ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে খেলতে চাচ্ছেন পুতিন। তিনি এর মাধ্যমে সময় ক্ষেপণ করতে চান। শনিবার ইউক্রেন নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের আগে স্টারমার এই সতর্কবার্তা দিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা প্রেসিডেন্ট পুতিনকে প্রেসিডেন্ট ট্রাম্পের চুক্তি নিয়ে খেলা করার অনুমতি দিতে পারি না। প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ক্রেমলিনের সম্পূর্ণ অবজ্ঞা কেবল এটাই প্রমাণ করে যে পুতিন শান্তির ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন না।”

এই সপ্তাহের শুরুতে, ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, তিনি ইউক্রেনে যুদ্ধবিরতির ধারণার সাথে একমত। কিন্তু এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুদ্ধবিরতির প্রকৃতি নিয়ে ‘প্রশ্ন’ রয়ে গেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, “যদি রাশিয়া অবশেষে আলোচনার টেবিলে আসে, তাহলে আমাদের অবশ্যই যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য প্রস্তুত থাকতে হবে যাতে এটি গুরুত্বপূর্ণ এবং স্থায়ী শান্তি নিশ্চিত হয়। তবে যদি তারা তা না করে, তাহলে এই যুদ্ধের অবসান নিশ্চিত করার জন্য রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্য আমাদের প্রতিটি উপায়ে চেষ্টা করতে হবে।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইয়ামালকে নিয়ে উচ্ছ্বসিত রেসলিং কিংবদন্তি বললেন, ‘বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল’

এ সময়ের ফুটবলে পোস্টার বয়দের একজন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই উইঙ্গার মাত্র ১৭ বছর বয়সেই তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন। ইয়ামালের ওপর ভর করেই এখন সাফল্য পেতে উন্মুখ স্পেন ও বার্সা। তবে ইয়ামাল শুধু ফুটবলে নয়, প্রভাব রাখছেন ফুটবলের বাইরেও।

গতকাল শুক্রবার বার্সেলোনায় ডব্লুডব্লুই স্ম্যাকডাউনে উপস্থিত হয়েও বেশ আলোড়ন তুলেছেন এই স্প্যানিশ তরুণ। যেখানে তাঁকে ডব্লুডব্লুইর চ্যাম্পিয়নের বেল্ট হাতেও দেখা গেছে।

এই বেল্টটি তাঁকে উপহার দিয়েছেন ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন কোডি রোডেস। পাশাপাশি তাঁকে নিয়ে কথা বলেছেন কিংবদন্তি রেসলার ট্রিপল এইচও। এ সময় ইয়ামালের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর দুই সতীর্থ আলেহান্দ্রো বালদে ও হেক্টর ফোর্ট।

আরও পড়ুনমেসির ‘ধনুক’ পেয়েছেন ইয়ামাল১২ মার্চ ২০২৫

রেসলিং উপভোগ করতে গিয়ে কিংবদন্তি রেসলার ট্রিপল এইচের সঙ্গে ছবিও তুলেছেন ইয়ামাল। পরে এই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইয়ামালের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে ট্রিপল এইচ লিখেছেন, ‘বার্সেলোনার ভবিষ্যৎ যেকোনো সময়ের চেয়ে এখন বেশি উজ্জ্বল। শোটা উপভোগ করো লামিনে।

একই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেছেন ইয়ামালও। ট্রিপল এইচের পাশাপাশি ইয়ামালেরর আগমন নিয়ে উচ্ছ্বাস প্রকাশক করেছেন আরেক রেসলিং তারকা ড্রু ম্যাকইনটায়ার। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘দ্য চুজেন ওয়ান (নিয়তি নির্ধারিত ব্যক্তি)’।

মূলত ইউরোপিয়ান ট্যুরের অংশ হিসেবেই বর্ত

আরও পড়ুন‘ইয়ামালের ভালো চাইলে মেসির সঙ্গে তুলনা করা কমান’০৯ ফেব্রুয়ারি ২০২৫

মানে ডব্লুডব্লুই আছে স্পেনের বার্সেলোনায়। এরপর তারা যাবে বেলজিয়াম, জার্মানি এবং স্কটল্যান্ডে। এরপর লন্ডনে গিয়ে ও’টু অ্যারেনায় আয়োজন করবে দুটি ব্লকবাস্টার ইভেন্টের। ২৮ মার্চ হবে স্ম্যাকডাউন এবং ৩১ মার্চ থাকবে আরএডব্লিউ (র) এর আয়োজন। সেখান থেকে তাদের গন্তব্য লাস ভেগাসে। যেখানে ১৯ এবং ২০ এপ্রিল হবে বছরের সবচেয়ে বড় আয়োজন রেসেলম্যানিয়া।

সম্পর্কিত নিবন্ধ