ঢাকা থেকে বন্ধুদের নিয়ে নরসিংদীর পলাশে ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর আসাদুজ্জামান আসাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আসাদ (১৭) সিরাজগঞ্জের সলংগা গ্রামের কামরুল হাসানের ছেলে। সে ডাংগা ইউনিয়নের কাজীরচর প্রাণ আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করতো।

এর আগে শুক্রবার বিকেলে পলাশ উপজেলার ডাঙ্গা কাজীরচরে প্রাণ আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে মিহাদ ইসলাম, আসাদুজ্জামান আসাদ, মো.

তানভির ও সামির খান শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। নদীতে নেমে তীব্র স্রোতের মধ্যে পড়ে তলিয়ে যায় নাহিদ ইসলাম ও আসাদুজামান আসাদ। তাদের দুই বন্ধু রেজাউল তানভীর ও সামির খান তীরে উঠতে সক্ষম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল শুক্রবার সন্ধায় মিহাদ ইসলামের মরদেহ উদ্ধার করে। নিহত মিহাদ মিরপুর-১১ এর পলাশ নগর (পল্লবী) এলাকার শাহজাহান বেপারির ছেলে। শুক্রবার রাত ৭টার দিকে প্রথম দিনের উদ্ধার অভিযান বন্ধ হয়ে যায়। এরপর শনিবার সকাল থেকে পুনরায় নদীতে তল্লাশি শুরু করে একই স্থান থেকে সকাল ১০টার দিকে নিখোঁজ আসাদের মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী বলেন, তাদের কেউ সাঁতার জানতো না। দু’জন নদীর গভীরে চলে যাওয়ায় ডুবে যায়। শুক্রবার সন্ধ্যায় ১ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে কিশোর মিহাদের মরদেহ উদ্ধার করা হয় এবং শনিবার সকালে উদ্ধার করা হয় আসাদের মরদেহ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, চার বন্ধুই ঢাকা থেকে ঘুরতে এসেছিল। সাঁতার না জানায় এমন মৃত্যুর ঘটনা ঘটে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ল শ উদ ধ র দ র মরদ হ শ তলক ষ য শ ক রব র

এছাড়াও পড়ুন:

ডিজিটাল লেনদেন বাড়াতে ইউসিবি ও প্রাণের চুক্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং প্রাণ-আরএফএল গ্রুপ ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট আরও সহজ, স্বচ্ছ ও শক্তিশালী করতে চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির মাধ্যমে ভোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য ডিজিটাল লেনদেনের সুযোগ বাড়বে। গতকাল ইউসিবির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহিরের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এবং প্রাণ-আরএফএলের গ্রুপ চেয়ারম্যান আহসান খান চৌধুরী। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘এই চুক্তির মাধ্যমে আমরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ডিজিটাল লেনদেনের সুযোগ সম্প্রসারণ করতে পারব, যা তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করবে। ইউসিবির মতো আস্থাভাজন প্রতিষ্ঠানের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের ডিজিটাল রূপান্তরের লক্ষ্য আরও এগিয়ে নেবে।’ ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ইউসিবি পরিপূর্ণ আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে লাখো মানুষের আস্থা অর্জন করেছে। দুটি বৃহৎ প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ ভবিষ্যৎ ডিজিটাল অর্থনৈতিক সেবা প্রদানের ক্ষেত্রে নিঃসন্দেহে এক মাইলফলক।

সম্পর্কিত নিবন্ধ

  • ডিজিটাল লেনদেন বাড়াতে ইউসিবি ও প্রাণের চুক্তি