হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ মানহীন দেখিয়ে অন্য স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। আজ শনিবার দুপুরে মেডিকেল কলেজটির শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কে (হবিগঞ্জ মেডিকেল কলেজের সামনে) এই কর্মসূচি পালন করেন। এ সময় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে তাঁদের দাবির কথা তুলে ধরেন।

সমাবেশে বক্তব্য দেন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো.

আবু হাসান, ইয়াসিন মনির, সাকিব মাহমুদ, রিয়েল সরকার, জোবায়ের আহমেদ, আনিসুর রিয়াজ প্রমুখ। বক্তারা বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থান নির্ধারণ করা হয় আট বছর আগে। একটি মেডিকেল কলেজ পরিচালনার জন্য শিক্ষক, শিক্ষার্থী বা যে অবকাঠামো প্রয়োজন, সবই আছে এই মেডিকেল কলেজের। স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য তাঁরা শুরু থেকে দাবি জানিয়ে আসছেন। বিগত সরকারের ব্যর্থতায় কলেজটি এখনো স্থায়ী ক্যাম্পাস পায়নি। সে দায় এ কলেজের নয়। কিন্তু এখন হবিগঞ্জ মেডিকেল কলেজকে মানহীন কলেজ দেখিয়ে অন্য স্থানে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। তা কিছুতেই কলেজের শিক্ষার্থীরা মেনে নেবেন না।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শিক্ষার্থীরা একই দাবিতে মেডিকেল কলেজের হলরুমে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবুল হাসান বলেন, ‘আমরা জানতে পেরেছি, দেশের ২৬টি মেডিকেল কলেজকে স্বাস্থ্য মন্ত্রণালয় মানহীন দেখিয়ে পাশের অন্য মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেছে। সেই ২৬টি কলেজের মধ্যে হবিগঞ্জ কলেজকে অন্যত্র সরানোর ষড়যন্ত্র চলছে। একজন দক্ষ চিকিৎসক তৈরির জন্য প্রথমেই প্রয়োজন দক্ষ শিক্ষক, প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি এবং হাতে–কলমে শেখার জন্য প্রয়োজনীয় রোগী ও পযাপ্ত রোগী। এর সবই আছে এ মেডিকেল কলেজের। শিক্ষার্থীর সংখ্যা ৩০০ জন। শিক্ষক আছেন ৫৫ জন। প্রতি ৬ জন শিক্ষার্থীর বিপরীতে একজন দক্ষ শিক্ষক আছেন।’

আবুল হাসান আরও বলেন, এ কলেজ থেকে দুটি ব্যাচে ডাক্তারি পড়াশোনা শেষ করে বের হয়েছেন শতাধিক শিক্ষার্থী। তাঁদের শিক্ষার ফল খুবই মানসম্পন্ন। হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল ভবনে মেডিকেল কলেজটির অস্থায়ী ক্যাম্পাস থাকায় প্রতিদিন হাসপাতালে আসা সহস্রাধিক রোগীকে কলেজের শিক্ষার্থীরা সেবা দিয়ে আসছেন। এতে হবিগঞ্জ জেলার ৩০ লাখ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার নির্ভরতা তৈরি হয়েছে। এ অবস্থায় এই মেডিকেল কলেজকে অন্য স্থানে সরিয়ে নেওয়া বা অন্য কোনো কলেজের সঙ্গে যুক্ত করার যে ষড়যন্ত্র চলছে, তা এ কলেজের শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবেন না।

হবিগঞ্জ মেডিকেল কলেজ ২০১৬ সালে প্রতিষ্ঠা হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ কলেজে তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলার কয়েকটি কক্ষ নিয়ে হবিগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কল জ র শ ক ষ র থ ম ড ক ল কল জ র কল জ র স এ কল জ র জন য

এছাড়াও পড়ুন:

নতুন আইটেম গানে প্রশংসিত তামান্না কত টাকা নিলেন?

দক্ষিণী সিনেমার নায়িকাদের মধ্যে তামান্না খুব ভালো একজন নৃত্যশিল্পী। অনেক সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। গত বছর ‘আজ কি রাত’ গানে নেচে হইচই ফেলে দেন। ফের আইটেম কন্যা রূপে হাজির হলেন এই ‘মিল্কি বিউটি’।  

অজয় দেবগনকে নিয়ে পরিচালক রাজ কুমার গুপ্তা নির্মাণ করছেন ‘রেইড টু’। এ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না। কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি।

মুক্তির তিন দিনে গানটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ৭৪ লাখের বেশি। প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লেখেছেন, “তামুকে (তামান্না) দেখতে হীরার মতো লাগছে।” আলী হামজা লেখেন, “তামান্না যেন আগুন।” সুদীপ লেখেন, “আমার মনে হয়, তামান্নার এই গান রেকর্ড ভাঙবে।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে নেট দুনিয়ায়।

তামান্নার নতুন গানের খবর প্রকাশ্যে আসার পর দারুণ আগ্রহ দেখা যায় ভক্ত-অনুরাগীদের মধ্যে। সে প্রত্যাশা অনেকটাই পূরণ করেছেন এই অভিনেত্রী। কিন্তু গানটিতে নাচতে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তামান্না?

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ‘আজ কি রাত’ গানে নেচে তুমুল প্রশংসা কুড়ান তামান্না। এ গানের জন্য ১ কোটি রুপি (১ কোটি ৪১ লাখ টাকা) পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। ‘নাশা’ গানের জন্যও একই পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী।
     
‘রেইড টু’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করছেন বাণী কাপুর। প্রথম পার্টে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রুজ। ‘রেইড’ সিনেমায় আরো অভিনয় করছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ।

তা ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিংয়ের অভিনয়ের কথা রয়েছে। আগামী ১ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • আখাউড়ায় চুরির অপবাদে তিন নারীর চুল কেটে নির্যাতন, একজন আটক
  • বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
  • বিগত ১৫ বছরে নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে: রিজভী
  • ঐতিহ্যের উজ্জ্বল কান্ডারি
  • নতুন আইটেম গানে প্রশংসিত তামান্না কত টাকা নিলেন?
  • ট্রাম্পকে হত্যা ষড়যন্ত্রের অংশ হিসেবে বাবা–মাকে হত্যাক করেছে মার্কিন কিশোর: এফবিআই
  • পয়লা বৈশাখে তৌহিদবাদী গণসংস্কৃতির দিকে ফিরে আসার আহ্বান হেফাজতে ইসলামের
  • আবারও বানানো হচ্ছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি`
  • মডেল মেঘনাকে কারাগারে পাঠানোর নিন্দা এমএসএফের
  • নির্বাচন ও সংস্কার মুখোমুখি করা গণ–অভ্যুত্থান ব্যর্থ করার ষড়যন্ত্র: রাষ্ট্র সংস্কার আন্দোলন