মাহমুদউল্লাহ রিয়াদের অবসরে শেষ হলো রঙিন জার্সিতে বাংলাদেশের পঞ্চপাণ্ডব যুগ। সাদাপোশাকে একমাত্র মুশফিকুর রহিম চালিয়ে যাবেন খেলা। এই পাঁচ তারার সময়ে বাংলাদেশ স্বর্ণালি সময়। যদিও কোনো বৈশ্বিক ট্রফি ধরা দেয়নি।

সাকিব আল হাসান, তামিম ইকবাল থেকে শুরু করে মাহমুদউল্লাহ রিয়াদদের অবর্তমানে বাংলাদেশের পতাকা ওড়াবে কারা এখন, এমন আলোচনা চলছে দেশের ক্রিকেটে। এবার এতে শামিল হলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মাহমুদউল্লাহর অবসর নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিরাজ স্বরণ করালেন তাদের সময়েও বাংলাদেশ কোনো ট্রফি জেতেনি, “আমরা কিন্তু এখনও একটাও ট্রফি জিততে পারেনি। তাই আমাদের লক্ষ্য থাকবে আমরা যেকোনো বড় টুর্নামেন্ট জেতা। একটা ট্রফি জিততে পারলে আমাদের প্রজন্মের জন্য ভালো হবে।”

আরো পড়ুন:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

৪ ইনিংসে ৩ ফিফটি, মাহমুদউল্লাহ এবার ছুঁলেন ‘২০০’

মাহমুদউল্লাহর প্রস্থান নিয়ে মন্তব্যে মিরাজ বলেন, “প্রত্যেকটা মানুষেরই একটা সময় নিজের জায়গা থেকে সরে যেতে হয়। তাদের যে দায়িত্বটা ছিল, তারা বাংলাদেশকে একটা ধাপে নিয়ে এসেছে। আমাদের কাজ থাকবে, এখান থেকে আরেকটা ধাপে নিয়ে যাওয়া।”

শনিবার (১৫ মার্চ, ২০২৫) ঢাকা লিগে মোহামেডান-রূপগঞ্জের ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মিরাজ। ব্যাট হাতে ২৫ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এই অলরাউন্ডার।

জাতীয় দলে এখন যারা আছেন তাদের সবাইকে নতুন বলতে নারাজ মিরাজ। গুরুত্ব দিয়েছেন পারফরম্যান্সের দিকে, “আমাদের যারা আছি, সবার পারফর্ম করা জরুরি। দলে এখন ৬-৭ জন আছে যারা প্রায় ৭-৮-১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। সবাইকে নতুন বলা যাবে না। যারা আছে নতুন ২-৩ বছর খেলেছে, তাদের সঙ্গে যারা ৮-৯ বছর খেলেছে তাদের মিলিয়ে একটা পরিকল্পনা করে সমন্বয় নিয়ে এগোতে হবে। আমার মনে হয় যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে।”

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও আছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। নিজেদের সেরা সংস্করণে এখন থেকে প্রস্তুতি নিতে চান মিরাজ।

“এটা একটা প্রক্রিয়া। এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে এবং অটল থাকতে হবে। বিশ্বকাপের যে দুই-আড়াই বছর আছে, এখন থেকেই দলটা সেট-আপ করতে হবে, কে কোন জায়গায় খেলবে সেটা নিয়ে অনুশীলন করতে হবে। ক্রিকেটারদের ওই জায়গায় সুযোগ দিতে হবে। সবাই সবাইকে ব্যাক করতে হবে।”

“বিশ্বকাপের আগে আমাদের যত ওয়ানডে আছে, ক্রিকেটারদের সুযোগ দিতে হবে। আমরা যদি ২-৩ মাস আগে বিশ্বকাপের প্রস্তুতি নেই, তাহলে কঠিন। তবে এখন থেকে যদি সবাই কাজ শুরু করে, সবাই সম্পৃক্ত থেকে যদি আগে থেকে দলটা সেট করে, তাহলে একটা ভালো হবে।”

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এখন থ ক আম দ র

এছাড়াও পড়ুন:

শ্রদ্ধা, ভালোবাসা ও স্তুতির জোয়ারে মাহমুদউল্লাহ

আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানা মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বেশ আবেগতাড়িত তার সতীর্থরা। কারো চোখে মাহমুদউল্লাহ দেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ। কারো ভাবনায়, বাংলাদেশ তার কাছে ঋণী। বৈশ্বিক ক্রিকেটে মাহমুদউল্লাহর পারফম‌্যান্সকে মনে করে কারো চোখ ভিজিয়ে যাচ্ছে। আবার শৈশবে টিভির পর্দায় মাহমুদউল্লাহকে দেখে বড় হওয়া কেউ তার সঙ্গে খেলতে পেরে গর্বিত। তার অবসরের দিনে সতীর্থরা তাকে মনে করছে গভীর শ্রদ্ধায়, ভালোবাসায়। স্তুতির জোয়ারে ভাসছেন বাংলাদেশের ‘সাইলেন্ট কিলার।’

