ব্রাজিল দল থেকে আবারও ছিটকে গেলেন নেইমার
Published: 15th, March 2025 GMT
দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলে ফিরেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়েই রেখেছে তার দিকে। ইনজুরির কারণেই আবারও ছিটকে গেলেন ব্রাজিল স্কোয়াড থেকে। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই খবর বড় ধাক্কা হয়ে এসেছে সেলেসাওদের জন্য।
গত ৬ মার্চ ঘোষিত ২৩ সদস্যের দলে নাম ছিল নেইমারের। ১৬ মাস আগে উরুগুয়ের বিপক্ষে হাঁটুতে গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি। সেই সময়টায় অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে কাটাতে হয় তাকে। দীর্ঘ বিরতির পর জানুয়ারিতে ফিরে যান নিজের শৈশবের ক্লাব সান্তোসে। সেখান থেকে নিজেকে প্রমাণ করে জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলে।
তবে ফিরেও খেলা হচ্ছে না তার। নতুন করে উরুতে চোট পেয়ে আবারও ছিটকে গেলেন নেইমার। পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সান্তোসের একাদশে ছিলেন না তিনি, করিন্থিয়াসের বিপক্ষে হেরেও যায় দলটি। এরপরই জানা যায় তার ইনজুরির কথা। যদিও তখন গুরুতর কিছু মনে হয়নি, কিন্তু শেষপর্যন্ত ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র নিশ্চিত করেছেন, জাতীয় দলে খেলা হচ্ছে না নেইমারের।
শুধু নেইমারই নন, চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন দানিলো ও এডারসনও। তাদের বদলি হিসেবে ডাকা হয়েছে সান্দ্রো, এন্দরিক ও লুকাস পেরিকে। দরিভাল বলেন, ‘দল ঘোষণার পর থেকে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ সকল খেলোয়াড়ের শারীরিক অবস্থা সম্পর্কে প্রতিনিয়ত আমাদের অবগত করেছে। বিশেষ করে (ইনজুরিতে থাকা) দানিলো, নেইমার ও এডারসনের বিষয়ে। সবকিছু যাচাই-বাছাই শেষে আমরা তাদের পরিবর্তে সান্দ্রো, এন্দরিক ও লুকাস পেরিকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
কনমেবল বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল। সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে হলে মার্চের ম্যাচগুলোতে জয় ছাড়া গতি নেই। আর এই গুরুত্বপূর্ণ সময়ে নেইমারকে না পাওয়াটা নিঃসন্দেহে বড় ধাক্কা সেলেসাওদের জন্য।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ত য় দল
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে কৃষকের জন্য বরাদ্দ সার বিক্রির চেষ্টা
ফরিদপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বরাদ্দ করা সরকারি সার বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ সময় স্থানীয়রা হাতেনাতে আটক করলে চেয়াম্যানের এক সহযোগী ও ভ্যানচালক সার ফেলে পালিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশ ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ৩ বস্তা ইউরিয়া সার ও ৩ বস্তা ডিএপি সার জব্দ করে নিয়ে যায়।
সোমবার দুপুর ৩টার দিকে ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের কানাইপুর বাজারের খুচরা সার বিক্রেতা মনোরমা এন্টারপ্রাইজের সামনে এ ঘটনা ঘটে। ওই দোকানে সারগুলো বিক্রির চেষ্টা করা হয়েছিল।
স্থানীয় বাবু সরদার নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ইউনুস নামে এক ব্যক্তি ভ্যানে করে সারগুলো নিয়ে আসেন। তিনি মনোরমা এন্টারপ্রাইজের সন্টুর দোকানে বিক্রির চেষ্টা করেন। এ সময় দোকানদার সার কিনতে অস্বীকার করলে আমি গিয়ে দেখি সরকারি সার। এ সময় ইউনুস দৌড়ে পালিয়ে যান। আমি পুলিশকে খবর দিই। পরে পুলিশ ও কৃষি কর্মকর্তারা সার নিয়ে যান।’
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি জেলা পাট অধিদপ্তর কর্তৃক প্রতিটি ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কানাইপুর ইউনিয়নে ২৪০ জন কৃষকের মাঝে বিতরণের তালিকা করা হয়। সম্প্রতি বরাদ্দকৃত সার ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। তবে এসব সার বিতরণ করা হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানেন না সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা লতিফা আক্তার।
এসব সার বিতরণের দায়িত্বরত কর্মকর্তা জেলা পাট অধিদপ্তরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম দাবি করেন, ৬ এপ্রিল কানাইপুর ইউনিয়ন পরিষদ থেকে ২৪০ জনের মধ্যে ২০০ জনের মাঝে সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষকের মাঝে ৬ কেজি ইউরিয়া, ৩ টিএসপি, ৩ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া বাকি ৪০ জন কৃষক না আসায় সারগুলো পরিষদে রাখা হয়। পরবর্তীতে সঠিক তথ্যের ভিত্তিতে কৃষকদের মাঝে বিতরণ করার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আলতাভ হুসাইন বলেন, আজ বন্ধের দিন থাকায় বলা যাচ্ছে না, আমার পরিষদের সার কিনা। কারণ, চাবি রয়েছে সচিবের কাছে। পরিষদ খুললে গোডাউন দেখে বলতে পারব।
সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কৃষি কর্মকর্তা ও প্রশাসনকে পাঠানো হয়েছে। তারা সারগুলো জব্দ করে নিয়ে এসেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।