অলিম্পিক গেমসে এখনও পদকের স্বাদ না পেলেও স্পেশাল অলিম্পিকে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে বাংলাদেশ। এবার সেই সাফল্যের ধারায় যোগ হলো আরেকটি স্বর্ণপদক। ইতালির তুরিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক উইন্টার গেমসে নারী ফ্লোরবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

শনিবার ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারায় বাংলাদেশ নারী দল। দলের হয়ে অধিনায়ক স্বর্ণা আক্তার, ফাতেমা তাবাল্লিন ও ফাবিয়া খাতুন একটি করে গোল করেন। আগের আসরেও এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।

ফ্লোরবল দলের কোচ হিসেবে ছিলেন বিকেএসপির হকি কোচ জাহিদ হোসেন রাজু। দলের দলনেতা ছিলেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম এবং উপ দলনেতা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা। দলে ছিলেন—ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।

উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন অ্যাথলেটদের নিয়ে হয় দুই ধরনের অলিম্পিক, প্যারা অলিম্পিক (শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য) ও স্পেশাল অলিম্পিক (মানসিকভাবে প্রতিবন্ধীদের জন্য)। বাংলাদেশের সাফল্য মূলত স্পেশাল অলিম্পিকেই বেশি। সামার গেমসে নিয়মিতই অসংখ্য পদক জয় করে বাংলাদেশ। তবে উইন্টার স্পেশাল অলিম্পিকের অনেক খেলা শীতপ্রধান দেশের উপযোগী হওয়ায় সে জায়গায় অংশগ্রহণ তুলনামূলক কম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অল ম প ক

এছাড়াও পড়ুন:

রাজধানীতে এক দিনে গ্রেপ্তার ১৯৬

ঢাকা মহানগরীতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের পুলিশি কার্যক্রম আরো জোরদার করেছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে চেকপোস্ট ও টহল কার্যক্রমে ১৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় (১৪ মার্চ) ঢাকা মহানগরের ৫০টি থানা এলাকার নিরাপত্তা নিশ্চিতে ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করেছে। এর মধ্যে ৩৪০টি টিম রাতের সময় এবং ৩২৭টি টিম দিনের বেলায় দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি এবং হোন্ডা পেট্রোল টিম ছিল ১১৫টি। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

আরো পড়ুন:

আবাহনীর জয়ের দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু

গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ডিএমপি মোট ১৯৬ জন গ্রেপ্তার করেছে। এর মধ্যে ১১ জন ডাকাত দলের সদস্য, ১৩ জন পেশাদার ছিনতাইকারী, ৩ জন চাঁদাবাজ, ৮ জন চোর, ১৪ জন মাদক কারবারি, ২৭ জন পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত অপরাধী রয়েছেন।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত নিবন্ধ