ঈদ আনন্দমেলার উপস্থাপক নাবিলা, সঙ্গে প্রথমবার ইমন
Published: 15th, March 2025 GMT
‘তুফান’ ছবি দিয়ে নতুন করে আলোচনায় মাসুমা রহমান নাবিলা। গেল বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি তাঁকে আলোচনায় আনলেও এরপর অবশ্য আর নতুন কোনো ছবিতে দেখা যায়নি। তবে এবার তিনি খবরে এলেন ঈদ আনন্দমেলা অনুষ্ঠান ঘিরে। বাংলাদেশ টেলিভিশন প্রযোজক মাহবুবা ফেরদৌস আজ শনিবার দুপুরে প্রথম আলোকে জানালেন, এবারের ঈদ আনন্দমেলা উপস্থাপনা করবেন নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন। মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠানের স্টুডিও পর্বের দৃশ্যধারণ হবে। উপস্থাপনায় বৈচিত্র্য আনতে এবার নাবিলা ও ইমনকে চূড়ান্ত করা হয়েছে—এমনটাই জানিয়েছেন আনন্দমেলা সংশ্লিষ্টরা।
মাসুমা রহমান নাবিলা।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রথমবার কানে যাচ্ছেন আলিয়া
এ বছর ‘কান চলচ্চিত্র উৎসব’-এ যাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিশ্বের মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে প্রথমবার পা রাখতে যাচ্ছেন তিনি। এ খবর শুনে অনেকে অবাক হয়েছেন। কারণ একটাই, নন্দিত এই অভিনেত্রীর এখনও ‘কান চলচ্চিত্র উৎসব’-এ অংশ নেওয়া হয়নি, সে খবর অনেকের অজানা। সুপারস্টারদের বাইরেও বলিউড অভিনেত্রীদের অনেকে ছুটে গেছেন কান সাগর পারে। চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে দ্বিতীয় সারির অভিনেত্রীদের দেখা মিলেছে কান সাগর পারে; অথচ আলিয়া সেখানে যাননি! বিস্ময় নিয়ে এ প্রশ্নই উঠে এসেছে নেটিজেনদের কাছ থেকে। আলিয়া নিজেই যখন বিষয়টি খোলাসা করেছেন, তখন এ নিয়ে আর কোনো প্রশ্নের অবকাশ থাকে না।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ে পাপারাজ্জিকে নিয়ে প্রি-বার্থডে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন আলিয়া ভাট। সে অনুষ্ঠানেই অভিনেত্রী ফাঁস করেন কানে যাওয়ার খবরটি। জানান, চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন তিনি। এমনিতেও প্রতি বছর কানের মঞ্চে ভারতীয় বিনোদর দুনিয়ার তারকাদের দেখা যায়। সেই তালিকায় ঐশ্বর্য রাই বচ্চনের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে অদিতি রাও হায়দরি, এশা গুপ্তা, মল্লিকা শেরওয়াত, ম্রুণাল ঠাকুর, হিনাসহ রয়েছে অনেকের নাম। সেখানে এবার নবতম সংযোজন আলিয়া ভাট। এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য মুখিয়ে থাকেন তারকারা। সেই আমন্ত্রণ এবার আলিয়া ভাটের কাছে। এ নিয়ে আগেও গুঞ্জন শোনা গিয়েছিল, তবে বিষয়টি যে সত্যি, সেটি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজে। আলিয়ার কথায়, ‘‘আমি এখন প্রহর গুনে যাচ্ছি ‘কান চলচ্চিত্র উৎসব’-এ যোগ দেওয়ার জন্য। কারণ অভিনয় জগতের সবার মতো আমার কাছেও এই উৎসবটি স্পেশাল।’’
এদিকে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আলিয়া ভাট। অভিনেত্রী হিসেবে সবসময় ভিন্ন স্বাদের গল্প-চরিত্রের সিনেমা বেছে নিয়েছেন, তেমনি প্রযোজক হিসেবে ভালো কিছু কাজ উপহার দেওয়া তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এও জানিয়েছেন, অন্য প্রযোজকদের মতো বক্স অফিসের নম্বর নিয়ে তিনি কখনও মাথা ঘামান না। বক্স অফিসের ইঁদুর দৌড়ে অংশ নেওয়ার ইচ্ছাও তাঁর নেই। তাই প্রযোজক হিসেবে ভালো কনটেন্টকে প্রাধান্য দিয়ে আসছেন।
প্রসঙ্গত এক দশকের অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের গল্প ও চরিত্রে অভিনয় করে আলিয়া জয় করেছেন অগণিত দর্শক হৃদয়। অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার থেকে শুরু একাধিকবার ফিল্মফেয়ারসহ বিভিন্ন পুরস্কার ও সন্মাননা পেয়েছেন এ অভিনেত্রী। আন্তর্জাতিক অঙ্গন থেকে পুরস্কার উঠেছে তাঁর হাতে। বলিউড জয় করে পা রেখেছেন হলিউডের মাটিতে। দর্শক প্রশংসা কুড়িয়েছেন হলিউড হিসেবে ‘হার্ট অব স্টোন’-এ অভিনয় করে। ২০২৪ সালে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও যুক্ত হয়েছে আলিয়ার নাম।