অনেকে আশায় বুক বাঁধলেও ঘুরেফিরে সেই পুরোনো গল্পই দানা বেঁধে উঠল। যে গল্পের শিরোনামও সবার জানা—চোটের কারণে খেলতে পারছেন না নেইমার।
সম্প্রতি শিরোনামটি ফিরে এসেছে ব্রাজিল জাতীয় দলের সূত্রে। চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য নেইমারকে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা করেছিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। এর মধ্য দিয়ে চোট কাটিয়ে ১৬ মাস পর আবারও ব্রাজিল দলে ফিরেছিলেন এই ফরোয়ার্ড। অপেক্ষা ছিল শুধু মাঠে নামার। কিন্তু গত ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ম্যাচে পায়ের পেশিতে পাওয়া চোট কাল হয়ে দাঁড়াল। এই চোট থেকে সেরে না ওঠায় নেইমারকে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয়েছে ব্রাজিল।
আরও পড়ুনহামজার বাংলাদেশ–অভিষেক দেখতে সঙ্গে আসছেন পরিবারের সদস্যরা৩ ঘণ্টা আগেনেইমার নিজেও কতটা আশাহত হয়েছেন, সেটা বোঝা যায় তাঁর প্রতিক্রিয়ায়। ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘মনে হচ্ছিল, ফেরার খুব কাছাকাছি আছি। কিন্তু বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সিটি আমি এই মুহূর্তে পরতে পারব না। আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে এবং সবাই জানে আমার ফেরার ইচ্ছা কতটা। কিন্তু আমরা ঝুঁকি না নিতে এবং সম্পূর্ণভাবে চোটমুক্ত (ফেরার বিষয়ে) বিষয়ে একমত হয়েছি।’
কিন্তু প্রশ্ন হলো, নেইমার কি কখনো সম্পূর্ণরূপে চোটমুক্ত হতে পারবেন?
পিএসজিতে থাকতে মেটাটারসেল চোটে পড়েন নেইমার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নড়াইলে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির একটি কার্যালয়ে হামলা-ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে লোহাগাড়া উপজেলার কুন্দশী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে সোপর্দ করার কথা আছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম পাপন সিকদার (৩৮)। তিনি ওই মামলার ৬৭ নম্বর আসামি ও একই উপজেলার বাসিন্দা।
গত বৃহস্পতিবার মধ্যরাতে লোহাগড়া থানায় মামলাটি করেন ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা এলাকার রবিউল ইসলাম শেখ। তিনি নিজেকে ওই ইউনিয়ন বিএনপির সদস্য পরিচয় দিয়েছেন। ওই মামলায় একই ইউপির বর্তমান চেয়ারম্যান সিহানুক রহমানসহ ৬৯ জনের নাম উল্লেখ করে এবং ১০০-১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আজ শনিবার সকালে লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার পরপরই এক আসামিকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহারে বাদী রবিউল অভিযোগ করেন, ১৩ এপ্রিল ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা হাটে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি ফিলিস্তিনি মুসলিমদের জন্য তহবিল ও জনমত গড়ার বিষয়ে আলাপ করছিলেন তিনিসহ বিএনপির নেতা-কর্মীরা। এ সময় ইউপি চেয়ারম্যান সিহানুকের নেতৃত্বে আসামিরা অবৈধ পিস্তল, দেশীয় অস্ত্রসহ কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে কক্ষ ও আসবাব ভাঙচুর করে খুন ও জখমের ভয় দেখিয়ে বিএনপির নেতা-কর্মীদের বের করে দেন তাঁরা। এরপর সেখানে ৮-১০টি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় তাঁরা ‘দুই-একটি বিএনপি ধর, ধরে ধরে জবাই কর’ বলে স্লোগান দিচ্ছিলেন।
এজাহারে বাদী আরও উল্লেখ করেন, বিএনপির ওই দলীয় কার্যালয়ের কক্ষ ও আসবাব ভাঙচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।