কপালে ১৩টি সেলাই, কী হয়েছিল সালমানের নায়িকা ভাগ্যশ্রীর
Published: 15th, March 2025 GMT
দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নব্বইয়ের আলোচিত বলিউড নায়িকা ভাগ্যশ্রীর একাধিক ছবি ঘুরছে। একটি ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় চোখ বুজে শুয়ে আছেন সালমানের নায়িকা। কেউ একজন তাঁর কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, ভাগ্যশ্রীর কপালে ব্যান্ডেজ লাগানো। প্রিয় তারকাকে এমন অবস্থায় দেখে ভক্ত-অনুরাগীদের প্রশ্ন, কী হয়েছে? বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেল, গুরুতর আহত হয়েছেন ভাগ্যশ্রী। পিকল বল খেলতে গিয়ে কপালে আঘাত পেয়েছেন তিনি। তাঁর কপালে ১৩টি সেলাই পড়েছে। তবে বর্তমানে তিনি স্থিতিশীল। কয়েক দিন বিশ্রামের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিত্সক।
ভাগ্যশ্রী। ছবি: ফেসবুক থেকে নেওয়া।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী জাতিসংঘ মহাসচিব: জামায়াত
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আশাবাদী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের বিষয়ে আলাপ হয়েছে।
আজ শনিবার দুপুরে বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ বৈঠক হয়।
জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি। একটা ফেয়ার (সুষ্ঠু) নির্বাচনের বিষয়ে বলেছি, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছি।’ তিনি বলেন, ‘জাতিসংঘের মহাসচিব আমাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করে বলেছেন, বাংলাদেশের সিদ্ধান্তের কাজে আমাদের সহযোগিতা করবেন এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি আশাবাদী।’
আজকের গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতিসংঘের ঢাকা অফিস। এতে সরকারের প্রতিনিধি, সংস্কার কমিশনের প্রধানেরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈঠকে জামায়াতে ইসলামী ছাড়াও বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নাগরিক ঐক্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও গণসংহতি আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
১৩ মার্চ বিকেলে চার দিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়ায় শরণার্থীশিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন।