এ সময়ের ফুটবলে পোস্টার বয়দের একজন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই উইঙ্গার মাত্র ১৭ বছর বয়সেই তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন। ইয়ামালের ওপর ভর করেই এখন সাফল্য পেতে উন্মুখ স্পেন ও বার্সা। তবে ইয়ামাল শুধু ফুটবলে নয়, প্রভাব রাখছেন ফুটবলের বাইরেও।

গতকাল শুক্রবার বার্সেলোনায় ডব্লুডব্লুই স্ম্যাকডাউনে উপস্থিত হয়েও বেশ আলোড়ন তুলেছেন এই স্প্যানিশ তরুণ। যেখানে তাঁকে ডব্লুডব্লুইর চ্যাম্পিয়নের বেল্ট হাতেও দেখা গেছে।

এই বেল্টটি তাঁকে উপহার দিয়েছেন ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন কোডি রোডেস। পাশাপাশি তাঁকে নিয়ে কথা বলেছেন কিংবদন্তি রেসলার ট্রিপল এইচও। এ সময় ইয়ামালের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর দুই সতীর্থ আলেহান্দ্রো বালদে ও হেক্টর ফোর্ট।

আরও পড়ুনমেসির ‘ধনুক’ পেয়েছেন ইয়ামাল১২ মার্চ ২০২৫

রেসলিং উপভোগ করতে গিয়ে কিংবদন্তি রেসলার ট্রিপল এইচের সঙ্গে ছবিও তুলেছেন ইয়ামাল। পরে এই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইয়ামালের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে ট্রিপল এইচ লিখেছেন, ‘বার্সেলোনার ভবিষ্যৎ যেকোনো সময়ের চেয়ে এখন বেশি উজ্জ্বল। শোটা উপভোগ করো লামিনে।

একই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেছেন ইয়ামালও। ট্রিপল এইচের পাশাপাশি ইয়ামালেরর আগমন নিয়ে উচ্ছ্বাস প্রকাশক করেছেন আরেক রেসলিং তারকা ড্রু ম্যাকইনটায়ার। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘দ্য চুজেন ওয়ান (নিয়তি নির্ধারিত ব্যক্তি)’।

মূলত ইউরোপিয়ান ট্যুরের অংশ হিসেবেই বর্ত

আরও পড়ুন‘ইয়ামালের ভালো চাইলে মেসির সঙ্গে তুলনা করা কমান’০৯ ফেব্রুয়ারি ২০২৫

মানে ডব্লুডব্লুই আছে স্পেনের বার্সেলোনায়। এরপর তারা যাবে বেলজিয়াম, জার্মানি এবং স্কটল্যান্ডে। এরপর লন্ডনে গিয়ে ও’টু অ্যারেনায় আয়োজন করবে দুটি ব্লকবাস্টার ইভেন্টের। ২৮ মার্চ হবে স্ম্যাকডাউন এবং ৩১ মার্চ থাকবে আরএডব্লিউ (র) এর আয়োজন। সেখান থেকে তাদের গন্তব্য লাস ভেগাসে। যেখানে ১৯ এবং ২০ এপ্রিল হবে বছরের সবচেয়ে বড় আয়োজন রেসেলম্যানিয়া।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১২) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পাবনার বেড়ায় মামার বাড়ি থেকে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে কিশোর শোধনাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেছেন বলে জানান রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান। 

জানা গেছে, গত রোববার সকালে ধর্ষণের ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় বুধবার। মাঝে চারদিন সালিশের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে শিশুটিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজন। বাড়ির পাশে এনজিওর মাধ্যমে পরিচালিত একটি স্কুলে সাত বছর বয়সী শিশুটি পড়াশোনা করে। স্কুলঘরের মালিকের স্ত্রী সেখানে শিক্ষকতা করেন। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে স্কুলে এলে শিক্ষিকার ছেলে শিশুটিকে আরেকটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি ঘটনা জানালেও স্বজনরা থানায় না জানিয়ে বিষয়টি গোপন রাখে। বিষয়টি জানাজানি হলে কিশোরসহ পরিবারের সদস্যরা পাবনার বেড়ায় গা-ঢাকা দেয়। এরপর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।


 

সম্পর্কিত নিবন্ধ

  • রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে হাঁসফাঁস
  • এবার তামিম সেঞ্চুরি পাননি, জিতেছে মোহামেডান, আবাহনী ও গাজী
  • হেলিকপ্টারে মাগুরা যাওয়া নিয়ে সারজিস বললেন ‘সিট খালি ছিল’
  • প্রতিমা ভাঙার ঘটনায় ছেলেকে ধরিয়ে দিলেন বাবা
  • আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের
  • যেভাবে কেটেছে আয়নাঘরে চার দিন
  • স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী গ্রেপ্তার
  • আইপিএলের শুরুতে বুমরাহকে পাচ্ছে না মুম্বাই
  • শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার