ধারাবাহিক ব্যর্থতার জেরে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাননি লিটন কুমার দাস। দল ঘোষণার পর নিজের অধারাবাহিক পারফরম্যান্সের কথা স্বীকারও করে নিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, আমি ভাল খেলতে পারছিলাম না বলেই বাদ পড়েছি। এতে লুকনোর কিছু নেই।

সমকাল থেকে লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল, কতটা কষ্টের ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারার সময়টা? জবাবে লিটন জানান,  ‘আইসিসির মতো বড় একটি টুর্নামেন্টে খেলার ইচ্ছা এবং লক্ষ্য আমারও ছিল। দুঃখজনক হলো তা হয়নি। এটা জীবনেরই অংশ। আপনি কোনো সময় ভালো করবেন, কোনো সময় ভালো করবেন না। এই না খেলতে পারা যতটা না কষ্টের, তার চেয়ে বেশি বুঝতে পেরেছি আমাকে কোথায় উন্নতি করতে হবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার আগে লিটনকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, তার আউটের ধরন নিয়েও। তবে লিটনের মতে, চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি।

এসময় হালকা ক্ষোভ ঝেড়ে লিটন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক খেলোয়াড়ই তো নিয়মিত রান করেনি। কিন্তু আমি রান না করলে জিনিসটা বেশি খারাপ হয়ে যায়। আমি চেষ্টা করি, সবখানে রান করতে। হয়নি বলেই আমি দলের বাইরে। আবার চেষ্টা করব, পারফরম্যান্স করে দলে ঢুকতে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টন দ স

এছাড়াও পড়ুন:

এখনও বিপিএলের পুরো পাওনা পাননি শরিফুল-ইমনরা

বিপিএল শেষ হয়ে গেছে অনেক আগেই—জানুয়ারির শুরুতেই পর্দা নেমেছে আসরের। তবে এখনও চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের প্রাপ্য পারিশ্রমিক পরিপূর্ণভাবে মেলেনি। দেশি ক্রিকেটারদের মধ্যে ওপেনার পারভেজ হোসেন ইমন, পেসার শরিফুল ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারি—এই তিনজনসহ প্রায় সবাই অর্ধেক টাকা এখনও পাননি।

২০২৫ বিপিএলের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি ছিল খেলোয়াড়দের পারিশ্রমিক। ফাইনালের দুই মাস পেরিয়ে গেলেও সেই সমস্যার সমাধান হয়নি। আজ মিরপুর হোম অব ক্রিকেটে ডিপিএলের অনুশীলনের ফাঁকে ইমন জানান,

‘৫০ শতাংশ পেয়েছি, আর এখনও পাইনি। বলছে… দিবে, দিবে। কিন্তু এখনও দিচ্ছে না। আমি, শরিফুল, শামীম ভাই—সব দেশি খেলোয়াড়ই বিপিএলের পর কোনো টাকা পাইনি। যা পেয়েছি, বিপিএলের সময়ই পেয়েছি।’

পারিশ্রমিক নিয়ে দুশ্চিন্তা পারফরম্যান্সে প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন ইমন। বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘আমরা সবসময় পারফরম্যান্সে মনোযোগ দিতে চাই। কিন্তু যখন টাকার চিন্তা মাথায় চলে আসে, তখন মনোযোগে ব্যাঘাত ঘটে।’

এর আগে বিপিএল চলাকালে পারিশ্রমিক ইস্যুতে ইমন নাকি দলের ক্যাম্পে না যোগ দিয়ে প্রতিবাদ করেছিলেন—এমন গুঞ্জনও ছড়িয়েছিল। যদিও পরে তা অস্বীকার করে দুই পক্ষই। তবে চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী একবার সরাসরি বলেছিলেন, ‘আমি সন্তুষ্ট না হলে টাকা কেন পাবে!’

শুধু দেশি ক্রিকেটারই নন, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত বিদেশি হোস্ট ইয়েশা সাগর এবং শুভেচ্ছাদূত হিসেবে আসা শহীদ আফ্রিদির পুরো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগও রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • এখনও বিপিএলের পুরো পাওনা পাননি শরিফুল-ইমনরা
  • লক্ষ্মণ-দ্রাবিড়ের দিনভর ব্যাটিং, এবং বিমূঢ় অস্ট্রেলিয়া
  • মাঠের বিদায় কেন ফেসবুকে
  • দ্য হান্ড্রেডে দল পাননি বাংলাদেশের কেউ
  • রুদ্ধশ্বাস লড়াই জিতে কোয়ার্টার ফাইনালে রিয়াল