শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এছাড়া প্রথমবারের মতো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কমিটি দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৩ মার্চ) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ আংশিক কমিটি দুইটির অনুমোদন দেওয়া হয়।

শাবিপ্রবি শাখা ছাত্রদলের নতুন কমিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের রাহাত জামানকে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের নাঈম সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

আরো পড়ুন:

ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে চবি শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

‘ওসিকে বলেন আসতে, আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’

কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মো.

সোহাগ, সহ-সভাপতি সৈয়দ উসামা ইব্রাহীম, মো. জসিম উদ্দিন লস্কর, শাহ পরান, মো. মাহির আসিফ, আল সোয়াইবি, মো. সাঈদ আল নাঈম, মার্জিয়া সুলতানা পিংকি, শরিফ আহমেদ, মো. আহাদ রহমান, মো. ইমন হোসেন এলিম।

এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, মো. জহিরুল ইসলাম, মো. রাহাত হোসেন, আফফান, মিঠু সরকার, মো. মোস্তাকিন ইসলাম, মো. জুনায়েদ হাসান, মো. আল আমিন, ফাহাদ খান, মোহাম্মদ সোহানুর রহমান, মো. আরফান উদ্দীন, মো. জুলফিকার রহমান, মো. জাবির, হারুন অর রশিদ রাসেল, তাজুল ইসলাম, খলিলুর রহমান চাঁদ ও মোহাম্মদ আশিককে মনোনীত করা হয়েছে।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন- আবদুল্লাহ আল মামুন, কামরুল হাসান, নূর আলম রাজিব, জামিল সাজ্জাদ, আবু আফসার মোজাম্মেল, মোহাম্মদ মাসউদ হোসেন শিপন, এস এম সাখাওয়াত শাকিব নিলয়, সোহান শাহ, মো. মেহেদী হাসান, মো. শরীফ মিয়া, মোস্তাক আহমেদ ও মো. মোবিন সিদ্দিক।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন- আদনান আহমেদ মোহন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন- নাছিমুল হুদা খুররম, শেফায়তুল ইসলাম, ফাহিম আবিদ সৌমিক, রাকিব মিয়া, মো. মাহফুজ মিয়া, আবুল হাসানাত, কাজী তানভির রহমান, হৃদয় হাসান, আল মামুন ও মারুফ সাকলিন।

কমিটিতে আরো আছেন, দফতর সম্পাদক শামসুজ্জামান প্রিন্স, সহ-দফতর সম্পাদক মো. তারেক রহমান (রাজশাহী), প্রচার সম্পাদক মো. মকবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. মনিরুজ্জামান, ছাত্রী বিষয়ক সম্পাদক রিমকাতুল রাশেদ অথৈ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. হৃদয় মিয়া, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অন্তর উদ্দীন, সমাজসেবা সম্পাদক মোস্তফা আহমেদ, সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ, আন্তর্জাতিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন খান, অর্থ সম্পাদক তারেক রহমান (ফেনী), সহ-অর্থ সম্পাদক মো. কাফি কাওসার, নাট্য বিষয়ক সম্পাদক মো. খালিদ হাসান কনক, ক্রীড়া সম্পাদক ইফতেখার হোসেন সাকিব, মানবাধিকার সম্পাদক আছিফ মাহবুব ওহী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন অপি, যোগাযোগ সম্পাদক মো. হাছিবুর রহমান, আইন সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল নিয়ন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুনতাসির মামুন শুভ, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং পাঠাগার সম্পাদক এস এম জিয়াদ জুবাইরী।

ওই বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আগামী ৩০ দিনের মধ্যে কেন্দ্রীয় সংসদে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, পূর্বে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ছাত্রদলের কোনো কার্যক্রম ছিল না। গত বছর ৫ আগস্টের পর অনেকেই ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন। সংগঠনটির কার্যক্রমকে আরো গতিশীল কারতে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টিতে কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দুর্জয় শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৬-২৭ বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিদ্যুৎ নির্বাচিত হয়েছেন।

