ধর্ষকের বিচার সাত দিনেই দেখতে চাই: জামায়াতের আমির
Published: 15th, March 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা আছিয়ার ধর্ষকদের বিচার ৯০ দিনে নয়, সাত দিনের মধ্যেই দেখতে চাই।”
শনিবার (১৫ মার্চ) সকালে মাগুরা শ্রীপুর উপজেলায় আছিয়ার বাড়িতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, “শুধু আছিয়া নয়, সমাজে এ ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হবে, সাংবাদিক মহল সত্যকে সত্য হিসেবে তুলে ধরবেন। কালো মানুষদের চেহারা আপনারা তুলে ধরুন, যাতে ওদের শাস্তি নিশ্চিত হয়, সবাই তাদের ঘৃণা করে, সমাজ যাতে তাদের বয়কট করে। এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা দ্রুত দেখতে চাই। বিচার কার্যকর হয়েছে, এটাও দেখতে চাই। তাহলে হয়ত এ পরিরবারটি সান্ত্বনা পাবে, দেশবাসী সান্ত্বনা পাবে। লম্পটদের শিক্ষা হবে।”
জামায়াতে ইসলামী মব জাস্টিসকে সমর্থন করে না বলেও জানিয়েছেন দলটির আমির।
ডা.
মাগুরা জেলা জামায়াতের আমির এম বি বাকেরের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন প্রমুখ।
পরে আছিয়ার কবর জিয়াতর করে সেখানে দোয়া পরিচালনা করেন ডা. শফিকুর রহমান। এর পর আছিয়ার বাড়িতে যান তারা। কিন্তু, সেখানে আছিয়ার মা কিংবা পরিবারের কেউ ছিলেন না।
মাগুরা/শাহীন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আমিরের নতুন প্রেমিকা কে এই গৌরী
৬০ বছরে পা দিয়েছেন আমির খান। জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের পরিচয় করিয়ে দেন আমির।
তবে গৌরীর ছবি প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ করেন অভিনেতা। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জেনে নেওয়া যাক আমিরের নতুন প্রেমিকা সম্পর্কে।
আমির ও গৌরীর প্রথম দেখা ২৫ বছর আগে। মাঝখানে যোগাযোগ হারিয়ে গিয়েছিল। তবে কয়েক বছর আগে তাঁদের আবার যোগাযোগ হয়। গৌরী থাকেন বেঙ্গালুরুতে, আগে একটি বিয়েও করেছিলেন। ছয় বছরের একটি ছেলে রয়েছে তার। মতবিনময়কালে আমির জানান, তার সন্তান ও পরিবারের অন্যরা গৌরীর সঙ্গে দেখা করেছেন; সবাই খুব খুশি।
আমির বলেন, ১৮ মাস ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন। এরপর আমির মজা করে মিডিয়ার জন্য বলে ওঠেন, ‘দেখুন, আপনাদের কিছুই টের পেতে দেইনি!’ অভিনেতা আরও জানান, গৌরীকে তিনি শোবিজ দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন।
গৌরী স্প্র্যাট আদতে আমির খানের হাউসে কাজ করেন। আমির খান এদিন জানান, তিনি এই সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, তিনি ভীষণ খুশিও।
প্রেম করলেও আমির খানের ছবি খুব বেশি দেখেননি তার বর্তমান প্রেমিকা, শুধু ‘দঙ্গল’ ও ‘লগান’ দেখেছেন। সাংবাদিকদের নিজেই একথা জানিয়েছেন আমির।
চলতি বছরের শুরুর দিকেই আমির খানের নতুন এই সম্পর্কের গুঞ্জন চাউর হয়। অবশেষে সেটা আনুষ্ঠানিক জানালেন অভিনেতা। এর আগে গৌরীকে দুই ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির।