্স–রে প্রতিবেদনে দেখা গেছে, আজগরের পায়ে গুলিবিদ্ধ হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি ও গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে।