নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের ২০২৫-২৬ সেশনের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় নয়ামাটি এলাকার একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা যুব আন্দোলনের সহ-সভাপতি সোহেল ঢালী। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় আসার আগেই একটি গোষ্ঠী দুর্বৃত্তায়ন শুরু করেছে। সদ্য পতিত আওয়ামী লীগ থেকে তারা ন্যূনতম শিক্ষা নিতে পারেনি।

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, দেশকে নিরাপদ করতে ইসলামপন্থার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি হুসাইন মুহাম্মাদ মুন্না এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ তানভীর আহমাদ।

কমিটিতে সভাপতি হিসেবে হাফেজ তানভীর, সহ-সভাপতি হিসেবে আতিকুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মাদ রূহুল আমিনের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে থানা যুব আন্দোলনের প্রচার সম্পাদক জাহিদ হাসানসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ ইসল ম

এছাড়াও পড়ুন:

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

নির্বাচনি রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। 

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে। এতে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট করে জানতে চাওয়া হবে, কবে নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা কবে ঘোষণা করা হবে। উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে না পারলে বিএনপি রাজপথের কর্মসূচিতে যেতে পারে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেখানে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

নির্বাচন নিয়ে অধ্যাপক ইউনূস একাধিকবার বলেছেন, আগামী নির্বাচন এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে বিএনপি জোর দিয়ে বলছে, সরকারকে আরো সুনির্দিষ্ট করে বলতে হবে।

ফেব্রুয়ারির শুরুতে বিএনপি নেতারা বলেছিলেন, প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তবে দলটির নেতারা এখন মনে করছেন, সরকার তার অবস্থান পরিবর্তন করেছে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। 
বিএনপির মিত্র রাজনৈতিক দলগুলোও দ্রুত নির্বাচনের পক্ষে। তবে, জামায়াতে ইসলামী প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন চায়।

আর জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চায় জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কারের রোডম্যাপ ও গণপরিষদ নির্বাচন।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