বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কূটনৈতিক তৎপরতা ও আন্তরিক প্রচেষ্টায় মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ২৬ জন বাংলাদেশি জেলে দেশে ফিরে এসেছেন। শুক্রবার (১৫ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে বিজিবির মধ্যস্থতায় তাদের ফেরত আনা হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেকনাফের কে কে খাল এবং শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যাওয়া এসব জেলে ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্য রেখা অতিক্রম করে। এ সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়।

জেলেদের মুক্ত করতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করে। দীর্ঘ মধ্যস্থতার পর শুক্রবার বিকেলে আটক জেলেদের ফেরত আনা সম্ভব হয়। এছাড়া আরাকান আর্মির জব্দ করা একটি মাছ ধরার নৌকাও ফেরত এনেছে বিজিবি। বর্তমানে ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন:

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

নৌকাসহ ১৯ মাঝিমাল্লাকে অপহরণ করল আরাকান আর্মি

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “দেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তায় বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।” 

ঢাকা/তারেকুর/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আর ক ন আর ম

এছাড়াও পড়ুন:

সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্ট আনতে যাচ্ছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সফটওয়্যার প্রকৌশলী এজেন্ট আনতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এআই এজেন্টটি মানুষের সহায়তা ছাড়াই কোড লিখে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে পারবে। শুধু তাই নয়, নিজ থেকে সফটওয়্যারে থাকা ত্রুটি শনাক্ত করে সমাধানও করবে।

ওপেনএআইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সারাহ ফ্রাইয়ার জানিয়েছেন, নতুন এআই এজেন্টের নাম ‘এ-এসডব্লিউই’ বা ‘এজেন্টিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার’। এটি ওপেনএআইয়ের তৈরি তৃতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট। এর আগে ‘অপারেটর’ ও ‘ডিপ রিসার্চ’ নামে দুটি এআই এজেন্ট চালু করেছে ওপেনএআই। এগুলো এখন শুধু চ্যাটজিপিটির প্রিমিয়াম গ্রাহকেরা ব্যবহার করতে পারেন।

নিজেদের তৈরি সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্টের বিষয়ে সারাহ ফ্রাইয়ার জানান, এ-এসডব্লিউই একজন সফটওয়্যার প্রকৌশলীর মতোই কাজ করবে। কাজ বুঝিয়ে দিলে নিজ থেকে কোড লেখার পাশাপাশি সফটওয়্যারের মাননিয়ন্ত্রণ, ত্রুটি শনাক্তসহ প্রকল্প-সম্পর্কিত নথিপত্র তৈরি করে দেবে এআই এজেন্টটি।

ওপেনএআইয়ের তৈরি এআই এজেন্ট প্রকৃতপক্ষে একটি ‘ফোর্স মাল্টিপ্লায়ার’ বা কর্মক্ষমতা বৃদ্ধিকারী উপাদান হিসেবে কাজ করবে। এটি সফটওয়্যার প্রকৌশলীদের দলকে অনেক বেশি উৎপাদনশীল করে তুলতে পারে। তবে চলতি বছরের শুরুতে ওপেনএআইয়ের চালু করা ‘ডিপ রিসার্চ’ এজেন্টকে গবেষণা সহকারীর বিকল্প হিসেবে পরিচয় করানো হলেও এখনো তা পুরোপুরি সেই ভূমিকা পালন করতে পারছে না।

সূত্র: লাইভমিন্ট

সম্পর্কিত নিবন্ধ