২১ মার্চ পর্যন্ত দেশের আকাশে দেখা যাবে যেসব চমক
Published: 15th, March 2025 GMT
এখন চৈত্র মাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘হারিয়ে যাওয়া’ কবিতায় লিখেছেন, ‘আমি ছিলাম ছাতে/ তারায়–ভরা চৈত্রমাসের রাতে’। কবিগুরুর রেশেই বলা যায়, চৈত্র মাসের আকাশে এখন সন্ধ্যার পর থেকেই তারার মেলা বসছে।
১৫ মার্চ
এদিন আকাশে ভালো দেখা যাবে মঙ্গল গ্রহ। ঠিক রাত ২টা ৩৯ মিনিটে মধ্য আকাশে অবস্থান করবে মঙ্গল গ্রহ। লাল গ্রহ মঙ্গলকে এখন ক্যাস্টর ও পোলাক্সের নামের তারা নিচে দেখা যাবে। ক্যাস্টর ও পোলাক্স জেমিনি তারকাপুঞ্জে অবস্থিত। আকাশে বৃহস্পতি গ্রহ বেশ স্পষ্ট দেখা যাবে। শনি গ্রহ ও শুক্র গ্রহের অবস্থান থাকলেও দেখা কিছুটা কঠিন হবে। ৬টা ৪৪ মিনিটে আকাশে ছোট টেলিস্কোপ নিয়ে সাইকি গ্রহাণু দেখার সুযোগ পাবেন। রাত ৯টা ১০ মিনিটে আকাশের এরিস বা মেষ তারকামণ্ডলে মাসালিয়া নামের গ্রহাণু দেখতে পাবেন।
১৬ মার্চ
আকাশে মঙ্গল ও বৃহস্পতি গ্রহ বেশ ভালোভাবে দেখা যাবে। শীত ও বসন্তের আকাশের মধ্যে ঐতিহ্যগত বিভাজনে এদিন ক্যানসার বা কর্কট তারকামণ্ডলের অনুজ্জ্বল অবস্থান দেখা যাবে। এর অবস্থান সন্ধ্যার সময় দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকে থাকবে। পশ্চিমে জেমিনি (মিথুন) ও পূর্বে লিও (সিংহ) তারকামণ্ডলের মধ্যে থাকবে। ক্যানসার তারকামণ্ডলের মাঝখানে স্টার ক্লাস্টার এম৪৪ দেখা যাবে। তারার এই মৌচাক খালি চোখে অস্পষ্টভাবে দেখা যাবে।
১৭ মার্চ
সন্ধ্যায় ২৯ অ্যাম্ফিট্রাইট নামের একটি গ্রহাণু লিও তারকামণ্ডলে পর্যবেক্ষণ করতে পারেন। চাঁদ এদিন অ্যাপোজি অবস্থানে পৌঁছাবে। চাঁদে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে তার সবচেয়ে দূরত্ব ২৫২১২৩ মাইলে সরে যাবে এদিন।
ডগ স্টার নামে খ্যাত সিরিয়াস (লুব্ধক) সূর্যের পরে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। দক্ষিণ আকাশে জ্বলজ্বল অবস্থান করবে। সিরিয়াসের ওপরের ডান দিকে ওরিয়নের তারা দেখা যাবে। সেখানে রিগেল নামের উজ্জল তারা দেখা যাবে।
১৮ মার্চ
বৃহস্পতি গ্রহের চাঁদ গ্যানিমিড রাত ৯টা ৩০ মিনিটে গ্রহটির ওপর দিয়ে অতিক্রম করবে। আরেক চাঁদ ইউরোপা ট্রানজিট করবে প্রায় এক ঘণ্টা পরে। বৃহস্পতি গ্রহ খুঁজে পশ্চিমে আপনি দুটি চাঁদকে অনুসরণ করতে পারেন।
১৯ মার্চ
নেপচুন এদিন সূর্যের দূরের দিকে অবস্থান করবে। একে কনজেকশন বলে। এদিন থেকে নেপচুন সন্ধ্যার আকাশ থেকে সকালের আকাশে স্থানান্তরিত হবে।
২০ মার্চ
উজ্জ্বল নক্ষত্র আন্টারেস চাঁদের কাছে দেখা যাবে।
২১ মার্চ
দক্ষিণ নক্ষত্রপুঞ্জ পিউপিস এখন সন্ধ্যার অন্ধকারে বেশ উজ্জ্বলভাবে দেখা যাবে।
সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন, অ্যাস্ট্রোনমি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ ও স্কাই ম্যাপস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হাজারীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর হাজারীবাগ থানার শেখ রাসেল স্কুলের পাশে বেড়িবাঁধ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রুহুল আমিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৪ এপ্রিল) রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যান। পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত রুহুল আমিন মাদারীপুরের পূর্ব থানা এলাকার চান মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর মাতবর বাজার কাজী বাড়ি এলাকায় তিনি ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছাম্মাক হোসেন বলেন, রাতে ডিউটি করার সময় খবর পাই বেড়িবাঁধ এলাকায় একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। পরের ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক যুবক। পরে আশপাশের লোকজনের কাছে জানতে পারি দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল থাকা ওই যুবককে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যান। আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
ঢাকা/এনএইচ