বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ৯০ হাজার
Published: 15th, March 2025 GMT
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে মেন্টাল হেলথ সাইকোসোশ্যাল সাপোর্ট (এমএইচপিএসএস) স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: মেন্টাল হেলথ সাইকোসোশ্যাল সাপোর্ট (এমএইচপিএসএস) স্পেশালিস্টপদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজি, সাইকিয়াট্রি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হিউম্যানিটারিয়ান সেটিংসে এমএইচপিএসএস প্রোগ্রামে সাইকোলজিস্ট হিসেবে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাইকোলজিক্যাল ফার্স্ট এইডে প্রশিক্ষণসহ বেসিক সাইকোসোশ্যালে দক্ষ হতে হবে। এক্সপ্রেসিভ/ক্রিয়েটিভ থেরাপির অভিজ্ঞতা থাকলে ভালো। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস, বিশেষ করে আউটলুক, ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর। তবে অত্যধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: ৯০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
আরও পড়ুনএক্সিম ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, লাগবে না অভিজ্ঞতা, বেতন ৫২ হাজার১৪ মার্চ ২০২৫আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংকে রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া [email protected] ঠিকানায় সিভি মেইল করেও আবেদন করা যাবে। এই লিংকে আবেদন করার ভিডিও টিউটরিয়াল দেখা যাবে। কারিগরি সহযোগিতায় ০১৭৫৫৫১৮৬৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ তারিখ: ২২ মার্চ ২০২৫।
আরও পড়ুনপরিসংখ্যান ব্যুরোতে আবারও বড় নিয়োগ, ২০ ক্যাটাগরিতে পদ ৪৭২১০ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ধুলিয়া খাল ভরাটের অভিযোগ
বাউফলের ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া খাল বালু দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের বিরুদ্ধে। এ খাল অবমুক্ত করার দাবিতে শুক্রবার মানববন্ধন করেছেন কৃষক ও এলাকাবাসী।
কৃষক নেতা আলমগীর হোসেন ও তৌফিকুর রহমানের সভাপতিত্বে খালের সামনে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, নাসির খান, জসিম উদ্দিন খানসহ সহস্রাধিক মানুষ।
বক্তারা বলেন, নদীতীর সংরক্ষণে সিসি ব্লক বসানোর নামে মৃতপ্রায় এ খালে বাঁধ দিয়ে ভরাট করছে এসএস ন্যাশনাল টেক অ্যান্ড জেবি জনতা হাউজিং। এতে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।
ধুলিয়ার সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, খালটি এক সময় এলাকার কৃষি মৎস্য ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দখল ও দূষণের কারণে এটি মৃতপ্রায়।
এ বিষয়ে এসএস ন্যাশনাল টেকের চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম বলেন, কৃষক বা ফসলি জমির ক্ষতি হলে স্থানীয়ভাবে বসে সমাধান করা হবে।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, প্রবহমান খালে বাঁধ দেওয়া হয়ে থাকলে বাঁধ কেটে দেওয়া হবে।