চীনের এক্সপ্রেস ডেলিভারির দক্ষতা বাড়াচ্ছে এআই
Published: 15th, March 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত উন্নতিতে চীনের এক্সপ্রেস ডেলিভারি প্রতিষ্ঠানগুলো ড্রোন, স্বচালিত যান ও অন্যান্য আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে লজিস্টিক কার্যক্রম আরো দক্ষ করছে। এতে চীনজুড়ে বেড়েছে ডেলিভারির গতি, কমছে ব্যয়।
সাংহাইয়ের একটি কুরিয়ার কোম্পানিতে এআই-সহায়ক রুট পরিকল্পক দু লান পার্সেল সংগ্রহ, স্থানান্তর ও বিতরণ প্রক্রিয়াকে আরো উন্নত করতে এআই ও বিগ ডাটা ব্যবহার করছেন।
আবার ওয়াইটি টেকনোলজির কর্মকর্তা তু লান জানালেন, ফুচৌ সিটি থেকে শিচিয়াচুয়াং হয়ে সুনিং সিটিতে ডেলিভারির জন্য এআই দুটি বিকল্প রুট দিয়েছে। আগে পার্সেল তৃতীয় দিনের শুরুতে পৌঁছাত, এখন এআই বলছে, এটি দ্বিতীয় দিনের মধ্যাহ্নের মধ্যেই পৌঁছানো সম্ভব।
এআই শুধু রুট পরিকল্পনাই নয়, বরং পুরো ডেলিভারি চেইনেও পরিবর্তন আনছে। সিছুয়ানের ছেংতুর সিনতু জেলায় কুরিয়াররা স্বচালিত গাড়িতে পার্সেল লোড করছেন, যা স্থানীয় বিতরণ কেন্দ্রে পৌঁছে দিচ্ছে।
এতে প্রতি পার্সেলের খরচ ৪২ শতাংশ কমেছে এবং ডেলিভারিম্যানদের বারবার স্টেশনে যাওয়া লাগছে না বলে জানালেন সিনতুর জেডটিও এক্সপ্রেসের নেটওয়ার্ক ব্যবস্থাপনা বিভাগের প্রধান হান হুইচিয়াং।
সূত্র: সিএমজি বাংলা
ঢাকা/হাসান/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে আনন্দ শোভাযাত্রা ১৪৩২
‘উৎসবে আনন্দে রচি মানবিক পৃথিবীর গান’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে আনন্দ শোভাযাত্রা, দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নিল স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
সোমবার স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে সকাল সাড়ে ৮টায় ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা। এর পর সকাল ৯টায় স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে শুরু হয় বর্ণিল আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি স্টামফোর্ড ইউনিভার্সিটির বাস্কেটবল গ্রাউন্ড থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাস্কেটবল গ্রাউন্ডে এসে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান বৈশাখী মেলার স্টল উদ্বোধন করেন। পরে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে দুপুর ১টায় শেষ হয় স্টামফোর্ড ইউনিভার্সিটি আয়োজিত বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩২। সংবাদ বিজ্ঞপ্তি।