মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পাত্তাই পায়নি লিজেন্ডস অব রুপগঞ্জ। এবারের ঢাকা লিগে দুটি ক্লাবই শক্তিশালী দল গড়েছিল। কিন্তু লড়াইয়ের ছিটেফোঁটাও ছিল না। তামিম ইকবালের দলের সামনে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করে আকবর আলীর দল।

মিরপুর শের-ই-বাংলায় শনিবার (১৫ মার্চ, ২০২৫) মুখোমুখি হয় মোহামেডান-রূপগঞ্জ। টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৫৩ রান করে মোহামেডান। টার্গেটে খেলতে নেমে ১৫৯ রানে অলআউট হয় রূপগঞ্জ।

৯৪ রানে জয় পেয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান। পঞ্চম ম্যাচে এটি তাদের চতুর্থ জয়। অন্যদিকে সমান ম্যাচে রূপগঞ্জের এটি দ্বিতীয় হার।

আরো পড়ুন:

মুশফিকুরের বিদায়ে আবেগের বিচ্ছুরণ, গর্বের ঝরনাধারা

মুশফিকুরের থেকে তামিমের চাওয়া ‘অন্তত ১০০ টেস্ট’

তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রূপগঞ্জ। ১৯ রানে দলটি প্রথম উইকেট হারায়। ৫১ রান না হতেই পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। শুরুর পাঁচ ব্যাটারের মধ্যে আফিফ হোসেন ধ্রুব সর্বোচ্চ ১৪ রান করেন।

এরপর জাকের আলী অনিক এগোতে থাকেন শেখ মেহেদী হাসানকে নিয়ে। দুজনে এগোতে থাকেন প্রতিরোধ গড়ে। জুটির ফিফটির পর অবশেষে ছন্দপতন ঘটে। ৪৬ বলে ২৫ রান করে জাকের ফিরলে ভাঙে ৫৮ রানের জুটি।

অন্য প্রান্তে থাকা মেহেদী লড়াই শুরু করেন তানজীম হাসান সাকিবকে নিয়ে। কিন্তু বেশিদূর এগোতে পারলেন না। সর্বোচ্চ ৪৩ রান আসে তার ব্যাট থেকে। তাসকিন বোল্ড করে সাজঘরে পাঠান মেহেদীকে। তানজীম থামেন ১১ রানে। মিরাজ সর্বোচ্চ ৪ উইকেট নেন। তাসকিন নেন ২ উইকেট।

এর আগে ব্যাটিং করতে নেমে ২৫৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে মোহামেডান। দারুণ শুরু হলেও আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল এবার ২৮ রানের বেশি করতে পারেননি। জুটি ভাঙে ৪৮ রানে।
রনি তালুকদারের সঙ্গী হন মাহিদুল ইসলাম অঙ্কন। রনি ৩৬ রানে ফেরায় দুজনের জুটি লম্বা হয়নি। নতুন ব্যাটার তাওহীদ হৃদয় অঙ্কনের সঙ্গী হন। দুজনে এগোতে থাকেন সাবলীলভাবে। সচল রাখেন রানের চাকা। হঠাৎ অঙ্কনের ছন্দপতন ঘটে।

ফিফটির কাছে গিয়ে ফেরেন অঙ্কন। ৪২ রান আসে তার ব্যাট থেকে। অঙ্কন ফিফটির দেখা না পেলেও হৃদয় সর্বোচ্চ ৬৬ রান করেন। ৭৬ বলে ৩টি চার ও ২টি ছয়ে ইনিংসটি সাজান হৃদয়।

এরপর আর কোনো ব্যাটার সুবিধা করতে পারেননি। মেহেদী হাসান মিরাজ ২৫ রান করেন। মুশফিকুর রহিম ১ রান করেন মাত্র। শেষে মোহাম্মদ সাইফ উদ্দিন অপরাজিত থাকেন ১৯ রানে।

রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। ১০ ওভারে ৫৪ রান দিয়ে উইকেটগুলো নেন তিনি। এ ছাড়া তানজীম হাসান সাকিব নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও সৌম্য সরকার।

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত ম ম ইকব ল র ন কর ন র পগঞ জ উইক ট

এছাড়াও পড়ুন:

আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের

ব্রাজিল জাতীয় দলে ফিরতে এবং আসন্ন ২০২৬ বিশ্বকাপ খেলতে নিজের ইচ্ছের কথা ব্যক্ত করেন নেইমার জুনিয়র। সেই তাগিদ থেকে চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লান সান্তোসে ফিরে আসেন এই ৩৩ বছর বয়সী তারকা। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে ছন্দে ও ফিরছিলেন ধীরে-ধীরে। ফলে প্রায় ১৭ মাস পরে ডাক পেয়েছিলেন জাতীয় দলে।

তবে সান্তোসে ফিরে ছন্দে ফিরলেও, অনিয়ন্ত্রিত জীবন থেকে ফিরে আসতে পারেননি নেইমার। ফলশ্রুতিতে আবারও চোটে পড়েছেন দল ঘোষণার পরে। স্বাভাবিকভাবেই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের ব্রাজিল দলে বহু প্রতিক্ষিত প্রত্যাবর্তনটা অন্তত এখন আর হচ্ছে না। তার পরিবর্তে দলে ঢুকেছেন রিয়াল মাদ্রিদের তরুণ স্ট্রাইকার এন্দ্রিক।

নেইমার ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিরুদ্ধে খেলার সময় হাঁটুর চোট পান। এরপর থেকে জাতীয় দলে ব্রাত্য ছিলেন এই ফরোয়ার্ড। সান্তসে ফিরে এসে ৭ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করেছিলেন। সেই সুবাদে সেলেয়াও দলে ডাকও পেয়েছিলেন। তবে কদিন আগে হালকা চোটে পড়ার পরে বিশ্রাম না নিয়ে কার্নিভালে যান। এরপর সেই চোট আরও গুরুতর হয়।

আরো পড়ুন:

আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচের আগে ব্রাজিলের দুশ্চিন্তা, নিষেধাজ্ঞা শঙ্কায় নেইমারসহ ১০ তারকা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রোনাল্ডো নাজারিও

স্বাভাবিকভাবে এই মাসে অনুষ্ঠিতব্য বিশ্বাকপ বাছাই পর্বের মহা গুরুতেপূর্ণ ম্যাচ দুটিতে খেলতে পারবেন না তিনি। ২১ ও ২৬ মার্চ যথাক্রমে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে।

ফিরে আসার দ্বারপ্রান্তে এসে আবারও জাতীয় দলের জার্সি গায়ে তুলতে ব্যর্থ হওয়ায় নিজেকে দুর্ভাগা ভাবছেন এই ব্রাজিলিয়ান। নেইমার নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, “ফিরে আসার সময়টা অনেক কাছে মনে হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সি পরতে পারব না।”

তবে এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড কোন ঝুকে নিতে চান না। সবার সাথে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, “আমরা অনেক দীর্ঘ আলোচনা করেছি এবং সবাই জানে আমার ফিরে আসার ইচ্ছা কতটা তীব্র। কিন্তু আমরা একমত হয়েছি যে কোনো ঝুঁকি না নিয়ে, সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এই চোট পুরোপুরি সেরে ওঠা সবচেয়ে ভালো।”

ব্রাজিলের হতে কাফু ১৪২ ম্যাচ খেলেছিলেন। যা সেলেসাওদের জার্সিতে সর্বোচ্চ। এরপর ১২৮ ম্যাচ নয়ে দ্বিতীয় স্থানে আছেন নেইমার। তবে নেইমার তার দেশের সর্বকালের সেরা গোলদাতা। ৭৯ গোলের করেছেন এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড, যা পেলের চেয়ে দুইটি গোল বেশি। সেলেসাওদের হয়ে ৫৯টি অ্যাসিস্টও আছে তার।

এদিকে নেইমারের পরিবর্তে দলে আসা ১৮ বছর বয়সী এন্দ্রিক, এই মৌসুমে সব প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৬টি। এই তরুণ স্ট্রাইকার ব্রাজিলের হয়ে ১৩টি ম্যাচ খেলেছেন এবং জালের দেখা পেয়েছেন তিন বার।

অন্যদিকে ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র চোটের কারণে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন ও ফ্লামেঙ্গো ফুলব্যাক ড্যানিলোকেও দল থেকে বাধ্য দিতে বাধ্য হয়েছেন। এদের পরিবর্তে দলে এসেছেন অলেম্পিক লিও গোলকিপার লুকাস পেরি ও ফ্লামেঙ্গো ডিফেন্ডার আলেক্স সান্দ্রো।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • ইয়ামালকে নিয়ে উচ্ছ্বসিত রেসলিং কিংবদন্তি বললেন, ‘বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল’
  • প্রবাসীর স্ত্রীসহ আটক সেই শিবির নেতা বহিষ্কার
  • রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে হাঁসফাঁস
  • এবার তামিম সেঞ্চুরি পাননি, জিতেছে মোহামেডান, আবাহনী ও গাজী
  • হেলিকপ্টারে মাগুরা যাওয়া নিয়ে সারজিস বললেন ‘সিট খালি ছিল’
  • প্রতিমা ভাঙার ঘটনায় ছেলেকে ধরিয়ে দিলেন বাবা
  • আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের
  • বেলুচিস্তানের বিএলএ কারা?
  • বহাল তবিয়তে শওকত আকবর, অপরাধ কর্মকাণ্ডে অতিষ্ঠ ৭ গ্রামবাসী