স্পেশাল অলিম্পিকের ফ্লোরবলে সোনা বাংলাদেশের
Published: 15th, March 2025 GMT
অলিম্পিক গেমসে এখনও পদকের স্বাদ না পেলেও স্পেশাল অলিম্পিকে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে বাংলাদেশ। এবার সেই সাফল্যের ধারায় যোগ হলো আরেকটি স্বর্ণপদক। ইতালির তুরিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক উইন্টার গেমসে নারী ফ্লোরবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
শনিবার ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারায় বাংলাদেশ নারী দল। দলের হয়ে অধিনায়ক স্বর্ণা আক্তার, ফাতেমা তাবাল্লিন ও ফাবিয়া খাতুন একটি করে গোল করেন। আগের আসরেও এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।
ফ্লোরবল দলের কোচ হিসেবে ছিলেন বিকেএসপির হকি কোচ জাহিদ হোসেন রাজু। দলের দলনেতা ছিলেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম এবং উপ দলনেতা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা। দলে ছিলেন—ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।
উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন অ্যাথলেটদের নিয়ে হয় দুই ধরনের অলিম্পিক, প্যারা অলিম্পিক (শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য) ও স্পেশাল অলিম্পিক (মানসিকভাবে প্রতিবন্ধীদের জন্য)। বাংলাদেশের সাফল্য মূলত স্পেশাল অলিম্পিকেই বেশি। সামার গেমসে নিয়মিতই অসংখ্য পদক জয় করে বাংলাদেশ। তবে উইন্টার স্পেশাল অলিম্পিকের অনেক খেলা শীতপ্রধান দেশের উপযোগী হওয়ায় সে জায়গায় অংশগ্রহণ তুলনামূলক কম।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অল ম প ক
এছাড়াও পড়ুন:
যশোর সাব রেজিস্ট্রার অফিসে দুদক
জমি রেজিস্ট্রিতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে যশোর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের গরিব শাহ সড়ক সংলগ্ন কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোর শাখার সহকারী পরিচালক আল আমিন।
অভিযান শেষে গণমাধ্যমকে আল আমিন বলেন, “সাব রেজিস্ট্রার অফিসের পেশকার ভৈরব চক্রবর্তী ও টাইপিস্ট আসমা খাতুনের কিছু কর্মকাণ্ড আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব, পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আরো পড়ুন:
ফ্ল্যাট দখলের অভিযোগ: টিউলিপসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুদকের অভিযান
তিনি আরো বলেন, “অভিযানকালে কাউকে আটক করা হয়নি।” অভিযান শেষে কোনো আলামত জব্দ করা হয়েছে কি না সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
ঢাকা/রিটন/মাসুদ