ময়মনসিংহে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ
Published: 15th, March 2025 GMT
ময়মনসিংহ নগরীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে নির্মাণশ্রমিক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। যুবককে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম আমিনুল ইসলাম (২৫)। তিনি কুড়িগ্রামের রাজারহাটে তাঁর বাড়ি। নগরীর মাসকান্দা এলাকায় নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করেন তিনি।
পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশু বাসায় ফেরার পথে উত্ত্যক্ত করেন আমিনুল ইসলাম। স্থানীয় লোকজন তা দেখে যুবকটিকে আটক করেন। তাঁকে আটকে মারধর করা হয়। এক মাস আগেও একই এলাকার আরেক ছাত্রীকে উত্ত্যক্ত করেছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ গেলে স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রথমে পুলিশের হাতে দিতে চাননি। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: য বকক
এছাড়াও পড়ুন:
ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী
দেশে গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু হয়েছে। এর আগে ৫ এপ্রিল একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরে রোগটিতে ১৬ জনের মৃত্যু হলো। শনিবার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। তাদের মধ্যে ১০ জনই বরিশাল বিভাগের। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন এলাকার ছয়, ঢাকা বিভাগে চার ও চট্টগ্রাম বিভাগে দু’জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ৪৬৬ জন বরিশালের, এর পর চট্টগ্রামে ৩৯৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৬২, উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৫৫, ঢাকা বিভাগে ৩৫৩, খুলনায় ১১৬, রাজশাহীতে ৬২, ময়মনসিংহে ৫১, রংপুর ও সিলেট বিভাগে ছয়জন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এর পর বরিশাল ও খুলনা বিভাগে দু’জন করে চারজন। চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৯ জন, আর ৭৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ভর্তি রোগীদের মধ্যে ১ হাজার ৩৬১ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৩ জন।
২০২৩ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।