নরসিংদীর পলাশের শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর আসাদুজ্জামান আসাদ (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় নিহাদ ইসলাম (১৮) নামের আরেক তরুণের লাশ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস।

গতকাল বিকেল ৪টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর এলাকায় নদীতে গোসল করতে নামেন চার বন্ধু। দুজন তীরে উঠে আসতে পারলেও অন্য দুজন তলিয়ে যান।

নিহত ব্যক্তিদের মধ্যে আসাদুজ্জামান আসাদ (১৭) সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ি এলাকার কামরুল হাসানের ছেলে ও নিহাদ ইসলাম (১৮) ভোলার সদর উপজেলার কোরালিয়া এলাকার শাহজাহানের ছেলে। এ দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা দুজন হলেন রেজাউল তানভীর (১৮) ও সামির খান (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুজ্জামান ও রেজাউল ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর এলাকার প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করেন। সামির ও নিহাদ ঢাকা থেকে তাঁদের কাছে ঘুরতে এসেছিলেন। ছোটবেলায় তাঁরা চারজন রাজধানীর পল্লবী এলাকায় একসঙ্গে চলাফেরা করেছেন।

বেঁচে ফেরা ওই দুই বন্ধু ও পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে চারজন শীতলক্ষ্যা নদীর পাড়ে ইফতার করতে যান। ৪টার দিকে তাঁরা নদীর পানিতে গোসল করতে নামেন। নদীতে তাঁরা পরস্পরের দিকে পানি ছুড়ে মারছিলেন। একপর্যায়ে স্রোতের টানে একজন তলিয়ে যাচ্ছেন দেখে আরেক বন্ধু হাত বাড়িয়ে দেন। এ সময় দুজনই তলিয়ে যান। পরে অন্য দুজন সাঁতার না–জানায় দ্রুত তীরে উঠে স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান। তাঁদের মাধ্যমে খবর পেয়ে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। নদীতে নেমে তাঁরা নিহাদের লাশ উদ্ধার করেন।

রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ আসাদুজ্জামানকে উদ্ধার করা যায়নি।
আজ সকাল ৮টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ আসাদুজ্জামানকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। পরে বেলা ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধারে সক্ষম হয় তারা।

পলাশ থানার উপপরিদর্শক মো.

আবু হানিফ বলেন, ‘নিহত ব্যক্তিদের স্বজনদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আসাদুজ্জামান ও নিহাদ ইসলামের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমিরের নতুন প্রেমিকা কে এই গৌরী

৬০ বছরে পা দিয়েছেন আমির খান। জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের পরিচয় করিয়ে দেন আমির।

তবে গৌরীর ছবি প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ করেন অভিনেতা। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জেনে নেওয়া যাক আমিরের নতুন প্রেমিকা সম্পর্কে।

আমির ও গৌরীর প্রথম দেখা ২৫ বছর আগে। মাঝখানে যোগাযোগ হারিয়ে গিয়েছিল। তবে কয়েক বছর আগে তাঁদের আবার যোগাযোগ হয়। গৌরী থাকেন বেঙ্গালুরুতে, আগে একটি বিয়েও করেছিলেন। ছয় বছরের একটি ছেলে রয়েছে তার। মতবিনময়কালে আমির জানান, তার সন্তান ও পরিবারের অন্যরা গৌরীর সঙ্গে দেখা করেছেন; সবাই খুব খুশি।

আমির বলেন, ১৮ মাস ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন। এরপর আমির মজা করে মিডিয়ার জন্য বলে ওঠেন, ‘দেখুন, আপনাদের কিছুই টের পেতে দেইনি!’ অভিনেতা আরও জানান, গৌরীকে তিনি শোবিজ দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন।

গৌরী স্প্র্যাট আদতে আমির খানের হাউসে কাজ করেন। আমির খান এদিন জানান, তিনি এই সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, তিনি ভীষণ খুশিও।

প্রেম করলেও আমির খানের ছবি খুব বেশি দেখেননি তার বর্তমান প্রেমিকা, শুধু ‘দঙ্গল’ ও ‘লগান’ দেখেছেন। সাংবাদিকদের নিজেই একথা জানিয়েছেন আমির।

চলতি বছরের শুরুর দিকেই আমির খানের নতুন এই সম্পর্কের গুঞ্জন চাউর হয়। অবশেষে সেটা আনুষ্ঠানিক জানালেন অভিনেতা। এর আগে গৌরীকে দুই ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। 

সম্পর্কিত নিবন্ধ