বাংলাদেশ রাইটার্স ক্লাব না’গঞ্জ এর সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল
Published: 15th, March 2025 GMT
সৃজনশীল সাহিত্য সংগঠন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর মাসিক সাহিত্য আড্ডা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শহরের চাষাড়াস্থ রামবাবু পুকুর পাড় রুপান্তর লিভিং লিমিটেড এ শুক্রবার বাদ আছর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা'র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মজিবুল হক কবির, কবি রহীম শাহ ও কবি দীপক ভৌমিক।
কবি ফরিদুল মাইয়ানের সঞ্চালনায় এ সময় সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহাম্মদ আল মনির,কবি সোনিয়া দেওয়ান প্রীতি, কবি হারুনর রশীদ সাগর, কবি আবুল কালাম আজাদ, কবি নাজমুল হোসাইন, কবি ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, কবি রোকসানা পারভীন পিংকি, কবি খান মাহমুদ, কবি রুপক দাস, কবি মাহবুব খান রাতুল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জহিরুল ইসলাম বিদুৎ, সংগীত শিল্পী রিয়া খান ও প্রিয়াংকা প্রমূখ।
কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু'র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সাহিত্য আড্ডা ও আলোচনা শেষে প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন কবি নাজমুল হোসাইন খান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
আছিয়ার হত্যাকারীদের শাস্তির দাবিতে না.গঞ্জে কাফন মিছিল
মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ছাত্র ফেডারেশনের উদ্যোগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “আজ দুপুরে আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত্যুর পর আমরা দেখলাম, ৭ দিনের মধ্যে বিচার শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তবে আমরা এটাকে উপহাস হিসেবেই দেখছি, কারণ বহু ধর্ষণ মামলার বিচার আজও ঝুলে আছে।”
তিনি আরও বলেন, “ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই ধর্ষকদের ছাড় দেওয়া চলবে না।”
মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বিবি রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সুমনা আক্তার, আবৃতি শিল্পী সৌরি ছোঁয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহসাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী অপূর্ব রায়, আবিদ রহমান, শেখ সাদী, রাইসা ইসলাম প্রমুখ।
ঢাকা/অনিক/এস