কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের একটি তামাকখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম সন্দেসী বালা দাসী (৪৫)। তিনি মশান গ্রামের ঋষিপাড়ার বাসিন্দা ঝন্টু দাসের স্ত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশের ধারণা, তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হতে পারে। তাঁর লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও সন্দেসী বালার পরিবার সূত্রে জানা গেছে, সন্দেসী বালা গ্রামের বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। গতকাল সন্ধ্যা ছয়টার কিছুক্ষণ পর নিজের বাড়ির রান্নার কাজে ব্যবহারের জন্য পাতা কুড়াতে বাড়ি থেকে বের হয়ে পাশের বাগানে যান তিনি। এরপর রাত হয়ে গেলেও আর ফেরেননি। পরিবারের সদস্যরা রাত সাড়ে আটটার পর থেকে তাঁকে এলাকায় খুঁজতে থাকেন। আশপাশের এলাকাতেও তাঁকে পাওয়া যায়নি। আজ সকাল সাড়ে ছয়টার কিছু সময় পর স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে তামাকখেতের মধ্যে এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত সেখানে সন্দেসী বালার পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, সন্দেসী গতকাল সন্ধ্যার দিকে পাতা কুড়াতে বাড়ির পাশের বাগানে যান। দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন, তবে তাঁকে পাওয়া যায় না। সকালে লাশ পাওয়া গেছে। পুলিশকে খবর দিলে মিরপুর থানা-পুলিশ দুপুর ১২টার দিকে লাশ নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, সন্দেসী বালার কানে সোনার দুল ছিল, সেটা পাওয়া যায়নি। যে তামাকখেতে লাশ পাওয়া গেছে, সেটির পাশের বাগানে মাদকের আড্ডা বসে।
সন্দেসী বালার নিকটাত্মীয় গণেশ দাস বলেন, সন্দেসীর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। খুবই ভালো ছিলেন তিনি। তাঁকে কেন, কী কারণে হত্যা করা হয়েছে, তা বোঝা যাচ্ছে না।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাস রোধ করে তাঁকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। পুলিশ জড়িত ব্যক্তিদের ধরতে কাজ করছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র সদস য পর ব র

এছাড়াও পড়ুন:

বকেয়া পরিশোধ করলেন সেই পুলিশ কর্মকর্তা

হঠাৎ প্রত্যাহার হওয়া নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ অবশেষে কয়েকজন পাওনাদারের টাকা ফেরত দিয়েছেন এবং কয়েকজনকে দ্রুত দেবেন বলে আশ্বাস দিয়েছেন। শুক্রবার বিষয়টি জানাজানি হলে রাতেই বেশ কয়েকজন পাওনাদারকে ডেকে নিয়ে টাকা পরিশোধ করেন।

গত ২৬ সেপ্টেম্বর নান্দাইল থানার ওসি হিসেবে যোগ দেন ফরিদ আহমেদ। দায়িত্ব পালনকালে নান্দাইলে চুরি-ছিনতাইসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, নান্দাইলে কর্মরত অবস্থায় তিনি বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন ধরনের সামগ্রী কিনে টাকা পরিশোধ করেননি বলেও অভিযোগ ওঠে। এরপরও কয়েকবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন।

বৃহস্পতিবার জেলা পুলিশ প্রশাসন ওসি ফরিদ আহমেদকে প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ লাইনসে সংযুক্ত করে একটি আদেশ জারি করে। পরদিন শুক্রবার ভোরেই তিনি নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে নান্দাইল ত্যাগ করেন। এ খবর পেয়ে শুক্রবার সকাল থেকে থানায় আসতে শুরু করেন পাওনাদাররা। তাঁকে না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সবাই চলে যান। স্থানীয় কয়েকজন সাংবাদিক পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে চাপে পড়েন প্রত্যাহার হওয়া ওসি ফরিদ। 

এরপর শুক্রবার নান্দাইলে এসে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পাওনাদারদের মোবাইল ফোনে ডেকে নিয়ে টাকা পরিশোধ করেন। কারও কারও কাছ থেকে টাকা পরিশোধের সময় চেয়ে নিয়েছেন বলেও জানা গেছে।

নান্দাইল পৌর বাজারের ইসহাক মার্কেটের পোশাক বিক্রেতা মোফাজ্জল হোসেন খান রেনু জানান, তিনি টাকা পেয়েছেন। শুক্রবার রাতে ওসি ফরিদ ফোন করে একটি জায়গায় ডেকে নিয়ে তাঁর পাওনা ১ লাখ ৪ হাজার ২৫০ টাকা পরিশোধ করেছেন।

সুবর্ণ ইলেক্ট্রনিকসের মালিক ফরহাদ জানান, তিনিও তাঁর বকেয়ার ১১ হাজার টাকা পেয়েছেন। এ ছাড়া অন্য কয়েকজন পাওনাদারের সঙ্গে যোগাযোগ করে অচিরেই বকেয়া পরিশোধ করবেন বলে আশ্বস্ত করেছেন।

শনিবার সন্ধ্যায় সাবেক ওসি ফরিদ আহমেদ বলেন, ‘আমি নান্দাইল থেকে বদলি হয়েছি তা ঠিক, কিন্তু এখনও তো সেখানে আমার জিনিসপত্র রয়ে গেছে। তাই ভেবেছিলাম পরে এক সময় এসে পাওনাদারদের টাকা পরিশোধ করে যাব। কিন্তু এখন সবার দেনাই মিটিয়ে দিয়েছি।’

নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহিদুল ইসলাম সমকালকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনেকের টাকা ইতোমধ্যেই পরিশোধ করছেন ওই পুলিশ কর্মকর্তা। বাকিদের টাকাও দ্রুতই পরিশোধ করবেন।

সম্পর্কিত নিবন্ধ