নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকালে সদর উপজেলা কার্যালয় চত্বরে অস্থায়ী টিকাদান কেন্দ্রে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় ঢাকা, ডা.

ইয়াছমিন নাহার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, উপজেলা ইপিআই টেকনোলজিষ্ট নাজিম উদ্দীন ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ঝর্ণা রানী দাস প্রমূখ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

আছিয়ার হত্যাকারীদের শাস্তির দাবিতে না.গঞ্জে কাফন মিছিল

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ছাত্র ফেডারেশনের উদ্যোগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “আজ দুপুরে আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত্যুর পর আমরা দেখলাম, ৭ দিনের মধ্যে বিচার শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তবে আমরা এটাকে উপহাস হিসেবেই দেখছি, কারণ বহু ধর্ষণ মামলার বিচার আজও ঝুলে আছে।”

তিনি আরও বলেন, “ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই ধর্ষকদের ছাড় দেওয়া চলবে না।”

মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বিবি রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সুমনা আক্তার, আবৃতি শিল্পী সৌরি ছোঁয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহসাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী অপূর্ব রায়, আবিদ রহমান, শেখ সাদী, রাইসা ইসলাম প্রমুখ।

ঢাকা/অনিক/এস

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের দোয়া, ইফতার মাহফিল
  • ফতুল্লায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, নালিশা ভূমি দখলে নিতে প্রাণনাশের হুমকি
  • ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
  • বাংলাদেশ রাইটার্স ক্লাব না’গঞ্জ এর সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল
  • ২০ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩
  • সুন্দর নারায়ণগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : রাজিব
  • রমজানের দ্বিতীয় জুমাতেও মসজিদে মসজিদে নেমেছিল মুসল্লিদের ঢল
  • নারায়ণগঞ্জে র‍্যাবের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
  • আছিয়ার হত্যাকারীদের শাস্তির দাবিতে না.গঞ্জে কাফন মিছিল