নড়াইলের কালিয়া উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলিমপুর গ্রামে ঠান্ডু মোল্যার সঙ্গে জনি মোল্যার গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঠান্ডু মোল্যা গ্রুপের লোকজন ঢাল, সড়কি, রাম দা, ইটপাটকেল নিয়ে জনি মোল্যার গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষে দুই পুলিশ সদস্য চন্দন সাহা ও সজল, সিলিমপুর গ্রামের কাদের মোল্যা, জনি মোল্যা, হাসিম মোল্যা, তোতা মোল্যা, বনি মোল্যা, আনিস মোল্যাসহ আটজন আহত হয়েছে। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত সাসিম মোল্যাকে (৩৬) প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাসিম মোল্যা সিলিমপুর গ্রামের আবেদ মোল্যার ছেলে।

আরো পড়ুন:

পাওনা টাকা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৪

সুনামগঞ্জে সংঘর্ষ চলাকালে মৃত্যু, গুজব বলছে পুলিশ

এ সময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২০ রাউন্ড গুলি, একটি শ্যুটারগান উদ্ধার করেছে। সিলিমপুর গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে সিরাজ মোল্যা (৪২) ও একই গ্রামের মকবুল শেখের ছেলে আজিজার শেখ (৫৫) আটক করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সিলিমপুর গ্রামে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। তবে অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/শরিফুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ ন হত স ঘর ষ উপজ ল

এছাড়াও পড়ুন:

ইয়ামালকে নিয়ে উচ্ছ্বসিত রেসলিং কিংবদন্তি বললেন, ‘বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল’

এ সময়ের ফুটবলে পোস্টার বয়দের একজন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই উইঙ্গার মাত্র ১৭ বছর বয়সেই তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন। ইয়ামালের ওপর ভর করেই এখন সাফল্য পেতে উন্মুখ স্পেন ও বার্সা। তবে ইয়ামাল শুধু ফুটবলে নয়, প্রভাব রাখছেন ফুটবলের বাইরেও।

গতকাল শুক্রবার বার্সেলোনায় ডব্লুডব্লুই স্ম্যাকডাউনে উপস্থিত হয়েও বেশ আলোড়ন তুলেছেন এই স্প্যানিশ তরুণ। যেখানে তাঁকে ডব্লুডব্লুইর চ্যাম্পিয়নের বেল্ট হাতেও দেখা গেছে।

এই বেল্টটি তাঁকে উপহার দিয়েছেন ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন কোডি রোডেস। পাশাপাশি তাঁকে নিয়ে কথা বলেছেন কিংবদন্তি রেসলার ট্রিপল এইচও। এ সময় ইয়ামালের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর দুই সতীর্থ আলেহান্দ্রো বালদে ও হেক্টর ফোর্ট।

আরও পড়ুনমেসির ‘ধনুক’ পেয়েছেন ইয়ামাল১২ মার্চ ২০২৫

রেসলিং উপভোগ করতে গিয়ে কিংবদন্তি রেসলার ট্রিপল এইচের সঙ্গে ছবিও তুলেছেন ইয়ামাল। পরে এই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইয়ামালের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে ট্রিপল এইচ লিখেছেন, ‘বার্সেলোনার ভবিষ্যৎ যেকোনো সময়ের চেয়ে এখন বেশি উজ্জ্বল। শোটা উপভোগ করো লামিনে।

একই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেছেন ইয়ামালও। ট্রিপল এইচের পাশাপাশি ইয়ামালেরর আগমন নিয়ে উচ্ছ্বাস প্রকাশক করেছেন আরেক রেসলিং তারকা ড্রু ম্যাকইনটায়ার। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘দ্য চুজেন ওয়ান (নিয়তি নির্ধারিত ব্যক্তি)’।

মূলত ইউরোপিয়ান ট্যুরের অংশ হিসেবেই বর্ত

আরও পড়ুন‘ইয়ামালের ভালো চাইলে মেসির সঙ্গে তুলনা করা কমান’০৯ ফেব্রুয়ারি ২০২৫

মানে ডব্লুডব্লুই আছে স্পেনের বার্সেলোনায়। এরপর তারা যাবে বেলজিয়াম, জার্মানি এবং স্কটল্যান্ডে। এরপর লন্ডনে গিয়ে ও’টু অ্যারেনায় আয়োজন করবে দুটি ব্লকবাস্টার ইভেন্টের। ২৮ মার্চ হবে স্ম্যাকডাউন এবং ৩১ মার্চ থাকবে আরএডব্লিউ (র) এর আয়োজন। সেখান থেকে তাদের গন্তব্য লাস ভেগাসে। যেখানে ১৯ এবং ২০ এপ্রিল হবে বছরের সবচেয়ে বড় আয়োজন রেসেলম্যানিয়া।

সম্পর্কিত নিবন্ধ