চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘ ৯ বছর পর আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন। এত বছর পর কাঙ্ক্ষিত সমাবর্তনের খবরে ব্যাপক উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

তবে ইতোমধ্যে মূল সনদ গ্রহণকারীদের সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) অনুষ্ঠিতব্য সমাবর্তন নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যারা মূল সনদ উত্তোলন করেছেন, তারা পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন না। ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীগণ এ সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। আগামী ৩০ মার্চ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন চলবে।

আরো পড়ুন:

ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে চবি শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

ফ্যাসিবাদের দোসররা নতুন দলে অর্থায়ন করছে কিনা জানতে চান নাসির

এ বিষয়ে শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ ৯ বছর চবিতে কোনো সমাবর্তন হয়নি। সমাবর্তনের আশায় তারা ৯ বছর সনদ না তুলে বিশ্ববিদ্যালয়ে রেখে দেবেন, এটি অবান্তর। এত বছরে বিভিন্ন প্রয়োজনে তারা মূল সনদ উত্তোলন করেছেন। সনদের জন্য তাদের এ আয়োজন থেকে বঞ্ছিত করা চরম অন্যায়। প্রয়োজনে এটি অন্য কোনভাবে ব্যবস্থা করা যেতে পারে।

এছাড়া সর্বশেষ চতুর্থ সমাবর্তনে মূল সনদপ্রাপ্তদের সুযোগ দেওয়া হয়েছিল। এবারো তাই করা হোক। শর্ত দিয়ে সমাবর্তন করা হলে বাদ পড়বে হাজার হাজার শিক্ষার্থী। 

তবে শিক্ষার্থীদের এসব সমালোচনা আমলে না নিয়ে প্রশাসন বলছে, সমাবর্তন মানে সনদ নেওয়া। সনদ উত্তোলনের পর সমাবর্তনে অংশগ্রহণের কোন সুযোগ নেই। তবে ইতোমধ্যে যারা মূল সনদের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনো গ্রহণ করেননি- এমন সনদে স্বাক্ষর না হলে তা বাতিল করা সাপেক্ষে তারা সমাবর্তনের সুযোগ পাবেন।

এ বিষয়ে বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী লোকমান হাকিম বলেন, “চাকরির জন্য অধিকাংশ সময় মূল সনদ প্রয়োজন হয়। তাই আমরা তা উত্তোলন করে ফেলেছি। নিয়মিত সমাবর্তন হচ্ছে না- এটা আমাদের দায় নয়। অথচ এর কারণে প্রশাসন আমাদের এত বড় ইভেন্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে। চতুর্থ সমাবর্তনে যারা মূল সনদ উত্তোলন করেছিল, তাদেরও সুযোগ দেওয়া হয়েছিল। আমরা চাই এবারো তা-ই করা হোক।”

আব্দুল্লাহ আল মামুন নামে এক সাবেক শিক্ষার্থী ফেসবুকে লিখেন, “ভাবতেছি চাকরিটা ছেড়ে দেব। তাও যদি সার্টিফিকেট ফেরত নিয়ে সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ দেয় আরকি! আর শেষ মাসের স্যালারি দিয়ে রেজিস্ট্রেশনটা করবো! নিয়মগুলো দ্রুত সংশোধনের জোর দাবি জানাচ্ছি।”

আরেক সাবেক শিক্ষার্থী জারিন তানজুম সোহানি ফেসবুকে লিখেছেন, “ঢাবিসহ দেশের অন্য পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ২-৩ বছর পরপর সমাবর্তন দিলে প্রশাসনের এ শর্তের যৌক্তিকতা থাকত। যেহেতু চবির সমাবর্তন হওয়া অনিশ্চিত একটা বিষয়, তাই চবিয়ানরা বাধ্য হয়েই চাকরিসহ বিভিন্ন প্রয়োজনে নিজেদের মূল সনদ তুলে নেয়। সেজন্য এক্সেপশনাল কেস হিসেবে এবং নিজেদের ব্যর্থতার দায় থেকেই মূল সনদ উত্তোলনকারীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক।”

তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.

মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “সমাবর্তনের রেজিস্ট্রেশনের যেসব শর্তাবলি দেওয়া হয়েছে, তা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। যদি প্রশাসন সবাইকে সমাবর্তনে সুযোগ দিতে যায়, তাহলে বেসামাল একটা অবস্থা হবে। সমাবর্তন মানেই সনদ নেওয়া। সনদ গ্রহণের পর আসলে এ ধরনের কোনো সুযোগ নেই। তবে বিকল্প কিছু করা যায় কিনা তা দেখা যেতে পারে।”

মূল সনদের জন্য আবেদন করেছে কিন্তু এখনো গ্রহণ করেনি- এমন শিক্ষার্থীরা সমাবর্তনে সুযোগ পাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “যদি এখন পর্যন্ত সনদে সিগনেচার না হয়, তাহলে অংশগ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে তাদের দ্রুত নির্দিষ্ট দপ্তরে গিয়ে সনদ উইথড্র (প্রত্যাহার) করতে হবে।”

