হঠাৎ গাড়িতে আগুন, পারশা বললেন, ‘কীভাবে যে বেঁচে গেছি’
Published: 15th, March 2025 GMT
আজ শনিবার এক সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এই সময়ের আলোচিত গায়িকা, অভিনেত্রী পারশা মাহজাবীন। জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বনানীর স্টুডিওতে যাওয়ার সময় তিনি যে গাড়িতে করে রাস্তায় বের হয়েছিলেন, সেটিতে আগুন ধরে যায়। দ্রুত গাড়ির দরজা খুলে বের হতে পারায় প্রাণে বেঁচে যান তিনি। নিজের ফেসবুকে খবরটি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন পারশা।
আজ দুপুরে ফেসবুকে পারশার দেওয়া এক পোস্টে লেখা ছিল এ রকম, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনো জ্বলছে। প্রথম কিছুক্ষণ গাড়ির দরজাটাও খুলতে পারিনি। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!’
আরও পড়ুনপ্রীতম, তিশা, পারশার ‘ঘুমপরী’ কতটা জমল০৬ মার্চ ২০২৫পারশা মাহজাবীন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নারীর নিরাপত্তায় ঢাকার গণপরিবহনে ‘হেল্প’ অ্যাপ
গণপরিবহনে মাঝেমধ্যেই নারীদের হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া যায়। এ ধরনের ঘটনা ঠেকাতে ঢাকায় গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে চালু হলো নতুন মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) ‘হেল্প’। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার ভবনের সেমিনার হলে অ্যাপটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেন, নারী ও শিশুর ওপর যে কোনো ধরনের সহিংসতা পীড়াদায়ক। অনেক ক্ষেত্রেই এসব ঘটনার শিকার নারীরা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে দ্বিধাবোধ করেন। তাছাড়া তাদের অভিভাবকরাও নানা কারণে ঘটনাগুলো গোপন রাখেন। হেল্প অ্যাপে দাখিল করা তথ্য এখন থেকে ওই ঘটনার প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে।
গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ শব্দ ব্যবহার অনুরোধ জানান কমিশনার। তিনি বলেন, গৃহকর্মীরা আমাদের সমাজে সবচেয়ে বেশি নিগৃহীত। অনেক সময় তারাও শ্লীলতাহানির শিকার হয়। সুনাগরিক হিসেবে গৃহকর্মীদের থাকার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের কর্তব্য।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, ‘হেল্প’ একটি মোবাইল অ্যাপ্লিকেশন প্রকল্প যার মাধ্যমে ঢাকা মহানগরীর গণপরিবহনে কোনো নারী সহিংসতার শিকার হলে তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন, জরুরি সেবা নিতে পারবেন এবং ঘটনাটি রিপোর্ট করতে পারবেন।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে পাইলট প্রকল্প হিসেবে রাজধানীর বছিলা থেকে সায়েদাবাদ সড়কে প্রাথমিকভাবে এটা বাস্তবায়ন করা হবে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ পর্যন্ত চলা বাসে কিউআর কোড স্থাপন ও এই অঞ্চলে অবস্থানরত স্বেচ্ছাসেবীদের সহায়তায় সহিংসতার শিকার নারীরা এ সেবা নিতে পারবেন।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।