তরমুজের ট্রলারে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে মৃত্যু
Published: 15th, March 2025 GMT
পটুয়াখালীর বাউফলে তরমুজ বোঝাই ট্রলারে ডাকাতির চেষ্টা হয়েছে। এসময় ডাকাতরা আটজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজনদের গণপিটুনিতে এক ডাকাত মারা যায়।
শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি তারা।
এর আগে, শুক্রবার (১৪ মার্চ) মধ্যরাতে তেঁতুলিয়া নদীতে ডাকাতি ও গনপিটুনির ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম।
আরো পড়ুন:
মাগুরায় ঘুমিয়ে গেল আছিয়া, জাগিয়ে গেল দেশ
মাগুরায় সেই শিশুর মৃত্যু
আসামিদের বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে তেঁতুলিয়া নদীর তালতলা পয়েন্টে ৭-৮ জন ডাকাত একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ১০ হাজার পিস তরমুজ বোঝাই একটি ট্রলারের পিছু নেয়। ধাওয়া করে তারা ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে ট্রলারটির নিয়ন্ত্রণ নেয়। ডাকাতরা ট্রলারে থাকা আটজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় এক ব্যক্তি সাহসিকতার সঙ্গে এক ডাকাতকে ঝাপটে ধরে নদীতে ঝাঁপ দেন। আতঙ্কিত হয়ে ডাকাত দল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে নদী তীরবর্তী স্থানীয়রা চিৎকার শুনে জড়ো হন এবং আটক ডাকাতকে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন।
বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতসহ অন্য আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত হওয়ায় ডাকাতকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ২টার দিকে তিনি মারা যান।
বাউফল থানার ওসি মো.
ঢাকা/ইমরান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম রধর আহত ব উফল
এছাড়াও পড়ুন:
কষ্টার্জিত জয়ে রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা
লা লিগায় কষ্টার্জিত এক জয় তুলে নিয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার রাতে লেগানেসের মাঠে স্বাগতিকদের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জিতে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে কাতালানরা। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের দল। ১২ ম্যাচে অপরাজিত থাকা বার্সার পয়েন্ট এখন ৭০। তাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল এখনও তাদের চলতি রাউন্ডের ম্যাচ খেলেনি।
লেগানেসের বিপক্ষে ম্যাচটি সহজ ছিল না বার্সার জন্য। প্রথমার্ধে উভয় দলই গোলের সুযোগ তৈরি করলেও ফলাফল শূন্যই ছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বার্সেলোনা। ৪৮ মিনিটে রাফিনহার ক্রস রবার্ট লেভান্ডোভস্কির উদ্দেশে হলেও বল ক্লিয়ার করতে গিয়ে তা নিজেদের জালেই পাঠিয়ে দেন লেগানেস ডিফেন্ডার জর্জ সাএন্স।
এরপর লেগানেস একাধিকবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হতে পারেনি। একবার গোল পেয়েও তা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। বার্সাও আরও একটি গোলের সুযোগ তৈরি করে, তবে লামিন ইয়ামাল শেষ মুহূর্তে লক্ষ্যভ্রষ্ট হন।
ম্যাচ শেষে বার্সা কোচ হানসি ফ্লিক বলেন, ‘এটা আমাদের জন্য খুব কঠিন ম্যাচ ছিল, কিন্তু জয়টা দারুণ গুরুত্বপূর্ণ। গত কিছু সপ্তাহে খেলোয়াড়রা যেভাবে খেলছে, তাতে আমি গর্বিত। আমাদের আরও উন্নতি করতে হবে, কিন্তু তিন পয়েন্টই সবচেয়ে বড় ব্যাপার।’
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত বার্সেলোনা আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলবে। প্রথম লেগে ৪-০ গোলে জয় পেয়েছিল ফ্লিকের দল। অন্যদিকে, অবনমনের শঙ্কায় থাকা লেগানেস ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।