তিনি আরো বলেন, “সমাবর্তন নিয়মিত কেন হয়নি- সেটা আগের প্রশাসনই ভালো বলতে পারবেন। এখন থেকে আমরা প্রতি বছর বা দুই বছর পরপর সমাবর্তন করব।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো.  কামাল উদ্দিন বলেন, “সমাবর্তনটা মূলত শিক্ষার্থীদের সনদপত্র দেওয়ার জন্যই করা হয়। আমরা ২০১১-২০২৩ পর্যন্ত পাস করা শিক্ষার্থীদের জন্য সমাবর্তন আয়োজন করছি। দীর্ঘদিন সমাবর্তন না হওয়ায় প্রচুর শিক্ষার্থী পাস করে বের হয়ে গেছেন। এই শিক্ষার্থীদের সংখ্যাটা এত বেশি যে, সবার জন্য সমাবর্তন আয়োজন করা খুবই কঠিন বিষয়। এত এত শিক্ষার্থীর জন্য ব্যবস্থাপনা করাটা রীতিমত অসম্ভব। তাই আমরা চেয়েছি সংখ্যাটা কমাতে।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে আমারো খারাপ লাগছে। কিন্তু কিছুই করার নেই। এরপরেও আমি এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে পুনরায় আলাপ করব। কোনো কিছু করা যায় কিনা তার চেষ্টা করব।”

চবিতে এ পর্যন্ত মোট চারবার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সর্বপ্রথম সমাবর্তন হয় ১৯৯৪ সালে। এরপর দ্বিতীয়টি ১৯৯৯ সাল, তৃতীয়টি ২০০৮ সাল এবং সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৬ সালে।

ঢাকা/মিজান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র জন য অন ষ ঠ ত বছর পর সনদ ন

এছাড়াও পড়ুন:

গ্যাসের দাম বাড়ায় বিনিয়োগ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষিত গ্যাসের নতুন মূল্যহারকে বৈষম্যমূলক আখ্যায়িত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। সংগঠনটি বৈষম্যমূলক মূল্যহার অতিসত্বর পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।
এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচ্যাম) নতুন ঘোষিত গ্যাসের দাম বৈষম্যমূলক, অন্যায় এবং বিভ্রান্তিকর উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারাও দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। এ ছাড়া গতকাল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ ইকােনমিক জােনস ইনভেস্টর অ্যাসােসিয়েশন গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। সমিতির নেতারা জানান, এ সিদ্ধান্ত বিনিয়াগ, উৎপাদন ব্যায় এবং রপ্তানি প্রতিযােগিতার সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তারাও সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। 

গত রোববার নতুন শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটারপ্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়। নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন, সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। পাশাপাশি নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম ৩১ দশমিক ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। 
ফিকি বলেছে, নির্দেশনা অনুযায়ী নতুন গ্রাহক, নতুন গ্যাস সেলস এগ্রিমেন্ট, অনুমোদিত লোডের চেয়ে অতিরিক্ত গ্যাস ব্যবহারকারী এবং প্রতিশ্রুত গ্রাহকদের বেশি দাম পরিশোধ করতে হবে, এমনকি তা একই খাতের কোম্পানি হলেও। এই দ্বৈত মূল্যনীতি শুধু ন্যায্য প্রতিযোগিতার নীতি লঙ্ঘন করে না, বরং প্রতিযোগিতামূলক বাজারে সবার জন্য সমান সুযোগ তৈরি অনিশ্চিত করে।
এতে বলা হয়, ভিন্ন ভিন্ন দামের মডেল নজিরবিহীন এবং এর কারণে বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হবে। একই খাতে পরিচালনাকারী কোম্পানিগুলোর মধ্যে আলাদা জ্বালানি খরচের কারণে উৎপাদন খরচে পার্থক্য তৈরি হবে এবং এ ধরনের মূল্য কাঠামো সবার জন্য সমান সুযোগ তৈরির নীতির পরিপন্থি। সর্বোপরি বাংলাদেশ সরকার যখন বিনিয়োগ আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নিচ্ছে, তখন শুধু নতুন শিল্প কিংবা নতুন বিনিয়োগকারীদের জন্য গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত একটি বিপরীতমুখী আচরণ। এ ধরনের সিদ্ধান্ত সম্ভাব্য বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করবে, ভবিষ্যৎ বিনিয়োগ ঝুঁকির মধ্যে ফেলবে এবং বিনিয়োগ সম্মেলনের মতো ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে অর্জনকে ধ্বংস করবে।
ফিকি সভাপতি জাভেদ আখতার বলেন, ‘আমরা জ্বালানির চাহিদা ও তা সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় রেখে বিইআরসিকে নতুন গ্যাসের মূল্য কাঠামো পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছি।’

ইউরোচ্যামের প্রতিক্রিয়া 
গ্যাসের নতুন দামের মডেলটিকে বৈষম্যমূলক, অন্যায় এবং বিভ্রান্তিকর উল্লেখ করে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ব্যবসায়ী সংগঠন ইউরোচ্যাম বাংলাদেশ জানিয়েছে, এটি বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানের জন্য ঝুঁকি তৈরি করে এবং নতুন ও সম্প্রসারণশীল শিল্পের ওপর উচ্চমূল্য আরোপের মাধ্যমে বিনিয়োগের পথে বাধা সৃষ্টি করে। 
ইউরোচ্যাম বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, ‘বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত এবং শিল্প সম্প্রসারণে সহায়তা করার জন্য একটি ভারসাম্যপূর্ণ জ্বালানি শুল্ক কাঠামো বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রস্তাবিত এই কাঠামো ব্যবসার ধারাবাহিকতা বিঘ্নিত করার হুমকি তৈরি করছে এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা পাঠাচ্ছে।’ 

সম্পর্কিত নিবন্ধ