রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষে একটি লাইনচ্যুত, বগি ক্ষতিগ্রস্ত
Published: 15th, March 2025 GMT
রাজশাহী রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে। এ ঘটনায় হতাহত না হলেও দুই ট্রেনের কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ শনিবার বেলা দুইটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের ওয়াশপিট এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আসছিল। এ সময় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।
সিগন্যালের সমস্যার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মঈন উদ্দীন আজাদ। তিনি বলেন, এতে কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেন উদ্ধারে কাজ চলছে। দুর্ঘটনার সময় উভয় ট্রেনেই কোনো যাত্রী ছিল না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র লওয়
এছাড়াও পড়ুন:
সাগর দেওয়ানের কণ্ঠে আধ্যাত্মিক গান
ছোট্ট একটা বিরতির পর নতুন একক গান প্রকাশ করছেন সুফি ও বাউল ঘরানার আলোচিত শিল্পী সাগর দেওয়ান। উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক দেওয়ান পরিবারে বেড়ে ওঠা এ শিল্পীর কণ্ঠে এবার শোনা যাবে ‘প্রেম সাগর’ শিরোনামে একটি আধ্যাত্মিক গান। এর কথা লেখার পাশাপাশি সুর করেছেন জিসান খান শুভ। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।
সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ণ করা হয়েছে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ফারহান আহমেদ রাফাত। ঈদ উপলক্ষে শিগগিরই ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। এ ছাড়া দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে গানটি শুনতে পাবেন শ্রোতারা। এ আয়োজন নিয়ে শিল্পী সাগর দেওয়ান বলেন, “দেওয়ান পরিবারের সন্তান আমি। আমাদের পরিবারে সুফিবাদের চর্চা হয়ে আসছে প্রায় ২০০ বছর ধরে। সুফিবাদ আর বাউলের যে মেলবন্ধ, তা খুব কাছ থেকে দেখেছি। সে ধারা বজায় রেখে গান করে যাচ্ছি। তাই মৌলিক এ আয়োজনে নিজস্বতা ধরে রাখার চেষ্টা করেছি। আশা করছি, ‘প্রেম সাগর’ গানটি শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে।”
প্রসঙ্গত, দেওয়ান বংশের চতুর্থ প্রজন্মের এই শিল্পী পূর্বসূরিদের পথ অনুসরণ করেই সংগীত সাধনা করে যাচ্ছেন। বিখ্যাত বাউল সাধক আরিফ দেওয়ানের মাধ্যমেই সংগীত ভুবনে প্রবেশ। তাঁর গায়কী ও সুরে আরিফ দেওয়ানের প্রভাব স্পষ্ট। সুফি ও বাউল গানের পাশাপাশি ফিউশনধর্মী আয়োজনে অংশ নিয়েও শ্রোতাদের মনোযোগ কেড়েছেন। এর আগে কোক স্টুডিও বাংলাতে ‘মা লো মা’ গান গেয়ে আলোড়ন তুলেছিলেন সাগর দেওয়ান।