Risingbd:
2025-03-15@12:24:11 GMT

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ

Published: 15th, March 2025 GMT

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ

রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুই ট্রেনের একটি পরিষ্কারের জন্য ওয়াশপিটে যাচ্ছিল, অন্যটি ওয়াশপিট থেকে বের হচ্ছিল। যাত্রীবিহীন থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে সংঘর্ষের ফলে উভয় ট্রেনের একটি করে বগি লাইনচ্যুত হয়ে পড়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, ‘‘ওয়াশপিটে পরিষ্কারের পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন হয়। পাশাপাশি সংঘর্ষের ফলে উভয় ট্রেনের একটি করে বগি লাইন থেকে নেমে যায়। তবে, যাত্রী না থাকায় কেউ আহত হননি।’’

তিনি আরো বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত ট্রেন দুটির বগি উদ্ধার কাজ শুরু হয়েছে, তবে কিছুটা সময় লাগবে। দুর্ঘটনার কারণে ট্রেনগুলোর নির্ধারিত সময়ের দেরিতে ছাড়বে। যাত্রী পরিবহন পুনরায় শুরু করতে কতক্ষণ লাগবে, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/কেয়া/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ র ঘটন

এছাড়াও পড়ুন:

আমিরের নতুন প্রেমিকা কে এই গৌরী

৬০ বছরে পা দিয়েছেন আমির খান। জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের পরিচয় করিয়ে দেন আমির।

তবে গৌরীর ছবি প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ করেন অভিনেতা। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জেনে নেওয়া যাক আমিরের নতুন প্রেমিকা সম্পর্কে।

আমির ও গৌরীর প্রথম দেখা ২৫ বছর আগে। মাঝখানে যোগাযোগ হারিয়ে গিয়েছিল। তবে কয়েক বছর আগে তাঁদের আবার যোগাযোগ হয়। গৌরী থাকেন বেঙ্গালুরুতে, আগে একটি বিয়েও করেছিলেন। ছয় বছরের একটি ছেলে রয়েছে তার। মতবিনময়কালে আমির জানান, তার সন্তান ও পরিবারের অন্যরা গৌরীর সঙ্গে দেখা করেছেন; সবাই খুব খুশি।

আমির বলেন, ১৮ মাস ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন। এরপর আমির মজা করে মিডিয়ার জন্য বলে ওঠেন, ‘দেখুন, আপনাদের কিছুই টের পেতে দেইনি!’ অভিনেতা আরও জানান, গৌরীকে তিনি শোবিজ দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন।

গৌরী স্প্র্যাট আদতে আমির খানের হাউসে কাজ করেন। আমির খান এদিন জানান, তিনি এই সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, তিনি ভীষণ খুশিও।

প্রেম করলেও আমির খানের ছবি খুব বেশি দেখেননি তার বর্তমান প্রেমিকা, শুধু ‘দঙ্গল’ ও ‘লগান’ দেখেছেন। সাংবাদিকদের নিজেই একথা জানিয়েছেন আমির।

চলতি বছরের শুরুর দিকেই আমির খানের নতুন এই সম্পর্কের গুঞ্জন চাউর হয়। অবশেষে সেটা আনুষ্ঠানিক জানালেন অভিনেতা। এর আগে গৌরীকে দুই ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। 

সম্পর্কিত নিবন্ধ