সাকিব আল হাসান লিখেছেন, ‘‘রিয়াদ ভাই, আপনার সঙ্গে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। মাঠে এবং মাঠের বাইরে আপনি উদাহরণ তৈরি করেছেন, আর আপনার রেকর্ডই আপনার কথা বলে। খেলা এবং দেশের প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য আমাদের জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং আপনার নতুন যাত্রায় তোমাকে পথ দেখান।’’

মাশরাফি বিন মুর্তজা মাহমুদউল্লাহকে ধন্যবাদ জানাতে গিয়ে ফিরে যান কার্ডিফ ও অ‌্যাডিলেডের রঙিন দিনগুলোতে, ‘‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলি আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরো অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি।’’

‘‘মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়! অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম। ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলি উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।’’

তামিম ইকবাল লিখেছেন, ‘‘রিয়াদ ভাই, বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠে এবং মাঠের বাইরে আমাদের অনেকের অনুপ্রেরণা। ড্রেসিং রুমে আমাদের ভাগাভাগি করা স্মৃতিগুলো লালন করব। দেশের ক্রিকেটে আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং আগামী দিনগুলির জন্য শুভকামনা...।’’

তাওহীদ হৃদয় লিখেছেন, ‘‘ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা ব্রিলিয়ান্ট মুহূর্তের জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধু মহলে আপনার নাম ছিল ‘পেইন-কিলার’। এমন অনেক ম্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের রিলিফ আপনার থেকে উপহার পেয়েছি। আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটি সবসময় ছিলেন। অবসর জীবনের জন্য শুভকামনা!!’’

তাসকিন আহমেদ লিখেছেন, ‘‘আজ, বাংলাদেশ ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তি বিদায় জানালেন। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, আপনার সাথে মাঠে ভাগাভাগি করে খেলাটা ছিল এক পরম সম্মানের। আপনার শান্ত উপস্থিতি, ম্যাচজয়ী পারফম্যান্স এবং নেতৃত্ব কখনোই ভোলা যাবে না। আপনি আমার মতো একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। জীবনের এই নতুন অধ্যায়ে আপনার জন্য শুভকামনা। আপনার অবসর জীবন শুভ হোক।’’

সৌম্য সরকার লিখেছেন, ‘‘আবেগ, নিষ্ঠা এবং অবিস্মরণীয় মুহূর্তের এক যাত্রা। প্রতিটি রান, উইকেট এবং স্মৃতির জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ কিংবদন্তি।’’

মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘‘প্রিয় মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, একজন বড়ভাই, একজন টিমমেট হিসেবে যেকোনো প্রয়োজনে, যেকোনো মুহূর্তে সব সময় সর্বোচ্চ আপনাকে পাশে পেয়েছি। শৈশবে টিভি স্ক্রিনে আপনাকে দেখে বড় হওয়া, ক্রিকেটার পরিচয়ে আপনার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা কিংবা ক্রিজে থেকে আপনার নানান অসাধারণ স্মৃতির অংশ হওয়া, গুরুত্বপূর্ণ সময়ে পার্টনারশিপ করে আমার প্রথম ওডিআই সেঞ্চুরির সময় আপনার সহযোগিতা পাওয়া— সবকিছুই আমার ব্যক্তিজীবনের অসাধারণ স্মরণীয় নানান ঘটনা। বাংলাদেশ ক্রিকেটে আপনার অসামান্য অবদান ও দুর্দান্ত সব স্মৃতির জন্য দেশের প্রতিটি ক্রিকেট ফ্যানের মতো আপনার প্রতি আমিও কৃতজ্ঞ। আপনার অবসর পরবর্তী ইনিংসের জন্য শুভকামনা...।’’

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • পঞ্চপাণ্ডবের উত্তরসূরি হিসেবে অবদান রাখতে চান লিটন
  • ‘দলে যারা আছে তারা যোগ্য, মানিয়ে নিতে সময় লাগতে পারে’
  • মাঠের বিদায় কেন ফেসবুকে
  • ‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
  • খালেদ মাহমুদ বললেন, ‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
  • রিয়াদের বিদায়ে আবেগঘন বার্তা মাশরাফি-সাকিবদের
  • মাহমুদউল্লাহর অবসর: বিসিবির কৃতজ্ঞতা, আইসিসির ভালোবাসা
  • জেন-জি ও মিলেনিয়ালরা কেন সাময়িক অবসরে যাচ্ছেন
  • শ্রদ্ধা, ভালোবাসা ও স্তুতির জোয়ারে মাহমুদউল্লাহ