৫৪ সদস্য বিশিষ্ট কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি সহ ১৯ জন সহ-সভাপতি, একজন সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক, ২৫ জন যুগ্ম- সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজন সহ-দপ্তর সম্পাদক এবং একজন প্রচার সম্পাদক ও একজন সহ- প্রচার সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দিয়ে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ  করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

নবনির্বাচিত সভাপতি দুর্জয় শুভ বলেন, “শিক্ষার্থীদের অধিকার ও চাওয়া-পাওয়াগুলো নিয়ে কাজ করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আপনাদের ভাই হয়ে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।”

কমিটি গঠনের জন্য গত ২৫ ফেব্রুয়ারি দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৪৫ জন সদস্য ভোট দেন।

ঢাকা/ইকবাল/রিশাদ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র র রহম ন ল ইসল ম একজন স কম ট ত ব প রব আহম দ

এছাড়াও পড়ুন:

প্রধান উপদেষ্টার বৈঠকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতির বক্তব্য, সমালোচনা

কক্সবাজারে প্রধান উপদেষ্টার বৈঠকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি নীলিমা চৌধুরীর উপস্থিতি ও বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে।

গতকাল শুক্রবার (১৪ মার্চ) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজার সফরে আসেন। দুপুর পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

সফরের অংশ হিসেবে কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি নীলিমা চৌধুরী উপস্থিত ছিলেন এবং বৈঠকে বক্তব্য রাখেন। এরপর থেকে ছাত্র প্রতিনিধি ও সচেতন মহল সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন।

জাবেদ ইকবাল নামের একজন ফেসবুকে লেখেন, প্রধান উপদেষ্টার অনুষ্ঠানে প্রবেশের ব্যবস্থা কে করলো এবং কীভাবে বক্তব্য রাখলো? তদন্ত পুর্বক সহযোগিতাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

রেজাউল করিম রেজা নামের এক পর্যটন সংগঠক মন্তব্য করেন, ‘‘এদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে গিয়ে পর্যটন নিয়ে মতবিনিময় সভা হলেও  আমরা পর্যটনের লোকজন কথা বলার সুযোগ পাইনি।’’  

তবে তিনি একজন উন্নয়নকর্মী হিসেবে ব্যাপারটি স্বাভাবিক চোখে দেখেছেন অনেকে। 

শাখাওয়াত হোসাইন সুজন নামের একজন ফেসবুকে মন্তব্য করেন, উনি একজন মানবিক নেত্রী, মানুষের জন্য কাজ করেন। তাকে নিয়ে এমন মন্তব্য খুবই দুঃখজনক। তাহলে তো দেশটা একটা গোষ্ঠীকে দিয়ে দিতে হবে।

নীলিমা চৌধুরী আওয়ামী রজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানা যায়। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে তার একনিষ্ঠ প্রচার-প্রচারণার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ব্যাপারে নীলিমা চৌধুরীর মুঠোফোনে সংযোগ না পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

কক্সবাজার সফরে ড. মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ায় এক লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন।

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • বাউফলে তরমুজের ট্রলারে ডাকাতির সময় পিটুনিতে একজন নিহত, আহত ৩
  • প্রধান উপদেষ্টার বৈঠকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতির বক্তব্য, সমালোচনা
  • ঈদ আনন্দমেলার উপস্থাপক নাবিলা, সঙ্গে প্রথমবার ইমন
  • সিমাগো র‌্যাংকিংয়ে ১২তম পাবিপ্রবি
  • প্রথমবার কানে যাচ্ছেন আলিয়া
  • বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলার
  • প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলার
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ঢাবির ৯ বিভাগ
  • কিউএস বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিং: প্রথমবার স্থান পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯ বিভাগ, এগিয়েছে দুই ক্যাটাগরিতে