রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ থেকে ২০ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রটি আসন্ন ঈদকে সামনে রেখে জাল নোট তৈরি করে সেগুলো ছড়িয়ে দেওয়ার জন্য মজুত করেছিল। গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন, সুলতানা ও হানিফ গাজী।

নিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার জসিম উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় কয়েকজন জাল নোট ব্যবসায়ী জাল টাকা নিয়ে মাতবর বাজার ঘাটের দিকে যাচ্ছে বলে খবর পাওয়া যায়। এ সময় বুড়িগঙ্গা গণপাঠাগার সমাজকল্যাণ সংস্থার সামনে বেড়িবাঁধে কামরাঙ্গীরচর থানা পুলিশ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা করে জাল টাকার ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে সুমন, সুলতানা ও হানিফ গাজীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে এক হাজার ও ৫০০ টাকা মূল্যমানের চার লাখ টাকার জাল নোট পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যে নারায়ণগেঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলীর গ্যাসলাইন নামক এলাকায় সুমনের ভাড়া বাসা থেকে ১৬ লাখ টাকার জাল নোট, একটি সিপিইউ, একটি মনিটর, একটি কালার প্রিন্টার, জাল নোট তৈরির ১০টি ডাইসসহ এক বস্তা সাদা কাগজ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশে দীর্ঘদিন ধরে তারা জাল নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের দোয়া, ইফতার মাহফিল

দেশ ও জনগনের অতন্ত্রী প্রহরীদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বাদ আছর নগরীর বন্দর খেয়া ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এ মিলাদ ও ইফতার মাহফিল।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে নিহত দেশের সকল মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এ ছাড়াও অরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল হুদা, সদর উপজেলার সাবেক সভাপতি শাহজাহান ভূইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা নুরে আলম, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মেল্লাহ সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দগণ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ডিবি পরিচয়ে গাড়ি থামিয়ে কোটি টাকা লুটের অভিযোগ
  • নাহার চেস একাডেমির স্বাধীনতা দিবস দাবায় আনান চ্যাম্পিয়ন
  • ধর্ষণ বন্ধে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই : মামুনুর রশীদ
  • ১৩ নং পূর্ব ওয়ার্ড জামায়াতে’র আয়োজনে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা 
  • নিজ ঘরে নারীর লাশ শরীর ব্লেডে চেরা
  • বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মাহাবুব’র পাশে না’গঞ্জের ডিসি
  • ধামগড় ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 
  • আড়াইহাজারে যুবলীগ নেতা জুয়েল গ্রেপ্তার : থানা চত্বরে নারীদের বিক্ষোভ
  • আড়াইহাজারে যুবলীগ নেতা জুয়েল  গ্রেপ্তার, নারীদের বিক্ষোভ
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের দোয়া, ইফতার মাহফিল