গাবতলীতে চাঁদা না দেওয়ায় বাস আটকে রাখার অভিযোগ
Published: 15th, March 2025 GMT
রাজধানীর গাবতলীতে আজ শনিবার বিকেলে এক পরিবহন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় ওয়ার্ড বিএনপির এক নেতার নেতৃত্বে কয়েকজন মিলে একটি বাসটি আটকে রাখেন বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।
ওই ব্যবসায়ীর আসাদুজ্জামান এরশাদ। তিনি আজ বিকেলে প্রথম আলোকে বলেন, আজ বিকেল চারটার দিকে তিনি তাঁর মালিকানার একটি বাস মেরামত করাতে গাবতলী বাস টার্মিনালে যান। এ সময় ঢাকা মহানগর উত্তরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল কবিরের নেতৃত্বে কয়েকজন তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজেরা তাঁর বাসটি আটকে রাখেন। ওই ঘটনা তিনি দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন।
আসাদুজ্জামানের অভিযোগ, এর আগেও তাঁর কাছে চাঁদা চেয়েছিলেন ওই ব্যক্তিরা। ওই ঘটনায় তিনি দারুসসালাম থানায় তখন সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
জানতে চাইলে বিএনপি নেতা খাইরুল কবির প্রথম আলোকে বলেন, আসাদুজ্জামানের কাছে এক শ্রমিক টাকা পান। আসাদুজ্জামানকে সেই টাকা পরিশোধ করতে বলা হয়েছে।
এ ব্যাপারে আজ বিকেলে যোগাযোগ করা হলে দারুসসালাম থানার ওসি রকিব-উল-হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সার্বিয়ায় রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সমাবেশে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছে। শনিবার শিক্ষার্থী ও শ্রমিকরা দাঙ্গা পুলিশ এবং প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের সমর্থকদের মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জনের মৃত্যুর পর সার্বিয়ায় কয়েক মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এ ঘটনায় সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অবহেলার অভিযোগ উঠেছে। ১২ বছর ধরে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকা জনপ্রিয় ভুসিকের বিরুদ্ধে বিক্ষোভের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
ডিসেম্বর থেকে বিক্ষোভে অংশ নেওয়া ২৩ বছর বয়সী ছাত্রী আলেক্সা সিভেটানোভিচ বলেন, “আজ আমরা আমাদের ভিন্নমত প্রকাশ করব... একটি স্বাভাবিক রাষ্ট্র, আইনের রাষ্ট্রের জন্য, দুর্নীতি, মিথ্যাচার, মিডিয়ার চাপ, নিপীড়নের বিরুদ্ধে আমরা কীভাবে লড়াই করছি তা দেখাতে চাই।”
সরকার অবশ্য দুর্নীতি ও অযোগ্যতার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সার্বিয়াকে অস্থিতিশীল করার প্রচেষ্টাকে সমর্থন করছে।
পুলিশ জানিয়েছে, বেলগ্রেডের একটি শহরতলিতে একটি গাড়ি বিক্ষোভকারীদের দলকে ধাক্কা দেয়, এতে তিনজন আহত হয়। অন্যদিকে একদল লোক একজন ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের প্রভাষকের উপর হামলা চালিয়ে আহত করেছে।
পুলিশ আরো জানিয়েছে, তারা রাতভর এবং শনিবার ভোরে ঘটে যাওয়া ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে। তারা পিওনিরস্কি পার্কের আশেপাশে পার্ক করা ভুসিকপন্থী কৃষকদের ট্রাক্টরের উপর হামলা চালিয়েছিল।
ঢাকা/শাহেদ